ফেসবুক স্ট্যাটাস ফানি

নতুন ফানি পোস্ট বাংলা, মজার স্ট্যাটাস, বাংলা জোকস ও ক্যাপশন

সবাই ফেসবুক স্ট্যাটাস ফানি পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে। সবার আশা পূরণ করার জন্য আমাদের আজকের এই পোস্টে ফেসবুক স্ট্যাটাস ফানি উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে অতি দ্রুত ফেসবুক স্ট্যাটাস ফানি ডাউনলোড করতে পারবেন আমাদের পোষ্ট থেকে। তাই মনোযোগ সহকারে আজকের এই পোষ্ট দেখুন আর সংগ্রহ করুন ফেসবুক স্ট্যাটাস ফানি।

নতুন ফানি পোস্ট

আপনি হয়তো ফেসবুক স্ট্যাটাস ফানি ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে চান। কিন্তু কোথাও নিজের মনের মত ফেসবুক স্ট্যাটাস ফানি খুঁজে পাচ্ছেন না। তাই আমরা ফেসবুক স্ট্যাটাস ফানি তুলে ধরেছি আজকের এই পোস্টে।

  • “ভাবির বোনের ফ্রিজে, এক টুকরো মাংস রাখতে চাইছিলাম, পলিথিন নাই বলে রাখতে দিল না,একদিন আমারও ফ্রিজ হবে,ঐদিন আর পলিথিন লাগবে না”
  • আম্মুর টাকা হারাইছে, আম্মু টাকা না খুইজা আমাকে খুজতেছে, এটা কেমন কথা?
  • বড় ছেলেকে মেডিক্যাল-এ নাকি বুয়েটে পড়াবে এই নিয়ে পার্কে বসা BF ও GF, এর মধ্যে তুমুল ঝগড়া, অবশেষে GF এর ডায়ালগ-কাল থেকে আমার JSC পরীক্ষা, তাই আর বেশী কিছু বললাম নাহ…
  • হ্যাঁ ভাই তোরা সবাই ব্যাকবেঞ্চার ছিলি,  আমি একা ম্যাডামের কোলে বসে পড়তাম
  • “জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। মাঝখানে শুধু প্রেমটাই শয়তানের হাতে।”
  • পচাদা বউকে নিয়ে জাতীয় পতাকা কিনতে গেছে দু-চারটে দেখার পর পচাদার বউ দোকানদারকে বললো ‘আরও অন্য কালার দেখান না’
  • তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়্যা, কালকে থেকে শুরু হবে গণিত পরিক্ষা
  • আইন নিজের হাতে নিবেন না, মশা ধরে পুলিশের হাতে তুলে দিন
  • এখন তো ব্রাশ করতে ও ভয় লাগে, কখন জানি প্রিয়াঙ্কা চোপড়া আবার গাছের ডাল পালা ভেঙে এসে বলবে আপনার টুথপেস্টে নুন আছে?
  • গরমে ঠান্ডা টিপস! ঘুমানোর আগে মশারী ১ ঘন্টা ফ্রিজে রাখুন
  • মায়ের হাতের সব কিছুই মজাদার, হোক সেটা বিরিয়ানি, দৌড়ানি বা থাবড়ানি
  • “চুল বড় রাখলে ছেলেরা খারাপ হয়ে যায় না এগুলো নিউটন,রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণ”
  • “তেলাপোকা দেখে বিছানায় হিসু করা মেয়ে গুলি, Faceb00k এ এসে বলে কিনা,বিয়ের পর জামাই পিটাবে,,…..,।৷ হা হা হা”
  • “সবার সাথে রাগ করে থাকতে পারি কিন্তু, বাতরুমের সাথে রাগ করে থাকতে পারিনা”
  • “না হলো পড়াশোনা না হলাম কারো বাবুসোনা- জীবনটা হুদাই ভেটকাইতে ভেটকাইতে গেলো ঝরিনা তুমি কই”
  • “ফেইসবুকে প্রেম করে এক পাকিস্তানি পোলারে সেই লেভেলের ছ্যাঁকা দিছি আচ্ছা আমি কি এখন মুক্তিযুদ্ধার ভাতা পামু?”
  • “বাসায় মেহমান আসছে, মিষ্টি আনে নাই, তাই Btv ছাইরা রিমোট লুকাইয়া রাখছি….”
  • “আম গাছ জাম গাছ, সব মেয়েরা চিটিংবাজ…..”
  • “ব্যাঙ ও মেয়েদের মধ্যে কোনই পার্থক্য নাই দেখি, কারন বৃষ্টি এলে এরা দুজনেই হুদ্দাই লাফাই”
  • “চিকন মেয়েদের দেখলে মশাও মনে করে রক্ত খাব নাকি দিব”
  • “মোবাইল কিছুক্ষণ কাছে না থাকলে  মোবাইল ও বলে, জারা জারা টাচ মি;টাচ মি”
  • “- সমবয়সী Relationship গুলা – সপ্তাহে প্রায় ৬ দিন Breakup হয়”
  • “- মাননীয় স্পিকার..! এ- যুগে একটা প্রেম দিয়ে কিছুই হয়না..! – আমি আরো একাধিক প্রেম করবার চাই..!”
  • “দুরে যে তুমি যাবেনা চলে, সে ভরসা কোথায় পাই, বলোনি তো নিজেকে সুনম প্রেমী, শেষ পর্যন্ত তোমাকে চাই!”
  • “প্রতি রাতের শেষ প্রহর হয় ভাংগা স্বপ্নতে,, প্রতিটা দিনের শুরু হয় মিথ্যে ভালো থাকার অভিনয় করে”
  • “ছ্যেকা খাওয়া গান শুনে ২ ঘন্টা কাঁদলাম। এর পরে মনে পড়লো,,, আরে আমি কাঁদছি কেন? আমি তো সিংগেল।”
  • “অনেক খুঁজলাম সিওর হইলাম, কেউ নেই এ তল্লাটে, সুযোগ পেলে সবাই দেখি, স্রোতের দিকে হাটে”
  • “কিছু মানুষ আছে ২দিন ভালো ব্যবহার করবেন আপনি আর সে আপনার উপরে নিজের অধিকার খাটানো শুরু করে দিবে। অথচ তারা আমাদের কেউ ইইই না। এবং তাদের ১টা অকেজো গুন ও থাকবে। আপনার ব্যক্তিগত জীবন এর বিষয় গুলো হাতানোর চেষ্টা আর নাগ গলানো। বলি ভালো হইয়া যান।
  • ভালো হইতে টাকাব টাকা লাগে না।”
  • “যে ছেলে বিরিয়ানি আর ফুস্কা পছন্দ করে না, তার সাথে বিয়া তো দুর প্রেম করাও পাপ”

