দরিদ্রতা নিয়ে উক্তি, স্টাটাস, কিছু কথা ও কবিতা

দারিদ্রতা নিয়ে উক্তি, স্টাটাস, কিছু কথা ও কবিতা

দরিদ্রতা সম্পর্কে আপনি যদি উক্তি পড়তে চান বা সংগ্রহ করতে চান। তাহলে আজকের পোষ্টে হয়ে যাবেন। আমরা এই পোস্টে আপনাদের জন্য কিছু বাছাই করা দারিদ্রতা নিয়ে উক্তি তুলে ধরেছি। আশা করি এই পোস্টে থাকা উক্তি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। উক্তি গুলো নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন। দরিদ্রতা দূর করার জন্য অবশ্যই অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে। দেশের নাগরিকতা বজায় রাখার জন্য এবং সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দুর্নীতি দমন করা খুবই জরুরী। একজন মানুষ বুঝতে পারে দরিদ্রতা কতটা কষ্টের। যখন কষ্টের যাপন করে তখন সে বুঝতে পারে জীবনযাপন করা কতটা কষ্টকর। তবে এই দরিদ্রতা কাটানোর জন্য একে অপরের সাহায্য করা উচিত। তবে বর্তমান সমাজে দুর্নীতি অন্যায় অনিয়ম বেড়ে চলেছে।

আপনি যদি অতি দরিদ্র হন এতে হতাশ হবেন না। আপনি দরিদ্র তাই বলে আপনি যদি হতাশ হন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন না। আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে ও কঠোর পরিশ্রম করুন। অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং দরিদ্রতা কাটিয়ে উঠতে পারবেন।

দারিদ্রতা নিয়ে উক্তি

অনেকেই দারিদ্রতা নিয়ে উক্তি পড়তে চায় কেননা অনেকেই দরিদ্রতার সম্পর্কে উক্তি সংগ্রহ করে অন্যদের মাঝে শেয়ার করতে চায়। তাই এই পোস্টে আমরা দরিদ্রতা নিয়ে বাছাই করার উক্তি তুলে ধরেছি। আশা করি এই উক্তিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

  • দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন সেটি হচ্ছে সুযোগ।
    — ড. মুহাম্মদ ইউনূস
  • যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য তুমি মরতেও রাজি থাকো, তবে জেনে রেখো টাকার অভাবে তোমার কোনো স্বপ্নই আটকে থাকবে না।
    — জ্যাক মা
  • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
    — সুকান্ত ভট্টাচার্য
  • শিক্ষা হলো সুযোগ তৈরির চাবিকাঠি। আর এর মাধ্যমেই আপনি দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবেন।
    — জর্জ বুশ
  • দারিদ্রতা শুধু টাকার কমতি নয়, বরং নিজের কাজ করার সামর্থ্য আছে এটা বোঝার অক্ষমতাও দারিদ্রতা।
    — অমর্ত্য সেন
  • আমার জীবনের সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক বিষয়টি ছিল দারিদ্রতা।
    — জিমি ডিন
  • যদি আপনি দারিদ্রতা নিয়েই খুশি থাকেন তাহলে মনে রাখবেন শয়তান হলো আপনার বন্ধু।
    — কোজো বেনটিল

দরিদ্রতা নিয়ে উক্তি

  • একজন দরিদ্র লোকও ভালো থাকার জন্যে প্রার্থনা করতে পারে।
    — কোলরিজ
  • বিপ্লব ও অন্যায় সৃষ্টির একমাত্র কারণ হলো জনগণের দারিদ্রতা।
    — এরিস্টটল

দরিদ্র নিয়ে উক্তি

দরিদ্র জীবন যাপন করা কোন লজ্জার বিষয় না। লজ্জা পাওয়া উচিত তাদের যারা অন্যায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ধনী হয়। তাই অনেকেই দরিদ্র নিয়ে উক্তি খোঁজ করে থাকে। আমরা এই পোস্টটি দরিদ্র নিয়ে বাছাই করে তুলে ধরেছি। আশা করি আমাদের কাছে ভালো লাগবে।

