ঈদ মোবারক 2021

ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ, বাণী, কবিতা ও পিকচার

ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ, কবিতা ও পিকচার। অনেকেই ঈদ মোবারক স্ট্যাটাস পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করছেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ ঈদ মোবারক শুভেচ্ছা দেয়া হয়েছে। তাই আর দেরি না করে আজকের এই পোস্টের মাধ্যমে ঈদ মোবারক শুভেচ্ছা দেখে নিন। এবং অবশ্যই সবার সাথে ঈদ মোবারক শুভেচ্ছা শেয়ার করবেন। যাতে সবাই এই ঈদের দিনে একজন আরেকজনকে ঈদ মোবারক স্ট্যাটাস পাঠাতে পারে। আরো দেখতে পারবেন ঈদ মোবারক মেসেজ

তাই আর দেরি না করে আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে পড়ুন। সবাই পেতে চাই ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪। তাই তুলে ধরেছি ঈদ মোবারক স্ট্যাটাসঈদের শুভেচ্ছা। নিচে থেকে দেখে নিন ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তাঈদের শুভেচ্ছা স্ট্যাটাস। আরও পাবেন ঈদের শুভেচ্ছা পোস্ট ও ঈদ মোবারক শুভেচ্ছা। তাই সবার সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা স্ট্যাটাস ও ঈদ নিয়ে উক্তি শেয়ার করুন। ঈদুল আযহার শুভেচ্ছা ২০২৪, স্ট্যাটাস, উক্তি ও ছবি ও কোরবানি ঈদের শুভেচ্ছা ২০২৪, স্ট্যাটাস, উক্তি ও ছবি দেখে নিন।

ঈদ মোবারক 2024

অনেকেই আছেন যারা ঈদ মোবারক ২০২৪ লিখে অনুসন্ধান করেন। তাদের জন্য সকল ভাল মানের ঈদ মোবারক ২০২৪ স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে আজকের পোস্টে। এবং অবশ্যই সবার সাথে ঈদ মোবারক পিকচার শেয়ার করবেন। দেখুন ঈদ মোবারক শুভেচ্ছা। সবার সাথে ঈদ মোবারক স্ট্যাটাস শেয়ার করুন। ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস সবাইকে পাঠাতে ভুলবেন না। তাই দেখুন ঈদ শুভেচ্ছা বাণীপ্রেমিকাকে ঈদের শুভেচ্ছা

ঈদের দিনে করো সাথে থাকবেনা কোনো আরি
শত্রু মিত্র মিলে গড়বো মোরা সুখের এক বাড়ি
ফিরনি শিমুই হবে আরও নানান খাবার
একে অন্যের পাশে বসে করবো মোরা আহার
জাদ ভেদ ভেদ ভুলে যাবে গরিব মালিক মিশে
মিলে যাবে সকল হৃদয় ঈদের খুশির স্পর্শে ”
** Eid Mubarak **

 যাকাত ফিতরা দিয়ে আনন্দ ভরে
গরীব ধনী মিলে যাবে এক কাতারে
আকাশের চাঁদ বয়ে এনেছে বার্তা
খুশির ঈদের জানাই আন্তরিক শুভেচ্ছা ”
* Eid Mubarak *

আরও দেখুনঃ ৫০+ ঈদ মোবারক 2024

ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদ উপলক্ষে সকল মুসলমান একজন আরেকজনকে ঈদ মোবারক স্ট্যাটাস পাঠায়। আবার অনেকেই আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঈদ মোবারক স্ট্যাটাস পোস্ট করেন। তারা আজকের এই পোস্টের মাধ্যমে ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। তাই আর দেরি না করে আজকের পোস্ট থেকে ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রহ করুন। ঈদের শুভেচ্ছা বাণী ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা সবাইকে পাঠান। ঈদ মোবারক শুভেচ্ছা ও ঈদ নিয়ে উক্তি সবার সাথে শেয়ার করুন।

ঈদের বার্তা এসেছে
আনন্দে মন মেতেছে
আছে যত দুঃখ অভিমান
সব ভুলে গাইবো খুশির গান
ঈদের নামাজ শেষে
ভরবে মন আবেশে
আসবে প্রাণে খুশির মোড়োক
তোমাকে জানাই ঈদ মুবারাক

খুশির ঈদে করবো মজা থাকবো মিলে মিশে
আনন্দেরই ভেলায় চড়ে যাবো আনন্দের দেশে
ঘরের মানুষ ফিরবে ঘরে যারা আছে বিদেশে
ঈদের শুভেচ্ছা দিলাম সকলকে ভালোবেসে
* Eid Mubarak *

