How to Get DBBL Primary Selection Letter & Apply For Final Application

Dutch Bangla Bank SSC Scholarship Result 2024 has been released. The SSC scholarship results were released at 10 pm on August 30. Those who have passed the initial selected list. The Dutch Bangla Bank has issued new instructions for them. On the other hand, many people are searching the internet how to get the primary selection letter. In today’s post, we will mention how you can download the primary selection letter.

DBBL Primary Selection Letter Download 2024

You can download the DBBL preliminary selection letter by following a few simple procedures. On the other hand, if you want to make the final application, then you must submit the Dutch-Bangla Bank Scholarship Primary Selection Letter. So follow the rules below and download the primary selection letter.

Download Your Primary Selection Letter

Rules for downloading primary selection letters

Here we mention the process how to download DBBL primary selection letter.

DBBL Selection letter

  • Visit this link first.

https://app.dutchbanglabank.com/DBBLScholarship/downloadAcknowledgeScholarshipApplicationAction.action

  • Please provide your application ID there.
  • Click on the Primary Selection Letter option on the side.
  • Or download it in PDF form.

I hope that through this you have been able to download your primary selection letter.

Necessary instructions for DBBL Scholarship selected applicants

You need to take the next step with the information mentioned below. This allows you to complete the latest application.

Apply For Final Application

Check DBBL Final Result

(নতুন প্রকাশিত) DBBL Scholarship Result 2024 – SSC Scholarship Result 2024

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে)অবশ্যই পিতাসহ (পিতা মৃত হলে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে :

১. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি । ২. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি । ৩. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি । ৪. এস. এস. সি. পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি।

৫. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি ।

পিতা/মাতা মৃত হলে আয়ের বিবরণীতে তা অবশ্যই উল্লেখ করতে হবে । ৬. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি । ৭. পিতা/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ভরণপোষণ না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি । ৮. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমাণপত্রের ফটোকপি ।

*বিশেষ দ্রষ্টব্য : (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি অধ্যয়নরত কলেজে জমা থাকে তাহলে সেসব কাগজের ফটোকপি উক্ত কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)।

(ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক-এর যেকোন শাখায়(যেখানে শাখা নেই সেখানে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে)উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে ।

(iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষে নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে ।

I hope with the help of today’s post, you have understood how to download the primary selection letter. So share the post with everyone to understand the DBBL Primary Selection Letter and the latest application rules. Visit our website to know the latest results of the DBBIL Scholarship.

Leave a Comment