Jumma Mubarak Status Bangla

জুম্মা মোবারক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও পিকচার – জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা

প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য জুম্মা মোবারক ছোট ঈদ নামে পরিচিত। আবার অনেকেই আছেন যারা বলে থাকেন শুক্রবার জুমার নামাজ গরিবের ঈদের দিন। তাই বর্তমানে এই দিনটিকে ঘিরে সকল মুসলমান জুম্মা মোবারক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য খুঁজে থাকে। তাদের সবার কথা চিন্তা করে আজকের এই পোস্টে জুম্মা মুবারক উক্তি তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে আপনি পবিত্র জুমার নামাজ সম্পর্কে বিভিন্ন হাদিস সবার সাথে শেয়ার করতে পারবেন। Jumma Mubarak Status Bangla দেওয়া হয়েছে আজকের পোস্টে।

জুম্মা মোবারক

যারা প্রতি শুক্রবারে নামাজ পড়ার আগে জুম্মা মোবারক নিয়ে কিছু কথা সবার সাথে শেয়ার করে থাকেন। তাদের জন্য শুক্রবার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আপনারা জুম্মা মোবারক সম্পর্কে নতুন নতুন ইসলামিক হাদিস সবার সাথে শেয়ার করতে পারবেন।

ভাইরাস কে নয়
ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন
-ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন!
জুম্মা মোবারক

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক

যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
-আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
জুম্মা মোবারক

জুম্মা মোবারক স্ট্যাটাস

জুম্মা মোবারক স্ট্যাটাস সবার অনেক প্রয়োজন। বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়ে জুম্মা মোবারক স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করে থাকে। তাই তাদের জন্য জনপ্রিয় জুম্মা মোবারক স্ট্যাটাস তুলে ধরেছে আজকের এই পোস্টে।

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক

Read More: নামাজের উপকারিতা – দেখুন ইহকালীন ও পরকালীন লাভ

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা সবাই পেতে চায়। তাই যারা পবিত্র জুম্মা মোবারক নিয়ে বাংলা স্ট্যাটাস সবার সাথে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে ভালো মানের জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা তুলে ধরা হয়েছে।

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক

জুম্মা মোবারক স্ট্যাটাস

নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক

নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক

জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস

বেশিরভাগ যুবসমাজ জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস সবার সাথে শেয়ার করে। তাই আপনি যদি এই দিনটি সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাহলে নিচে থেকে পছন্দের জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিন।

নতুন আশা,নতুন দিন, আজকে হল জুমার দিন
লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর
আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।
সকলকে জুম্মা মোবারক

নামাজ পড়ো,
নিশ্চয়ই আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে
জুম্মা মোবারক

জুম্মা মোবারক উক্তি

যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে
আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন
জুম্মা মোবারক

যে পবিত্র থাকতে চায় ,
তাকে আল্লাহ পবিত্র রাখেন
জুম্মা মোবারক

আয়াতুল কুরসি।
পড়ে বাড়ি থেকে বের হলে।
৭০ হাজার ফেরেশতা চর্তুদিক
থেকে রহ্মা করে।
জুম্মা মোবারক

সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক

মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !
জুম্মা মোবারক

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
– যার বেতন হচ্ছে জান্নাত
জুম্মা মোবারক

জুম্মা মোবারক নিয়ে উক্তি

এখানে কিছু ভালো মানের জুমা মোবারক নিয়ে উক্তি উল্লেখ করেছি আমরা। তাই আপনার যদি জুম্মা মোবারক উক্তি গুলো ভালো লেগে থাকে। তাহলে অবশ্য সবার সাথে শেয়ার করবেন।

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে
আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
-হযরত মুহাম্মদ (সাঃ)

তুমি ফিরে যাও আল্লাহর দিকে
সৌভাগ্য ফিরবে তোমার দিকে
জুম্মা মোবারক

জুম্মা মোবারক পিক

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই
যাকে তুমি আপন ভাবো সে হবে পর
আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর
“জুম্মা মোবারক”

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,
যাদের আচার আচরণ সবচেয়ে ভালো
জুম্মা মোবারক

জুম্মা মোবারক পিকচার

জুম্মা মোবারক পিক সবাই ফেসবুকে স্ট্যাটাস দেয়। তাই আপনি যদি সবার সাথে জুম্মা মোবারক ছবি শেয়ার করতে চান। তাহলে নিচে থেকে বেছে জুমা মোবারক পিক ডাউনলোড করুন।

এই বরকতময় শুক্রবারের জন্য আল্লাহকে ধন্যবাদ।
পবিত্র জুম্মার শুভেচ্ছা

তোমাদের মধ্যে সে-ই উত্তম,
যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।
-ইবনে মাজাহ
জুম্মা মোবারক

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ
জুম্মা মোবারক

jumma mubarak facebook status

তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
[হযরত আলী (রহঃ)]
জুম্মা মোবারক

‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
জুম্মা মোবারক

শেষ কথা

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টের সাহায্যে সবাইকে জুম্মা মোবারক স্ট্যাটাস ও জুম্মা মোবারক উক্তি সবার সাথে শেয়ার করতে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুধুমাত্র জুম্মা নয় সকল দিনের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top