ঈদ মোবারক স্ট্যাটাস

শেষ হলো রোজার মাস আসলো মহান ঈদ
পবিত্র মন আর প্রাণে খুশি নিয়েযাবো মসজিদ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ
বাড়ি ফিরে দুঃখী জনদের করবো দান খৈরাত
বাড়ির যারা বড়ো আছেন করবো তাদের সালাম
ছোট্টদের ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে দেব প্রাণ
বিশ্ব জুড়ে তৈরি হবে খুশির বিশাল এক মহল
এমন দিনে দোয়া করি স্রষ্টা করুন সবার মঙ্গল

ঈদের খুশির বার্তা নিয়ে এসেছি তোমার কাছে
জানিয়ে যাই একফালি চাঁদ আকাশে দেখাগেছে
সময় অনেক কম বন্ধু যেতে হবে অনেক বাড়ি
কালকে খুশির ঈদ হবে খবর পৌঁছাতে হবে তারি
পারলে তুমি এসো বন্ধ আমার বাড়ির আঙ্গিনায়
আপন করে নেবো তোমায় ঈদের খুশির ছোয়ায়
* Eid Mubarak *

আরও দেখুনঃ ৬০+ ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদ মোবারক শুভেচ্ছা

অনেকেই আছেন যারা ঈদ মোবারক শুভেচ্ছা পেতে চান। তাদের সবার কথা চিন্তা করে আজকের এই পোস্টে ঈদ মোবারক শুভেচ্ছা তুলে ধরেছি। আশা করি এর মাধ্যমে আপনারা ঈদের দিন টিকে ভালো ভাবে উদযাপন করতে পারবেন। আপনার প্রিয়জনকে ঈদ মোবারক শুভেচ্ছা পাঠাতে দেরি করবেন না। ঈদ মোবারক স্ট্যাটাস ও ঈদের শুভেচ্ছা দেখুন নিচে থেকে। জেনে নিন ঈদ মোবারক শুভেচ্ছা। আরও পাবেন প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা

স্রষ্টা তুমি সবার প্রিয় দিয়েছ মহান ঈদ
কাল খুশির চাঁদ দেখে ভুলে গেছি নিদ
আপন পর সবাই ভাই পবিত্র ঈদের দিনে
ভালোবাসা ছড়িয়ে যাবে সকল মানুষ জনে

ডুবে যাবে বিশ্ববাসী আনন্দের সাগরে
রমজানের পরে চাঁদের পাল্কি চড়ে
এসেছে খুশির ঈদ সবার ঘরে ঘরে
মাহে রমজান জুড়ে রোজা রাখার পরে
ঈদের উল্লাস ছড়িয়ে যাবে হৃদয় জুড়ে
* Eid Mubarak *

eid mubarak wishes

আসমানী চাঁদ উঠলো হেসে
ভরে গেলো মন আবেশে
কালকে খুশির ঈদ হবে
শুভেচ্ছা জানাই ভালোবেসে!

ঈদ মোবারক সালাম জানাই
সব মানুষকে ভালোবেসে
আজকে খুশির ঈদ এসেছে
রমজানের রোজার শেষে
মানবতার জ্বলুক আলো
সবার মনের আঁধার দেশে
বুকে বুকে মিলন হবে
একে অপরকে ভালোবেসে
* Eid Mubarak *

আরও পাবেনঃ ১০০+ ঈদ মোবারক শুভেচ্ছা

ঈদ মোবারক মেসেজ

অনেকেই আছেন যারা ঈদ মোবারক এসএমএস একজন আরেকজনকে টেক্সট করে পাঠিয়ে থাকেন। তাদের জন্য আজকের পোষ্টে ঈদ মোবারক এসএমএস তুলে ধরা হয়েছে। তাই এখান থেকে ঈদ মোবারক বাংলা মেসেজ দেখে নিন। সবার সাথে নতুন নতুন ঈদ মোবারক শুভেচ্ছা শেয়ার করুন। আপনার একটি শুভেচ্ছা মেসেজ পেয়ে সবার ঈদ অনেক ভালো কাটবে।

রমজানের রোজা শেখায় সংযম শিক্ষা
পবিত্র ঈদ দেয় মোদের মিলনের দীক্ষা
চিরদিন থাকে যেনো একে অপরের মিল
বিরোধের দরজাতে পরে যাক চিরতরে খিল
এমন ঈদের দিন হয় যেনো প্রতিদিন
হৃদয়ের ভালোবাসা হোক উম্মুক্ত আর স্বধীন

আল্লাহ তালার রহমতে খুলে গেছে সব বাঁধ
আসমান থেকে হাসছে ঈদুল ফিতরের চাঁদ
ঘরে ঘরে পৌঁছে গেছে ঈদের শুভেচ্ছা বার্তা
সবার মনে দেখা দিয়েছে আনন্দের সত্তা
** Eid Mubarak **

