ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া। আপনি হয়তো ঢাকা থেকে সিলেট যাওয়ার ট্রেনের সময়সূচী খুঁজছেন। অথবা ঢাকা থেকে সিলেট ট্রেনের টিকিটের মূল্য জানতে চাচ্ছেন। আপনাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাতে খুব সহজেই ঢাকা থেকে সিলেট যাওয়ার সকল ট্রেনের সময়সূচী খুঁজে পান। সেই ব্যবস্থা আমরা আমাদের এই পোস্টটি করেছি।আমাদের এই পোস্ট থেকে ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য জানতে পারবেন।

আশা করছি পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। ঢাকা থেকে সিলেট বাস এর মাধ্যমে যাওয়া যায়। তবে সেটা অনেক সময়ের ব্যাপার। আর বর্তমানের road-accident অনেক বেশি হয়। যার জন্য সবাই ট্রেনে যাতায়াত করতে ভালোবাসে।ট্রেন খুব কম সময়ের ভিতর ঢাকা থেকে সিলেট নিয়ে যায়। তার জন্য আপনাকে ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী আগে জানতে হবে।

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে। আমরা আপনাদের সবচাইতে সহজ রুটে যাওয়ার ট্রেনের সময়সূচী তুলে ধরব। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 235 কিলোমিটার। তো চলুন সে সম্পর্কে আলোচনা করা যাক।

ঢাকা টু সিলেট আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে সিলেট রুটে বিশেষ চারটি ট্রেন চলাচল করে। এবং এই ট্রেনগুলোর সেবা অন্যান্য ট্রেনের চাইতে খুবই ভালো। ট্রেন গুলোর নাম হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালানী এক্সপ্রেস, পার্বত এক্সপ্রেস। আপনারা যাতে খুব সহজেই এইসব ট্রেনের সময়সূচী জানতে পারেন। তার জন্য নিচে সকল-ট্রেনের-সময়সূচি তুলে ধরা হলো:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
পারাবত এক্সপ্রেস (৭০৯)মঙ্গলবার০৬ঃ৩০১৩ঃ০০
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)মঙ্গলবার১১ঃ১৫১৯ঃ০০
উপবন এক্সপ্রেস (৭৩৯)বুধবার২২ঃ০০০৫ঃ০০
কালানী এক্সপ্রেস (৭৭৩)শুক্রবার১৪ঃ৫৫২১ঃ৩০

ঢাকা টু সিলেট লোকাল ট্রেনের সময়সূচী

লোকাল ট্রেন আন্তঃনগর ট্রেনের চাইতে একটু কম গতিসম্পন্ন। কিন্তু লোকাল ট্রেনের টিকিটের মূল্য আন্তঃনগর ট্রেনের চাইতে কম। আপনি যদি টিকিটের চিন্তা করেন সেদিকে লোকাল ট্রেনে ভালো। ঢাকা থেকে সিলেট লোকাল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সুরমা এক্সপ্রেস(০৯)নাই২২ঃ৫০১২ঃ১০

ঢাকা টু সিলেট ট্রেনের টিকিটের মূল্য

আপনি যদি ট্রেন সম্পর্কে অল্প কিছু জেনে থাকেন। তাহলে আপনি জানেন একটি ট্রেনের ভিতরে বিভিন্ন আসন ব্যবস্থা করা থাকে। এবং প্রতিটি আসন ব্যবস্থার মূল্য আলাদা থাকে। নিচে ঢাকা টু সিলেট ট্রেনের টিকিটের মূল্য তালিকা করে দেয়া হলো:

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন২৬৫ টাকা
শোভন চেয়ার৩২০ টাকা
প্রথম সিট৪২৫ টাকা
প্রথম বার্থ ৬৪০ টাকা
স্নিগ্ধা৬১০ টাকা
এসি সিট৫৫৮ টাকা
এসি বার্থ১০৯৯ টাকা

উপরোক্ত তালিকা থেকে আশাকরি বুঝতে পেরেছেন ঢাকা থেকে সিলেট কোন সময় ট্রেন ছেড়ে যায়। এবং প্রতিটি ট্রেনের আসন ব্যবস্থার মূল্য কেমন। আপনাদের এই ভ্রমণ সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং পোস্টটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুনঃ

Leave a Comment