ফানি পোস্ট বাংলা

অনেকেই হাঁসির মজার স্ট্যাটাস ফেসবুকে দিতে চায়। আপনি যদি ভালোবাসার হাঁসির মজার স্ট্যাটাস আপনার ফেসবুক টাইমলাইন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান। তাহলে আজকের এই পোস্টের সাহায্যে হাঁসির মজার স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারবেন। আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন।

১। মেয়েঃ তুমি আমার জীবনের সূর্য হবে? :
ছেলেঃ অবশ্যয়!
মেয়েঃ তাহলে ৯৩ মিলিয়ন মাইল দূরে থাক।

২। প্রশ্নঃ একটি কম্পিউটার খাবারের জন্য কি খায়?
উত্তরঃ মাইক্রো চিপস।

৩। স্ত্রীঃ আজকে স্বপ্নে দেখলাম তুমি আমাকে একটি ডায়মন্ড রিং কিনে দিয়েছ।
স্বামীঃ আমিও স্বপ্নে দেখলাম বিলটা তোমার বাবা পে করেছিল।

৪। শিক্ষকঃ অংকটির সমাধান কর, ধর তোমার আব্বু সপ্তাহে ৫০০০ টাকা আয় করে এবং তার অর্ধেক তোমার আব্বুর কাছে কাছে কি থাকবে?
ছাত্রঃ “হার্ট এট্যাক”