ঈদ মোবারক মেসেজ

ঈদ এলে হয় কত কেনা কাটা
নতুন পোশাক পরে ভুবন দেখা
ধনীদের গায়ে থাকে হাজার টাকা
গরীবের গায়ে সেই ছেরা ফাটা
ঈদের খুশিতে তবু নাই ভেদাভেদ
পারেনা দারিদ্র্য করতে বিচ্ছেদ

ঈদের শুভেচ্ছা ছবি

চাঁদের আলো উঁকি দিল রাতের আসমানে
ঈদের খুশির বার্তা এলো আল্লহ পাকের জমিনে
খোদার রহমত বর্ষিত হলো বিশ্ববাসীর প্রাণে
ক্রোধ বিদ্বেষ দূর হয়ে যাবে ঈদের মহা মিলনে
ধনী গরিব আমির ফকিরে থাকবেনা ভেদাভেদ
এক হয়েযাবে সকল মানুষ থাকবেনা কোনো ক্ষেদ
** Eid Mubarak **

আরও দেখুনঃ ৭০+ ঈদ মোবারক মেসেজ

ঈদ মোবারক শুভেচ্ছা বাণী

যারা ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে চান। তারা আজকের পোস্ট এর মাধ্যমে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে পারবেন। সবার কথা চিন্তা করে আজকের এই পোস্টে জনপ্রিয় ঈদ মোবারক শুভেচ্ছা বাণী পেয়ে যাবেন। এবং অবশ্যই সবার সাথে ঈদ মোবারক শুভেচ্ছা বাণী আদান প্রদান করবেন। ঈদের শুভেচ্ছা স্ট্যাটাসঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা দেখুন নিচে থেকে।

বরকতময় চাঁদনী এই রাত
সবার জীবনে অনে হায়াৎ
এসো সবাই ও মমিন ভাই
আনন্দে ভরা কাটাই এই রাত
সবার জন্য আজকে সবাই
দুহাত তুলে করি মোনাজাত
** Eid Mubarak **

ঈদ মোবারক শুভেচ্ছা বাণী

বছর ঘুরে ঈদুল ফিতর
এলো আল্লাহর মহিমায়
সবাই আজ এক হব
ভেদাভেদ থাকবেনা দুনিয়া
ঈদের চাঁদের আনন্দের ভরা
আকাশ বাতাস মাতোয়ারা
ঈদের নামাজ শেষে সবাই
মিলবে ভাইয়ের গোলে ভাই

সকাল গেলো সন্ধ্যা হলো নামলো আঁধার রাত
খুশির খবর নিয়ে এলো দুর গগনের চাঁদ
কালকে খুশির ঈদে হবে অনেক আয়োজন
পিঠা পুলি সীমুই হবে ঘরে আসবে প্রিয়জন
** Eid Mubarak **

ঈদ মোবারক

বছর ঘুরে ঈদ এলো ফিরে
বিশ্বের প্রতিটি ঘরে ঘরে
ঈদের খুশির আনন্দ গানে
শান্তি আসুক সবার প্রাণে,
পুরনো দুঃখ ভুলে গিয়ে
নতুন ভালোবাসা দাও বিলিয়ে

আরও দেখুনঃ ৭৫+ ঈদ মোবারক শুভেচ্ছা বাণী

ঈদ মোবারক কবিতা

অনেকেই আছেন যারা ঈদ মোবারক কবিতা খুঁজছেন তাদের জন্য জনপ্রিয় ঈদ মোবারক কবিতা তুলে ধরা হয়েছে আজকের এই পোস্টে। এখান থেকে আপনারা খুব সহজেই ঈদ মোবারক কবিতা সংগ্রহ করতে পারবেন। তাই দেখে নিন ঈদ মোবারক কবিতাঈদ মোবারক শুভেচ্ছা বাণীঈদ শুভেচ্ছা বার্তা দেখুন নিচে।

দেখা দিল ঈদের চাঁদ দূরের আকাশ কোলে
মনে আছে যত ব্যথা সব যাবো আজ ভুলে
সকাল হলে গোসল সেরে সুগন্ধি মেখে গায়ে
হাতে হাত রেখে পায়ে পায়ে হেঁটে যাবো ঈদ গাঁয়ে
মানুষে মানুষে থাকেনা যেনো কোনো ভেদাভেদ
খোদা তুমি দূর করে দিও মনের জমানো ক্ষেদ

সবে মিলে গাইবো আজ মহা আনন্দের গীত
সালাম জানাই সকলকে আজকে মহান ঈদ
চাদ নজরে এসেছে খুশিতে মন মেতেছে
রোজাদার মোমিন মোমিনার হয়েছে আজ জিত
* Eid Mubarak *