  • দারিদ্র, নির্মম দারিদ্র, মানুষের জীবনের সমস্ত মাধুর্যকে তুমি নিমেষে নিঃশেষ করে দাও। – ডাবলু এস ল্যান্ডার”
  • হে দারিদ্র্য, তুমি মােরে করেছ মহান
    তুমি মােরে দানিয়াছ খৃস্টের সম্মান
    কন্টক-মুকুট শােভা। – কাজী নজরুল ইসলাম”
  • সত্যিকারের গরিব কে জানেন? নিজের ইচ্ছার বিরুদ্ধে যাকে ভিন্ন ধরনের জীবন-যাপন করতে হয়। – প্রবোধকুমার সান্যাল”
  • দরিদ্রদের নিয়ে ভাবে অনেকে কিন্তু তাদের জন্য কিছু করে খুব স্বল্প সংখ্যক লােক। – রবার্ট বার্টন”
  • মানুষ ইচ্ছা করে ছােট ও দরিদ্র হয়। তার ছােট ও দরিদ্র হবার কোন কথা না। তার শুধু সহিষ্ণু পরিশ্রম চাই। জয়ের জন্য শুধু আল্লাহর দিকে চেয়ে থেকো না। তােমার বাহুতে যে শক্তি আছে, তােমার মাথায় যে বুদ্ধি আছে তার ব্যবহার তুমি কর। – ডাঃ লুৎফর রহমান”
  • “দরিদ্রতা মানুষের গৌরব নয়, তার লজ্জা। অভাবের জ্বালায় মানুষ রুখে দাঁড়ায়, তখন তার অর্থ এই নয় যে, সারা দুনিয়াকে তারা গরীব করে দিবে। সকলের বড়লােক হওয়ার দরকার আছে বলে কয়েকজন অতি বড়লােকের বিরুদ্ধে তাদের লড়াই। – নারায়ণ গঙ্গোপাধ্যায়”
  • একজন দরিদ্র লােক কেবল ভালােবাসতে এবং প্রার্থনাই করতে পারে। – জন ফ্লোরিও”
  • যদি দারিদ্র হয় পাপের মাতা, তবে বুদ্ধির অভাব হচ্ছে এর পিতা – লা ব্রুয়ার”

দরিদ্র নিয়ে উক্তি

  • যাহার স্বভাবের মধ্যে মহত্ত্ব আছে, দারিদ্র্য তাঁহাকে দরিদ্র করিতে পারে না। – রবীন্দ্রনাথ ঠাকুর”

দরিদ্রতা নিয়ে কথা

আপনি গরীব মানুষ এর জন্য আপনার দরিদ্র জীবনযাপন করতে হচ্ছে। আপনি যদি দরিদ্র হয়ে থাকেন তাতে কোন সমস্যা নেই। যদি আপনি ভালো মন মানসিকতার মানুষ হন। এবং মায়া মমতা ও সৎকাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি গরীব নন। কারণ একজন মানুষের অর্থই সবকিছু নয়। যার মন মানসিকতা ভালো সে একজন ধনী মানুষ। যারা দুর্নীতি করে বড়লোক হয় আর নিজেকে অনেক বড় মনে করে।

গরিবের অত্যাচার করে তারা কখনও ধনী নয়, কেননা তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। তাই ওরকম ধনী হওয়া ভালো না যারা গরিবদের সহ্য করতে পারে না ও গরিবদের অত্যাচার করে। তাই আপনি গরীব তাতে কোন সমস্যা নেই আপনি আপনার সৎ লক্ষ্যে এগিয়ে যান। একদিন দরিদ্রতা থেকে কাটিয়ে উঠতে পারবেন।

দরিদ্রতায় লজ্জার কিছু নেই। লজ্জা আছে দারিদ্রকে কেন্দ্র করে অন্যের করুণা ভিক্ষায়। – স্যার আর্থার হেল্প”

দরিদ্রের সমাজ নেই, দরিদ্রের ধর্ম নেই, দরিদ্রের জীবননীতি কোথাও কিছু নেই। তাদের এক ও অদ্বিতীয় পরিচয় তারা সর্বহারা নিঃস্ব। – প্রবোধকুমার সান্যাল”