হাঁসির মজার স্ট্যাটাস

৫। স্ত্রীঃ আজকে একটা স্বপ্ন দেখলাম, তুমি একটি নেকলেস গিফট করেছ। এর মানে জান?
স্বামীঃ তুমি আজকে রাতে জানতে পারবে।
(স্বামী বাইরে গেল আর একটি বই কিনে আনল ” The Meaning of Dreams”)

৬। এখনকার বিচ্ছেদ প্রেমিক-প্রেমিকার হয় আর সাজা ভোগ করে প্রোফাইল পিকচার আর স্ট্যাটাস।

৭। আজকের সময়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেক জনের মোবাইল চার্জে দেয়া।

আরো আছেঃ সেরা হাসির এসএমএস

৮। যদি চাও মানুষ তোমাকে মনে রাখুক, তাহলে টাকা ধার করা শুরু কর।

৯। আজকের দিনে বাবা-মায়ের দুইটি দুশ্চিন্তা তাদের ছেলে মেয়েদের নিয়ে, প্রথমটি হচ্ছে তাদের ছেলে কি ডাউনলোড করছে আর অন্যটি তাদের মেয়ে কি আপলোড করছে।

১০। শিক্ষকঃ অক্সিজেনের আবিষ্কার হয়েছে ১৭৭৩ সালে।
ছাত্রঃ বাঁচলাম, অই সময়ের আগে জন্ম নিলে মরে যেতাম।

১১। (বল্টু গেল দোকানে আয়না কিনতে)
বল্টুঃ এই আয়নার গ্যারান্টি কি?
দোকানদারঃ এই আয়না ১০০ তলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলা হলে ৯৯ তলা পর্যন্ত এর কিছুই হবে না।

১২। (বল্টু এবং তার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে খাওয়া শেষে)
বল্টুঃ আমি শেষ বারের মত বলতেছি, আমাকে বিয়ে করবা কিনা?
গার্লফ্রেন্ডঃ না।
বল্টুঃ আচ্ছা, ওয়েটার!!!!! খাবার এর বিলা আলাদা হবে।

১৩। (নন্টে এক রুটি নিজে খাইতেছিল আরেক রুটি মুরগীকে খাওয়াচ্ছিল)
ফন্টে জিজ্ঞেস করলঃ তুই কি করছিস?
নন্টেঃ মুরগীর সাথে রুটি খাইতেছি।

১৪। শিক্ষকঃ বল, এনার্জি কাকে বলে?
ছাত্রঃ সম্পূর্ণ মনে নাই কিন্তু শেষের দিকে মনে আছে।
শিক্ষকঃ আচ্ছা তাহলে শেষের অংশ বল।
ছাত্রঃ তাকেই এনার্জি বলে।

১৫। শিক্ষক বলল, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে আগে ক্লাস থেকে বের হতে পারবে। তা দেখে নন্টে তার ব্যাগ বাইরে ছুড়ে ফেলে দিল। শিক্ষক চিৎকার করে উঠল, এই ব্যাগ কার? নন্টে বলল, আমার। এইবার ক্লাসের বাইরে যেতে দিন।

ফানি স্ট্যাটাস

আপনারা যারা ফানি স্ট্যাটাস নিজের কাছের মানুষকে পাঠাতে চান। তারা আমাদের ওয়েবসাইট থেকে সেরা ফানি স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। তাই আর দেরি না করে নিচে থেকে নিজের পছন্দমত ফানি স্ট্যাটাস সংগ্রহ করুন।

“~ Browser

দেখুন ছাত্রীকে ক্লাসে ডেকে এনে

কি করলো শিক্ষক

ঢুকে দেখি নতুন বই দিচ্ছে”

“নাইকার মতো মেয়ের সাথে প্রেম করবা

আর সে অভিনয় করলেই দোষ?

ফাজলামোর লিমিড আছে”

“ধূমায়িত চায়ের কাপে

চুমুক দিতেই বলে উঠলো মন

এ ঠান্ডা আর থাকবে কতক্ষন?

