বাংলাদেশের সর্বপ্রথম ই-সিম সেবা চালু করেছে গ্রামীণফোন। অন্যদিকে গ্রামীণফোন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে যেসব ফোনে ই সিম সাপোর্ট করবে তাদের তালিকা। সাধারণভাবে তারা তিনটি ব্র্যান্ডের নাম প্রকাশ করেছে। সে তিনটি ব্রান্ডের নাম হচ্ছে অ্যাপল, স্যামসাং ও গুগোল পিক্সেল। এই তিনটি স্মার্ট ফোন ব্র্যান্ডের বিভিন্ন মোবাইলে ই সিম ব্যবহার করা যাবে।
Contents
esim সমর্থিত হ্যান্ডসেটের তালিকা
যারা অধীর আগ্রহে বসে আছেন যে কোন স্মার্টফোনগুলোতে ই সিম ব্যবহার করা যাবে। তাদের জন্য আজকের এই পোস্ট এ একটি পরিপূর্ণ তালিকা তৈরি করে উল্লেখ করেছে আমরা। যার সাহায্যে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার মোবাইলে ই সিম সাপোর্ট করবে কি করবেনা।
অ্যাপল ব্র্যান্ডের e-sim সমর্থিত হ্যান্ডসেটের তালিকা
গ্রামীণফোন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করেছে অ্যাপল কোম্পানির কোন কোন হ্যান্ডসেটে ইসিম সাপোর্ট করবে। নিচে তাদের তালিকা তৈরি করে উল্লেখ করা হলো:
- iPhone 13, 13 Pro, 13 Pro Max, 13 Mini
- iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini
- iPhone SE
- iPhone 11, 11 Pro, 11 Pro Max
- iPhone XS, XS Max
- iPhone XR
- iPad Pro 12.9‑inch (4th generation)
- iPad Pro 12.9‑inch (3rd generation)
- iPad Pro 11‑inch (2nd generation)
- iPad Pro 11‑inch (1st generation)
- iPad Air (4th generation)
- iPad Air (3rd generation)
- iPad (8th generation)
- iPad (7th generation)
- iPad mini (5th generation)
জানুনঃ ই-সিম কি?
স্যামসাং ব্র্যান্ডের ই-সিম সমর্থিত হ্যান্ডসেটের তালিকা
স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন হ্যান্ডসেটে ই সিম ব্যবহার করা যাবে। নিচে তাদের একটি তালিকা তৈরি করে উল্লেখ করা হলো।
- Samsung Galaxy S22 5G, Ultra 5G, S22+ *(official version will support eSIM by April 01, 2022)
- Samsung Fold LTE model
- Samsung Galaxy Z Fold3 5G
- Samsung Galaxy Z Flip 5G
- Samsung Galaxy Z Flip
- Samsung Galaxy Z Fold2 5G
- Samsung Galaxy Fold
- Samsung Galaxy S21+ 5G *(coming soon)
- Samsung Galaxy S21 Ultra 5G *(coming soon)
- Samsung Galaxy Note 20 FE 5G *(coming soon)
- Samsung Galaxy Note 20 FE *(coming soon)
- Samsung Galaxy Note 20, 20+, 20 Ultra, Ultra 5G *(coming soon)
- Samsung Galaxy S20, S20+, S20 Ultra *(coming soon)
জানুনঃ ই-সিমের সুবিধা
গুগোল পিক্সেল ব্র্যান্ডের ই-সিম সমর্থিত হ্যান্ডসেটের তালিকা
গ্রামীণফোন অথরিটি গুগোল পিক্সেল স্মার্টফোন ব্র্যান্ড এর যে সকল ফোনে ই সিম ব্যবহার করা যাবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। নিচে থেকে সম্পূর্ণ তালিকা দেখে নিন।
- Google Pixel 6 Pro
- Google Pixel 6
- Google Pixel 5a 5G
- Google Pixel 5
- Google Pixel 4a
- Google Pixel 4
- Google Pixel 3 & 3XL (Limited support)
- Google Pixel 2
আমরা আজকের পোস্ট এর সাহায্যে তুলে ধরেছি কোন হ্যান্ডসেট গুলোতে ই সিম ব্যবহার করা যাবে। তাই আপনার বন্ধু ও কাছের মানুষদের সাথে শেয়ার করে জানিয়ে দিন তাদের স্মার্ট ফোন বা হ্যান্ডসেটে ই সিম সাপোর্ট করবে কিনা। পরবর্তী e-sim সম্পর্কিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।