আপনারা অনেকেই জানেন না কিস ডে কবে। আজকের এই পোস্টে আপনাদেরকে জানাতে সাহায্য করবো চুম্বন দিবস বা কিস ডে কবে। প্রতিবছর ফেব্রুয়ারি মাস আসলে ভালোবাসা দিবস উপলক্ষে সাতটি দিন উদযাপন করা হয়। তার মধ্যে থেকে কিস ডে একটি দিন। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ কিস ডে হিসেবে পুরো বিশ্বে পালিত হয়। এই দিন ভালবাসার মানুষকে সবাই চুম্বন প্রদান করে। তাই যারা কিস ডে কবে জানতে চেয়ে ইন্টারনেট অনুসন্ধান করেছেন। তাদের জানাতে চাই ১৩ ফেব্রুয়ারি কিস ডে হিসেবে পালিত হয়।
কিস ডে কবে
পুরো পৃথিবীতে ১৩ ফেব্রুয়ারি ২০২৪ কিস ডে বা চুম্বন দিবস হিসেবে পালন করা হবে। এ দিনটিকে ঘিরে সবাই অনেক পরিকল্পনা করে রাখে। তাই আপনারা যারা কিস ডে কবে জানেন না। তাদের সুবিধার্থে আজকের পোস্টে উল্লেখ করা হয়েছে।
- চকলেট ডে কবে – Chocolate Day Kobe 2024
- রোজ ডে কবে – Rose Day kobe 2024
- প্রপোজ ডে কবে – Propose Day Kobe 2024
- টেডি ডে কবে – Teddy Day Kobe 2024
- হাগ ডে কবে – Hug Day Kobe 2024
- প্রমিস ডে কবে – Promise Day Kobe 2024
Kiss Day Kobe 2024
সবাই জানতে চাই কিস ডে কবে পালন করা হয়। যারা ভালোবাসা দিবস উপলক্ষে তার প্রিয় মানুষকে সম্মান দিবেন বলে বসে আছেন। তাদের কে জানাতে চাই এ বছর 13 ফেব্রুয়ারি কিস ডে পালন করা হবে। এবং এই দিনে বিশ্বের সব জায়গায় কিস ডে পালন করা হয়।
কিস ডে কবে ২০২৪
২০২৪ সালে কিস ডে ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার পালিত হবে। এটি ভ্যালেন্টাইনস সপ্তাহের ষষ্ঠ দিন ও ভ্যালেন্টাইন্স ডে’র ঠিক একদিন আগে। এই দিনটি প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চুম্বন করে তাদের ভালোবাসা প্রকাশ করে।
কিস ডে কত তারিখে
ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ কিস ডে পালন করা হয়।
কিস ডে পালন করার নিয়ম?
কিস ডে বা চুম্বন দিবস উপলক্ষে মানুষ তার প্রিয়জনকে চুম্বন করে থাকে। তাই আপনার কাছের মানুষ আজাদ আপনার স্ত্রীকে কিস ডে উপলক্ষে চুম্মা দিন। এই দিনটাকে আরও সুন্দর করার জন্য নানান পরিকল্পনা হাতে নিতে পারেন।
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে কিস ডে কবে জানতে সাহায্য করা। আশা করি আজকের পর থেকে আপনারা জানতে পেরেছেন এই দিনটি কবে পালন করা হয়। সবাইকে জানিয়ে দিন শেয়ার করে।
Read More