আমরা তো বিপুল পোশাক,

আর শরীর ঝরাতে যাচ্ছি জিম!

ফুটপাত বাসীর জীর্ণ শরীরে

রক্ত হচ্ছে যে হিম!!”

“বলছি ডাক্তার সাহেব আমার না খুব

প্রেম প্রেম পাচ্ছে কি মেডিসিন খাবো??”

ফানি স্ট্যাটাস

“ধৈর্য না হয় শিখলে ভালোই,

চিত্ত তোমার স্থির

ভেবে দেখো তাই বলে কি

আশা গুলো করে না আর ভিড়??”

“যখন কেউ স্পিডে বাইক চালায়

Us= ওয়াও হট বাইকার

Bd= এই হালায় আজ মরবো”

“ভাই বোনের মাঝে যখন খুব

ঝামেলা হয় বা ঝগড়া হয়

অন্য দেশের বাবা মাঃ আর মার পিট

করেনা বাবু।

আমার দেশের বাবা মাঃ হ্যাঁ আরো মার।

রাস্তার কুত্তার মতো মারপিট কর”

“বর এর মাথায় প্রচুর উকুন আছে

এটা জানার পরেও তার মাথায়

তেল দেওয়ার নাম ভালোবাসা”

“গরিবের নুন আনতে পান্তা ফুরায়

বেকারের বউ আনতে যৌবন ফুরায়।

বাণীতে : কালের কণ্ঠ।”

“নোয়াখালীর মানুষ কত্তো লাকি রে ভাই

ওদের ফাক ঘর আছে

নোটঃ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা”

“-জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো

~হয়ত অবৈধ,নয়ত নিষিদ্ধ

~হয়ত দামি, নয়ত অন্যাকারো”

“রাতে বলি দিনে পড়বো

দিনে বলি রাতে পড়বো

এভাবে চলছে আমার পড়াশুনা।”

“বিশ্বাস করুন বুদ্ধি যেটুকু বেড়েছে

ধোকা খেয়ে বেড়েছে।

দুধ অথবা হরলিক্স খেয়ে না।”

“জানো মা

তুমি ছাড়া আমার মন খারাপ মুখটা

আর কেউ বুঝতে পারে না”

“J.S.C পরীক্ষা দিয়ে বের হয়ে মেয়েটি

তার অনার্স পড়ুয়া bf কে বললো

কি যে কঠিন প্রশ্ন ছিল,

আমার জায়গায় তুমি থাকলে

অজ্ঞান হয়ে যাইতা”

বাংলা ফেসবুক ফানি ক্যাপশন

অনেকেই আছেন যারা বাংলা ফানি জোকস ফেসবুক স্ট্যাটাস পেতে চান। তারা যাতে খুব সহজেই বাংলা ফানি জোকস সংগ্রহ করতে পারেন। তার জন্য আজকের এই পোস্ট এর নিচের অংশে বাংলা ফানি জোকস তুলে ধরা হয়েছে। তাই আপনার পছন্দের বাংলা ফানি জোকস ফেসবুক স্ট্যাটাস টি সংগ্রহ করে নিন।

১। নন্টেঃ তর আজ ডক্টর এর কাছে যাওয়ার কথা ছিল না?
ফন্টে আজ যাওয়া হবে না, শরীরটা ভীষণ খারাপ।

২। কিডনাপারঃ তোর বউ আমার কাছে আছে, একটি আঙ্গুল কেটে পাঠালাম প্রমাণ স্বরূপ।
স্বামীঃ বিশ্বাস করিনা, মাথা কেটে পাঠাও।

৩। স্ত্রীঃ ডক্টর, আমার স্বামী ঘুমের ঘোড়ে কথা বলে।
ডক্টরঃ আপনার স্বামী যখন জেগে থাকে, তখন তাকে কথা বলার সুযোগ করে দিন আগে।