ঈদ মোবারক কবিতা

আকাশের বুকে চাঁদ উঠেছে
সেজেছে নগরী সড়ক
সবার আগে জানাই তোমায়
পবিত্র ঈদ মোবরক
চারিদিকে আজ খুশির জোয়ার
হৃদয় মিলে হবে একাকার

ফুলে ফুলে বনে বনে চাঁদ উঠেছে গগনে
মহামিলন হবে খুশির ঈদের আয়োজনে
নিরবতা নিয়ে ভালোবাসা এলো মনে
অনুরাগে আজ ভেসে যাবো দুজনে
মিষ্টি সুখের আসা লাগুক শুধু প্রাণে
** Eid Mubarak **

ঈদ mubarak

ঈদের খুশির বাঁধ ভেঙ্গেছে চাঁদের আলোর ঝলকে
হৃদয়ে শুধু তুমি আছো প্রিয় আর চোখের পলকে
চাঁদের কাছে আছে জমা আমার অনেক ঋণ
মেটাবো সবই তা পাই যদি তোমাকে ঈদের দিন
* ঈদ মোবারক *

তুমি আমার ঈদের চাঁদ মন করেছ জয়
তুমি ছাড়া কেমন করে ঈদ একা কাটাই
সুখের স্বপন আঁকবো দুজন হবে মুলাকাত
ঈদের দিনে মিলব দুজন থাকবেনা তফাৎ
বন্ধু সুজন করবো কূজন বলবো অনেক কথা
কাছে এসে ভালোবেসে যুরাবো প্রণয় ব্যথা
** Eid Mubarak **

আরও দেখুনঃ ৩০+ ঈদ মোবারক কবিতা

ঈদ মোবারক পিকচার

অনেকেই আছেন যারা ঈদ মোবারক পিকচার 2024 পেতে চান তাদের জন্য ঈদ মোবারক পিকচার তুলে ধরেছি আজকের এই পোস্টে। ঈদ মোবারক পিক সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সবচাইতে ভালো মানের ঈদ মোবারক photo তুলে ধরেছি আমরা। তাই নিচে থেকে দেখে নিন ঈদ মোবারক পিকচার ২০২৪। সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা পিকচার পাঠাতে দেরি করবেন না। ঈদ মোবারক ছবি দেখে নিন। আরো পাবেন মোবারক ঈদ মোবারক শুভেচ্ছা। ঈদ মোবারক image গুলো ডাউনলোড করে নিন। আর যারা ঈদ মোবারক পিকচার ডাউনলোড করতে চান তারা নিচের অংশ খেয়াল করুন।

যেদিকে তাকাই ফুলের হাসি মধুর বাঁশি বাজে মনে
এ কোন সুখে মন ভরে যায় রঙ ছড়ায় দুই নয়নে,
এলে তুমি আমার জিবনে এলো খুশি মন কাননে
ঈদের পরশে মনের হরষে জাগে প্রেম হৃদয় কোনে,
কতো কথা মনেতে জমা চাঁদ হাসে ওই দূর গগনে
মনে হয় সব বলে দিই তোমায় মধুর এই মহালগণে,
*EiD MUBARAK*

eid mubarak

ঝিকি মিকি তারা জ্বলে আকাশের আঁচলে
কতো কথা আছে লেখা দুচোখের কাজলে
চাঁদ রাতের জোছনা লুকিয়ে কি রাখা যায়
মনেরি কামনা হৃদয়ে কি বেঁধে রাখা যায়
** ঈদ মোবারক **

new eid

মন দিয়ে মন হলে তুমি আমার আপন
প্রিয় তুমি কেনো করলে এমন
হৃদয়ে আছে লেখা শুধু নাম যে তোমার
স্বপ্ন রাতের দেশে তুমি চাঁদ যে আমার
কথা নয় ঈদের দিন শুধু চেয়ে থাকবো
দুজনার মুখ চেয়ে দুজনেতে ভাববো
চাঁদের আলোতে হাসবে দূরের গগন
তুমি আমার আপন ছিলে থাকবে আপন
* Eid Mubarak *

আরও দেখুনঃ ৬০+ ঈদ মোবারক পিকচার

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি আজকের পোষ্টের মাধ্যমে ঈদ মোবারক শুভেচ্ছা তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ঈদ মোবারক স্ট্যাটাস অনেক ভালো লেগেছে। তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন যাতে সবাই ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস জানতে পারে। নতুন বছরের নতুন নতুন ঈদ মোবারক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ 

ঈদের শুভেচ্ছা বার্তা, উক্তি, মেসেজ ও পিকচার

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, বাণী, এসএমএস ও ছবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা, স্ট্যাটাস, মেসেজ ও ছবি

ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top