যদি ৰা জন্মিতে হয়, তবে যেন নাহি রয়
দরিদ্রতা দেহ মাঝে করি অধিকার রে;
যদিও দরিদ্র হই, কৃতাঞ্জলি পুটে কই
যেন নাহি থাকে দ্বারা পুত্র পরিবার রে। – হরিশচন্দ্র মিত্র”

দরিদ্রতা পাপ নয়, কিন্তু দারিদ্রতা যেন চরিত্রের মাধুর্যকে নষ্ট না করে। – টমাস ফুলার”

কিছু না থাকার অর্থ দরিদ্র নয়। – জন গাওয়ার”

স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক দেশে কখনো দুর্ভিক্ষ হয়নি।

অমর্ত্য সেন

জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ/ মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?
কাজী নজরুল ইসলাম

দরিদ্রতা নিয়ে কথা

তোমার ছোট সুন্দর পরিবারকে নিয়ে দরিদ্র সচ্ছল অবস্থায় জ্ঞানরাজ্যের সঙ্গে যোগ রেখে যদি তুমি মরে যেতে পার- তোমার জীবন সার্থক।
মোহাম্মদ লুৎফর রহমান

দরিদ্রতা নিয়ে স্ট্যাটাস

আপনি যদি ফেসবুকে দরিদ্রতা নিয়ে স্ট্যাটাস দিতে চান। তাহলে আজকের এই পোস্টে স্ট্যাটাস পেয়ে যাবেন। আমরা এই পোস্টটি দরিদ্রতা নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি আপনাদের মাঝে। আশা করি স্ট্যাটাস গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

  • দরিদ্র মাের ব্যথার সঙ্গী, দরিদ্র মাের ভাই,
    আমি যেন মাের জীবনে নিত্য কাঙালের প্রেম পাই।
    তাহাদের সাথে কাঁদিব, তাদের বাঁধিব বক্ষে মম,
    দরিদ্র মাের পরমাত্মীয়, দরিদ্র প্রিয়তম। – কাজী নজরুল ইসলাম”
  • দরিদ্রকে যে মাথা পেতে গ্রহণ করে সে ব্যক্তিহীন পুরুষ। – লং ফেলাে”
  • আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোন পোশাক নেই; আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোন মানুষ নেই। – জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
  • দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন সেটি হচ্ছে সুযোগ। – মুহাম্মদ ইউনূস
  • দরিদ্র পুরুষদের ঋণ দেয়ার চেয়ে দরিদ্র নারীদের ঋণ দেয়া বেশি কার্যকর। – মুহাম্মদ ইউনূস
  • সভ্য মানব সমাজে দারিদ্র বেমানান। – মুহাম্মদ ইউনূস
  • মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন; কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই, সমাজে নাই, স্বজাতির নিকটে নাই, ভ্রাতা ভগ্নীর নিকট কথাটার প্রত্যাশা নাই। – মীর মশাররফ হোসেন
  • যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। – ডানিয়েল”

দরিদ্র নিয়ে কবিতা

আপনারা যারা দরিদ্র নিয়ে কবিতা খোঁজ করছেন। বা দরিদ্র নিয়ে কবিতা সংগ্রহ করতে চান তারা এই পোস্টে পেয়ে যাবেন। আমরা এই পোস্টে দরিদ্র নিয়ে কবিতা তুলে ধরেছি। আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

দারিদ্র্য
– কাজী নজরুল ইসলাম

হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!
দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,

অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস,
অকালে শুকালে মোর রূপ রস প্রাণ!
শীর্ণ করপুট ভরি’ সুন্দরের দান
যতবার নিতে যাই-হে বুভুক্ষু তুমি
অগ্রে আসি’ কর পান! শূন্য মরুভূমি
হেরি মম কল্পলোক। আমার নয়ন
আমারি সুন্দরে করে অগ্নি বরিষণ!
বেদনা-হলুদ-বৃন্ত কামনা আমার

শেফালির মত শুভ্র সুরভি-বিথার
বিকশি’ উঠিতে চাহে, তুমি হে নির্মম,
দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম!
আশ্বিনের প্রভাতের মত ছলছল
ক’রে ওঠে সারা হিয়া, শিশির সজল
টলটল ধরণীর মত করুণায়!
তুমি রবি, তব তাপে শুকাইয়া যায়
করুণা-নীহার-বিন্দু! ম্লান হ’য়ে উঠি
ধরণীর ছায়াঞ্চলে! স্বপ্ন যায় টুটি’