৪। শিক্ষকঃ ১ গ্রাম কত টুকু?
ছাত্রঃ ঐটা নির্ভর করে আপনি কি চাচ্ছেন।

৫। নন্টেঃ জকে রাতে চাঁদ এর আলো দেখা যাচ্ছে না অনেক অন্ধকার হয়ে আছে, তাই না?
ফন্টেঃ জানি না, আমিতো কিছুই দেখতে পারছিনা।

৬। শিক্ষকঃ আমরা মুরগী থেকে কি পাই?
ছাত্রঃ চিকেন ফ্রাই।
শিক্ষকঃ আর গরু থকে কি পাই?
ছাত্রঃ বাড়ীর কাজ।

৭। আমার এক বন্ধু বলল খাবারের মধ্যে একমাত্র পেয়াজ নাকি কাদায়। আমি তখন তার মুখে নারিকেল ছুড়ে মারলাম, এখন ও কাদতেছে!

৮। প্রশ্নঃ গুগল ছেলে নাকি মেয়ে?
উত্তরঃ মেয়ে, কারণ গুগল বাক্য শেষ করার আগেই সাজেশন দিতে শুরু করে।

৯। শিক্ষকঃ কোন বইটি তোমার জীবনে সব থকে বেশি সহযোগিতা করেছে।
ছাত্রঃ আমার বাবার চেক বই।

১০। কখনও কার মন ভাঙবেন না, হাড় ভাঙ্গুন। কারণ হাড় ২০৬ আর মন ১ টি।

১১। মা তার ছেলে কে বলতেছে, ঐদিকে দেখ একটা ছেলে কত নম্র এবং ভদ্র, কোন খারাপ ব্যবহার করে না। ছেলে তার মা’কে বলছে, মনে হয় ছেলেটার মা-বাবা ভাল।

১২। ছেলেঃ আমি আমার আমিকে, তোমাকে উপহার দিতে চাই।
মেয়েঃ দুঃখিত, আমি সস্তা উপহার গ্রহণ করি না।

১৩। তুমি তখনই বুঝবা যে তুমি মোটা হচ্ছ, যখন তুমি তোমার বন্ধুদের সামনে বলবা “মোটা হয়ে যাচ্ছি” আর তারা তোমাকে সংশোধন করায় না।

১৪। তোমার দাঁতের মাঝ খানের ফাকা অংশ দেখে মনে হচ্ছে, তোমার জ্বিব জেলের ভিতরে আছে।

১৫। শিক্ষকঃ বলত, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
ছাত্রঃ স্যার, গরু হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী,
শিক্ষকঃ কিভাবে?
ছাত্রঃ কারণ, অতি চালাকের গলায় দড়ি।

ফানি ক্যাপশন

যারা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য ফানি ক্যাপশন খুজছেন। তারা ঠিক জায়গাতেই  এসেছেন। আপনাদের কথা চিন্তা করে আজকের  পোষ্টে আমরা তুলে ধরেছি ফানি ক্যাপশন বাংলা। তাই নিচ থেকে সংগ্রহ করে নিন ফানি ক্যাপশন বাংলা।

১। শ্বাশুড়িঃ ২-২ টা চোখ আছে, চাল থকে পাথর আলাদা করতে পার না?
বউঃ ৩২ টা দাঁত আছে, দাঁত গুলা ব্যাবহার করলেই হয়।

২। নন্টেঃ বুঝলি ফন্টে, আজকে তর জন্য ২ টা সংবাদ আছে, একটা দুঃখের আরেকটা সুখের। কোনটা আগে শুনবি?
ফন্টেঃ দুঃখের টা বল।
নন্টেঃ দুঃখের সংবাদ হচ্ছে, আজকে তর কোন সু-সংবাদ নাই আর সুখের সংবাদ হচ্ছে আজকে তর কোন দুঃখের সংবাদ নাই।

৩। সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্ট গেল ভাইভা দিতে এবং ভাইভা শেষে অফিসার তাকে জিজ্ঞেস করল,
অফিসারঃ মাসিক, কি রকম সেলারি তুমি এক্সপেক্ট করছ?
সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টঃ ১২০০০০ টাকা। তবে ডিপেন্ড করে আপনি কি রকম প্যাকেজ অফার করছেন।
অফিসারঃ আসলে, প্যাকেজে থাকছে ৫ সপ্তাহের ছুটি, ১৪ টি পেইড হলিডে, ফুল মেডিক্যাল এবং ডেন্টাল সাপোর্ট। এবং সাথে থাকছে ৫০% সেলারির অবসর ফান্ড।
সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টঃ আপনি কি আমার সাথে মজা করছেন?
অফিসারঃ শুরু কে করেছিল?

