ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য।  সবচাইতে সহজ উপায় ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের মাধ্যমে যাওয়ার জন্য আমাদের এই পোস্টটি পড়ুন। ঢাকা থেকে জয়পুরহাটে বিভিন্ন ধরনের ট্রেন যাতায়াত করে।  আপনি চাইলে বাসের মাধ্যমে ঢাকা থেকে জয়পুর যেতে পারেন।  কিন্তু বাসে যাতায়াত করাটাও অনেক কষ্টকর।  যার জন্য সবাই ট্রেনে যাতায়াত করে থাকে।  আপনাদের সুবিধার্থে আমরা আজকে ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী। ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করছি। আপনি চাইলে ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে পারেন। আপনি চাইলে স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন।  কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে  অনলাইনের মাধ্যমে টিকিট কাটা সুবিধাজনক।  বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটিং পদ্ধতি সম্পর্কে জানতে নিচের লিঙ্কে প্রবেশ  করুন। 

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী

আপনি যদি ঢাকা থেকে জয়পুরহাট যেতে চান। তাহলে আপনাকে অবশ্যই ট্রেনের যাতায়াত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার জন্য একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস  ইত্যাদি ট্রেনসমূহ চলাচল করে।  নিচে ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী তালিকা আকারে দেয়া হলঃ

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
একতা এক্সপ্রেস(৭০৫)নাই১০ঃ১৫১৬ঃ৪৯
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭)নাই২০ঃ০০০২ঃ০৬
নীলসাগর এক্সপ্রেস(৭৬৫)সোমবার০৬ঃ৪৫১৩ঃ১১
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)নাই২৩ঃ৩০০৫ঃ১৬
কুড়িগ্রাম এক্সপ্রেস(৭৯৭)বুধবার২০ঃ৪৫০২ঃ৫২
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫)শনিবার১৭ঃ০০২৩ঃ৪১

ঢাকা টু জয়পুরহাট ট্রেনের টিকিটের মূল্য

একটি ট্রেনের মধ্যে বিভিন্ন আসন ব্যবস্থা থাকে। আপনি যদি  ভালো মানের আসন ব্যবস্থায় যাতায়াত করতে চান।  তাহলে অবশ্যই আপনাকে বেশি দাম দিয়ে টিকেট কিনতে হবে।  নিচে ট্রেনের সকল আসন ব্যবস্থার নাম সহ টিকিটের মূল্য উল্লেখ করা হলোঃ 

আসন বিভাগটিকিটের মূল্য
শোভন৩২৫ টাকা
শোভন চেয়ার৩৯০ টাকা
প্রথম আসন৬৪৫ টাকা
প্রথম বার্থ৭৭৫ টাকা
স্নিগ্ধা৫১৫ টাকা
এসি  ৭৭৫ টাকা
এসি বার্থ১১৬০ টাকা

আপনার যদি ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের নাম সম্পর্কে কোন প্রশ্ন থাকে।  তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।  আমরা চেষ্টা করবো উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার।  এবং পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। 

আরও দেখুনঃ

Leave a Comment