যারা টিকিট বিদেশ ভ্রমণের বুকিং করেছেন তাদের মধ্যে অনেকের সংশয় কাজ করে, আদৌ এই টিকিট আসল না নকল। এর পাশাপাশি টিকিটে যাবতীয় তথ্য জানতে অনেকেই আগ্রহী। বলতে গেলে টিকিট চেক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকিটটি আসল কিনা। এবং টিকিটের সিডিউল পরিবর্তন হয়েছে কিনা। আমরা টিকিট বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে বুকিং দিয়ে থাকি। তাদের মাধ্যমে টিকিট হাতে পাওয়ার পর তা নিয়ে সংশয় কাজ করে এই ঠিকই আদৌ সঠিক কিনা। অনলাইনে টিকিট চেক করতে চাইলে আমাদের এই পোস্ট আপনাদের উপকারে আসবে। যারা ইতিহাদ এয়ারওয়েজের টিকিট কেটেছেন। তারা জেনে রাখুন ইতিহাদ আরব আমিরাতের একটি বিমান পরিবহন সংস্থা। মধ্যপ্রাচ্যের দেশে যাতায়াতের উন্নত একটি মাধ্যম। আপনার হাতে থাকা টিকিটের যাবতীয় তথ্য জানার জন্য।
ইতিহাদ এয়ারওয়েজ অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম প্রদান করার মাধ্যমে, জেনে নিতে পারবেন আপনার টিকিটের যাবতীয় তথ্য। ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার সঠিক পদ্ধতি জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
Contents
ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার নিয়ম
ইতিহাদ এয়ারওয়েজ বিমানের টিকিট চেক করার পূর্বে, এই সংস্থার কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। এই সংস্থাটি ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত হয় । এই সংস্থার সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুদাবিতে। বর্তমানে এদের বিমান সংখ্যা ৮৫ টি এবং সংস্থাটি পৃথিবীর ৩২১টি ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করছে।
তাদের এই উদ্যোগ যাত্রী বহন বিমান পরিচালনাকারীদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে যত গ্রাহক রয়েছে সহজ এবং দ্রুত সময়ে যাত্রা করতে পারে। এই এয়ারওয়েজের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকেই ভ্রমণ করে থাকে। তাই বলা যায় তাদের এই সুব্যবস্থা কারণে গ্রাহকদের জন্য অনেক উপকারী।
ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার পদ্ধতি
এই এয়ারওয়েজের মাধ্যমে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্য দেশগুলোতে বহু মানুষ যাতায়াত করছে। তারা যেন অনলাইনের মাধ্যমে টিকিট চেক করতে পারে, সে সুযোগ সুবিধা প্রদান করছে এই সংস্থাটি। আপনাকে টিকিট চেক করার জন্য অবশ্যই টিকিটের বুকিং রেফারেন্স নাম্বার এবং টিকিটের থাকা নামের শেষের অংশ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে টিকিট থাকতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করে, বুকিং রিফারেন্স নাম্বার এবং লাস্ট নেম বসিয়ে। দেখে নিন আপনার টিকিটের যাবতীয় তথ্য।
ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার লিংক
ইতিহাদ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমত আপনার ফোনে থাকা একটি ব্রাউজার সিলেক্ট করুন হতে পারে তা ক্রোম ব্রাউজার। সার্চ বক্সে গিয়ে লিখুন Etihad Airways এরপর অনুসন্ধান করুন। অথবা আমাদের এই পোস্টে থাকা লিংকে প্রবেশ করুন। তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন। এরপর আপনার টিকিটের তথ্য দেয়ার পালা।
- প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করার পর accept all নামে একটি অপশন আসবে, accept করে দিন।
- দ্বিতীয় ধাপ: মেনু বার খেয়াল করুন কয়েকটি অপশন রয়েছে book fly, etihad, manage সহ আরো বেশ কয়েকটি অপশন। যেহেতু আমরা টিকিট চেক করব। এর জন্য manage এ প্রবেশ করব। যদি মোবাইল দিয়ে চেক করেন তাহলে ম্যানেজ বুকিং এ প্রবেশ করতে হবে।
- তৃতীয় ধাপ: manage booking এ প্রবেশ করার পর একটি বক্স আসবে। এখানে টিকিটের booking reference number অথবা ১৩ সংখ্যার ticket number এবং last name বসিয়ে দিন। এরপর find my booking এ প্রবেশ করুন।
বুকিং রেফারেন্স নাম্বার বা টিকিট নাম্বার এবং লাস্ট নেম কোথায় পাবেন। এক্ষেত্রে আপনি আপনার কাঙ্খিত টিকিট হাতে নিন। উপরের দিকে খেয়াল করুন ৬ সংখ্যার বুকিং রেফারেন্স নাম্বার রয়েছে। এবং টিকিটের যে কোন অংশে আপনার নাম রয়েছে। উক্ত স্থানে বুকিং রেফারেন্স নাম্বার এবং আপনার নামের শেষের অংশ বসান। আপনি চাইলে টিকিটে থাকা ১৩ সংখ্যার টিকিট নাম্বার বসিয়ে চেক করতে পারবেন।
- চতুর্থ ধাপ: উক্ত স্থানে বুকিং booking reference number এবং last name বসিয়ে find my booking এ প্রবেশ করলে একটি স্ট্যাটাস আসবে। এখান থেকে আপনার যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
অনলাইনে ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার নিয়ম
সঠিক তথ্য দিয়ে টিকিট চেক করার মাধ্যমে একটি স্ট্যাটাস আসবে। এখান থেকে সাধারণত যে বিষয়গুলো দেখতে পারবেন।
- প্রথম: টিকিটের সিডিউল।
- দ্বিতীয়: কখন ফ্লাইট ছাড়বে, এবং কোথায় পৌঁছাবে, ধরুন ঢাকা টু দুবাই।
- তৃতীয়: কাঙ্খিত স্থানে পৌঁছাতে মোট কত সময় লাগবে।
- চতুর্থ: flight number, classic, operated by, aircraft, status
প্যাসেঞ্জার নাম, সহ আরো বেশ কিছু তথ্য পাওয়ার জন্য, আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে।
আশা করা যায় এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার টিকিটের সকল বিষয়বস্তু। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে এরকম আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে দেখে নিতে পারেন।
আরও দেখুনঃ