হিরো স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ | হিরো স্কুটির দাম কত

হিরো কোম্পানির বাইক যেমন জনপ্রিয়তা পেয়েছে। তেমনি স্কুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ বাজারে। এই কোম্পানি ১০০ সিসি থাকে ১৬০ সিসির বাইক রপ্তানি করে থাকে। হিরো স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ এর পাশাপাশি ১০০ সিসি এবং ১১০ সিসির স্কুটি বাজারে ছেড়েছে কম দামের মধ্য। হিরো ইন্ডিয়ান কোম্পানি এই কম্পানি বাংলাদেশে ভালো অবস্থান ধরে রেখেছে। কম দামের মধ্যে ভালো ফিচার দেওয়ার মাধ্যমে, এবং ভালো সার্ভিস দেয়ার মাধ্যমে। তারা চেষ্টা করেছে কম দামের মধ্যে ভালো ডিজাইন দেওয়ার এবং স্টাইলিশ করার।

আজকে আমরা কথা বলছি হিরো কোম্পানির দুইটি স্কুটি নিয়ে। প্রথমটি হচ্ছে হিরো প্লেজার ১০০ এবং হিরো মায়েস্ট্রো এজ ১১০ এই স্কুটির কি ফিচার থাকছে। এবং দাম কত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আশা করা যায় এই স্কুটি দুটি আপনাদের কাছে ভালো লাগবে। হিরো সকল বাইকের দাম জানতে এখানে প্রবেশ করুন।

হিরো স্কুটির দাম কত

বাজারে বিভিন্ন কোম্পানির স্কুটি পেয়ে যাবেন। তবে বাজেট সেগমেন্টের মধ্যে হিরো কোম্পানির ভালো ফিচার অফার করছে। অনেকেই এই কোম্পানির বাইক এবং স্কুটি কিনে থাকে। বাইকের বিভিন্ন পার্স বাংলাদেশের সকল জায়গায় পাওয়া যায়। সবমিলিয়ে তারা চেষ্টা করেছে গ্রাহকদের মাঝে ভালো সার্ভিস প্রদান করার। এজন্য বাংলাদেশের হিরো কোম্পানি এত জনপ্রিয়তা পেয়েছে।

হিরো স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

এখন আমরা দেখে নিব hero pleasure 100, এই স্কুটিতে কি থাকছে এবং দাম কত। স্কুটির বাজার মূল্য ১,২৪,৯৯০ টাকা। Hero pleasure 100, ডিজাইনের কথা বলতে গেলে অন্যান্য স্কুটির মতন ক্ল্যাসিক ডিজাইন। সাথে সামনের বডি হেডল্যাম্প, ফ্রন্ট কাউল এবং ফ্রন্ট ফ্রেন্ডারের সুন্দর ডিজাইন। এই স্কুটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7 Ps পাওয়ার এবং 8.1 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 77 kmph, ট্যাংকের দারুন ক্ষমতা ৫ লিটার, এই স্কুটি থেকে মাইলেজ পাওয়া যায় 63 kmpl, এর রেডি পিকআপ বেশ ভালো থাকায় স্মুথভাবে স্পিড এক্সেলারেশন হয়ে থাকে।

হিরো স্কুটার দাম কত

সাধারণত এই দামের বাইক ও স্কুটিতে ড্রাম ব্যবহার করা হয়। এই স্কুটিত ব্রেক হিসেবে ড্রাম ব্যবহার করা হয়েছে, স্মুথলি ভাবে ব্রেক করা যাবে। এ স্কুটিতে যে লকার ব্যবহার করা হয় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এই স্কুটিতেও এই সুবিধা থাকছে। স্কুটিটির সামনের অংশে নিচের দিকে লকার আছে। এই লকারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারবেন। সব মিলিয়ে এই স্কুটির ওজন ১০১ কেজি। বলতে গেলে এই বাজেটের মধ্যে অন্যান্য। কোম্পানি অনুযায়ী এই স্কুটি ভালো ফিচার এবং সুন্দর ডিজাইন অফার করছে। আপনার বাজেট যদি হয় এক লক্ষ ২০ হাজার টাকার আশেপাশে, তাহলে এই স্কুটি দেখতে পারেন।

হিরো স্কুটি দাম কত

এখন দেখে নিব হিরো কোম্পানির আরেকটি স্কুটি। hero maestro edge 110 ফিচার এবং দাম কত। স্কুটির বাজার মূল্য ১,২৯,৯৯০ টাকা। ডিজাইনের কথা বলতে গেলে এই বাজেটের মধ্যে অন্যান্য স্কুটির মতোই নতুনত্ব নেই। তবে বাজেট অনুযায়ী ডিজাইন ঠিকঠাক। ক্ল্যাসিক ডিজাইন এবং বডি মজবুত। স্কুটি পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম।

ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.15 Ps পাওয়ার এবং 8.7 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 85 kmph, এই স্কুটি থেকে মাইলেজ পাওয়া যায় 53 kmpl, এর রেডি পিকআপ বেশ ভালো থাকায় স্মুথভাবে স্পিড এক্সেলারেশন হয়ে থাকে।

হিরো স্কুটি বাইকের দাম

স্কুটির ডাইমেনশন বলতে গেলে লম্বায় ১৮৪১ মিমি এবং চওড়ায় ৬৯৫ মিমি এবং উচ্চতা ১১৯০ মিমি। লম্বা, চওড়া, এবং উচ্চতার দিক দিয়ে ঠিকঠাক রয়েছে। এছাড়াও ১২৬১ মিমি হুইলবেজ, ১৫৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। স্কুটির সিট অনেক আরামদায়ক।

ব্রেকিং হিসেবে ড্রাম ব্যবহার করা হয়েছে। এর ফলে স্মুথভাবে ব্রেক করা সম্ভব। সাধারণত এই দামে ডিস্ক ব্যবহার করা হয় না। সব মিলিয়ে এই বাজেটের মধ্যে ভালো কিছু অফার করছে। যেমন স্কুটিটির সামনের অংশে নিচের দিকে একটি লকার আছে। এই লকারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারবেন। সব মিলিয়ে আপনার বাজেট যদি ১ লক্ষ ৪০ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই স্কুটি দেখতে পারেন।

আশা করা যায় এই পোস্ট থেকে হিরো কোম্পানির স্কুটির দাম কত জানতে পেরেছেন যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা আরো অন্যান্য পোস্ট দেখতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।

এখানে আরও দেখুনঃ

হিরো কোম্পানির সকল মডেলের দাম কত ২০২৪

Leave a Comment