সুন্দরের, কল্যাণের। তরল গরল
কন্ঠে ঢালি’ তুমি বল, ‘অমৃতে কি ফল?
জ্বালা নাই, নেশা নাই. নাই উন্মাদনা,-
রে দুর্বল, অমরার অমৃত-সাধনা
এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে,
তুই নাগ, জন্ম তোর বেদনার দহে।
কাঁটা-কুঞ্জে বসি’ তুই গাঁথিবি মালিকা,
দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা!….

গাহি গান, গাঁথি মালা, কন্ঠ করে জ্বালা,
দংশিল সর্বাঙ্গে মোর নাগ-নাগবালা!….
ভিক্ষা-ঝুলি নিয়া ফের’ দ্বারে দ্বারে ঋষি
ক্ষমাহীন হে দুর্বাসা! যাপিতেছে নিশি
সুখে রব-বধূ যথা-সেখানে কখন,
হে কঠোর-কন্ঠ, গিয়া ডাক-‘মূঢ়, শোন্‌,
ধরণী বিলাস-কুঞ্জ নহে নহে কারো,
অভাব বিরহ আছে, আছে দুঃখ আরো,
আছে কাঁটা শয্যাতলে বাহুতে প্রিয়ার

,
তাই এবে কর্‌ ভোগ!-পড়ে হাহাকার
নিমেষে সে সুখ-স্বর্গে, নিবে যায় বাতি,
কাটিতে চাহে না যেন আর কাল-রাতি!
চল-পথে অনশন-ক্লিষ্ট ক্ষীণ তনু,
কী দেখি’ বাঁকিয়া ওঠে সহসা ভ্রূ-ধনু,
দু’নয়ন ভরি’ রুদ্র হানো অগ্নি-বাণ,
আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান,
প্রমোদ-কানন পুড়ে, উড়ে অট্টালিকা,-
তোমার আইনে শুধু মৃত্যু-দন্ড লিখা!

বিনয়ের ব্যভিচার নাহি তব পাশ,
তুমি চান নগ্নতার উলঙ্গ প্রকাশ।
সঙ্কোচ শরম বলি’ জান না ক’ কিছু,
উন্নত করিছ শির যার মাথা নীচু।
মৃত্যু-পথ-যাত্রীদল তোমার ইঙ্গিতে
গলায় পরিছে ফাঁসি হাসিতে হাসিতে!
নিত্য অভাবের কুন্ড জ্বালাইয়া বুকে
সাধিতেছ মৃত্যু-যজ্ঞ পৈশাচিক সুখে!

লক্ষ্মীর কিরীটি ধরি, ফেলিতেছ টানি’
ধূলিতলে। বীণা-তারে করাঘাত হানি’
সারদার, কী সুর বাজাতে চাহ গুণী?
যত সুর আর্তনাদ হ’য়ে ওঠে শুনি!
প্রভাতে উঠিয়া কালি শুনিনু, সানাই
বাজিছে করুণ সুরে! যেন আসে নাই
আজো কা’রা ঘরে ফিরে! কাঁদিয়া কাঁদিয়া
ডাকিছে তাদেরে যেন ঘরে ‘সানাইয়া’!
বধূদের প্রাণ আজ সানা’য়ের সুরে

ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে
আসি আসি করিতেছে! সখী বলে, ‘বল্‌
মুছিলি কেন লা আঁখি, মুছিলি কাজল?….
শুনিতেছি আজো আমি প্রাতে উঠিয়াই
‘ আয় আয়’ কাঁদিতেছে তেমনি সানাই।
ম্লানমুখী শেফালিকা পড়িতেছে ঝরি’
বিধবার হাসি সম-স্নিগ্ধ গন্ধে ভরি’!
নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায়
দুরন্ত নেশায় আজি, পুষ্প-প্রগল্‌ভায়
চুম্বনে বিবশ করি’! ভোমোরার পাখা