৪। ওয়েটারঃ আপনি সমুসা এর ভিতরের সব খেলেন কিন্তু বাইরের সব অংশ খেলেন না কেন?
বল্টুঃ কারণ ডক্টর বলেছেন, বাইরের খাবার না খেতে।

৫। বাবাঃ রেজাল্ট এর কি খবর?
ছেলেঃ একটা সু-সংবাদ আরেকটা দুঃসংবাদ।
বাবাঃ সু-সংবাদ বল।
ছেলেঃ আমি পরীক্ষায় পাস হইছি।
বাবাঃ আর দুঃসংবাদ বল।
ছেলেঃ সু-সংবাদ টা মিথ্যা।

৬। ছেলেঃ তুমি পৃথিবীর যে জায়গায়ই থাক, আমি তোমাকে- তোমার ঘ্রাণেই খুঁজে বের করে ফেলব।
মেয়েঃ আমি আগেই জানতাম, তুই যে কুকুর।

৭। ডক্টরঃ আপনার স্বামীর অনেক ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। এই নিন ঘুমের ঔষধ।
স্ত্রীঃ কখন খাওয়াব?
ডক্টরঃ এগুলো আপনার জন্য।

৮। স্বামী তার স্ত্রী এর সাথে ঝগড়া করার পর বাসা থেকে বেরিয়ে পরে তারপর রাতে ফোনে মেসেজ করে,
স্বামীঃ আজকে খাবারে কি কি আছে?
স্ত্রীঃ বিষ!!!!
স্বামীঃ আমার আসতে দেরী হবে। তুমি খেয়ে নাও তাহলে।

৯। স্ত্রীঃ তুমি সবসময় আমার ছবি তোমার কাছে রাখ কেন?
স্বামীঃ যখন আমি কোন সমস্যায় থাকি যত অসম্ভবই হোক না কেন, তোমার ছবি দেখা মাত্রই সমস্যা দূরে চলে যায়।
স্ত্রীঃ দেখেছ, আমি কত পাওয়ারফুল।
স্বামীঃ আমি তোমার ছবি দেখি আর ভাবি তোমার থেকে বড় সমস্যা আর কি হতে পারে।

১০। যখন একজন পুরুষ গাড়ির দরজা খোলে তার স্ত্রীর জন্য; এইটা পরিস্কার যে, হয় গাড়িটি নতুন না হয় স্ত্রী।

১১। বল্টু ডায়েরী লিখছে,
আজকে আমার বোনের সন্তান হবে, কিন্তু বুঝতে পারছি না; মামা হব নাকি মামী।

১২। শিক্ষকঃ বল্টু ট্রেন বানান করত।
বল্টুঃ ট্রে,,,ট্রে,,,ট্রে,,,
শিক্ষকঃ মানে কি? এতক্ষণ লাগতেছে কেন?
বল্টুঃ স্যার! ট্রেন অনেক বড়, এই কারনেই বেশি সময় নিচ্ছে।

সর্বশেষ কথা

আশা করি আজকের পোস্ট এর সাহায্যে ফেসবুক স্ট্যাটাস ফানি খুঁজে পেয়েছেন। আজকের এই পোষ্ট ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন সফেসবুক স্ট্যাটাস ফানি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুন

ভালোবাসার রোমান্টিক কথা ও ছবি

১০০০+ ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ

মজার ফেসবুক স্ট্যাটাস

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

1 thought on “নতুন ফানি পোস্ট বাংলা, মজার স্ট্যাটাস, বাংলা জোকস ও ক্যাপশন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top