পরাগে হলুদ আজি, অঙ্গে মধু মাখা।
উছলি’ উঠিছে যেন দিকে দিকে প্রাণ!
আপনার অগোচরে গেয়ে উঠি গান
আগমনী আনন্দের! অকারণে আঁখি
পু’রে আসে অশ্রু-জলে! মিলনের রাখী
কে যেন বাঁধিয়া দেয় ধরণীর সাথে!
পুষ্পঞ্জলি ভরি’ দু’টি মাটি মাখা হাতে
ধরণী এগিয়ে আসে, দেয় উপহার।

ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালী আমার!-
সহসা চমকি’ উঠি! হায় মোর শিশু
জাগিয়া কাঁদিছ ঘরে, খাওনি ক’ কিছু
কালি হ’তে সারাদিন তাপস নিষ্ঠুর,
কাঁদ’ মোর ঘরে নিত্য তুমি ক্ষুধাতুর!
পারি নাই বাছা মোর, হে প্রিয় আমার,
দুই বিন্দু দুগ্ধ দিতে!-মোর অধিকার
আনন্দের নাহি নাহি! দারিদ্র্য অসহ

পুত্র হ’য়ে জায়া হয়ে কাঁদে অহরহ
আমার দুয়ার ধরি! কে বাজাবে বাঁশি?
কোথা পাব আনন্দিত সুন্দরের হাসি?
কোথা পাব পুষ্পাসব?-ধুতুরা-গেলাস
ভরিয়া করেছি পান নয়ন-নির্যাস!….
আজো শুনি আগমনী গাহিছে সানাই,
ও যেন কাঁদিছে শুধু-নাই কিছু নাই!

দরিদ্রতা নিয়ে কবিতা

অনেকেই দরিদ্রতা নিয়ে কবিতা খোঁজ করে থাকে। তাই আমরা এই পোস্টে দরিদ্রতা নিয়ে ভালো কবিতা তুলে ধরেছি। আশাকরি পোস্টে থাকা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

দরিদ্রতা
– নাজমা আক্তার

দরিদ্রতা
কি কেবলই অর্থের?
দরিদ্রতা বলতে কখনও বুঝায়নি অর্থের অভাবকে।
কারণ অর্থের অভাব কখনও ছিলনা পৃথিবীতে।
মাটি খুড়লেই আমরা খুঁজে পাই হিরা- জহরত-মানিক্য।
কিন্তু আমরা খুঁজে পাইনা কোন বৃহৎ মানবিক বস্তুকে ;
যা নিয়ে আমরা কাড়াকাড়ি করতে পারি সহজে ।

আমি চোখ খুললেই দেখি-
রাজনীতিতে রাজনৈতিক দরিদ্রতা,
পরিবেশ প্রতিবেশ বিপর্যয়ের দরিদ্রতা,
নিরাপত্তাহীনতা উদ্ভুত দারিদ্রতা,
আস্থাহীনতা উদ্ভুত দরিদ্রতা,
মানস কাঠামোর দরিদ্রতা,
বার্ধ্যকের দরিদ্রতা, যৌবনের দরিদ্রতা,

সল্প আয়ের মানুষের দরিদ্রতা,
শিক্ষার দারিদ্রতা, কর্মফাঁকির দারিদ্রতা
স্বাস্থ্যহীনতার দরিদ্রতা,দরিদ্রতা পশ্চাদপদতার
দরিদ্রতা নিরাপত্তাহীনতার।
এমন দরিদ্রতা আমাকে আর মহান করে না।
কারন দরিদ্রতা এখন বহুরূপী ।

শেষ কথা

আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার দরিদ্রতার নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা ও কবিতা। আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি খুব সহজে দরিদ্রতা নিয়ে উক্তি গুলো সংগ্রহ করতে পেরেছেন। যদি আজকের এই পোষ্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আরও দেখুনঃ

জীবনের শেষ কিছু কথা

কিছু কষ্টের কথা ও আবেগি মনের কিছু কথা

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

কিছু কষ্টের কথা

বেঁচে থাকা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

জীবন নিয়ে সুন্দর কিছু কথা, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

অনুভুতি সম্পর্কিত উক্তি, বাণী ও কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top