ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া। আজকে আমরা কথা বলবো ডাকা থেকে দেওয়ানগঞ্জ ট্রেনের মাধ্যমে যাওয়ার সকল তথ্য নিয়ে। বর্তমান সময়ে ট্রেন হচ্ছে একটি দ্রুতগতির মাধ্যম। আপনি খুব কম সময় এর মাধ্যমে নির্ভেজাল পদ্ধতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। বাংলাদেশ রেলওয়ে তাদের সেবার মান উন্নত করার চেষ্টা করছে। আপনি যদি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ট্রেনের মাধ্যমে যেতে চান।তাহলে অবশ্যই আপনাকে ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য সম্পর্কে জানতে হবে।আমরা চেষ্টা করেছি আমাদের এই পোস্টের মাধ্যমে সকল তথ্য আপনাদের দেওয়ার।

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত আন্তঃনগর এবং লোকাল ট্রেন চলাচল করে।এবং প্রত্যেকটি ট্রেন একটি নির্দিষ্ট সময় স্টেশন থেকে ছেড়ে যায়। আপনি হয়তো জানেন না ট্রেনের টিকিট ঘরে বসে কাটা যায়। আপনার যদি এনআইডি থাকে তাহলে আপনি নিজের দিকে নিজেই ঘরে বসে কাটতে পারেন। অথবা না চাইলে স্টেশনের কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারেন। অনলাইনে টিকিট কাটার নিয়ম জানতে নিচের লিঙ্কে প্রবেশ করুন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রুটে যে সকল আন্তঃনগর ট্রেন চলাচল করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ট্রেন হচ্ছে তিতাস এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস। নিচে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ আন্তঃনগর ট্রেনের সময়সূচী তালিকা ভাবে দেওয়া হল:

নাম্বারট্রেনের নামঢাকা থেকে যাত্রা শুরুর সময়দেওয়ানগঞ্জ পৌঁছানোর সময়ছুটির দিন
707তিতাস এক্সপ্রেসসকাল ৭টা ৩০ মিনিটেদুপুর ১২ টা ৪০ মিনিটেসোমবার
743ব্রহ্মপুত্র এক্সপ্রেসসন্ধ্যা ৬টা ১৫ মিনিটেরাত ১১ টা ৫০ মিনিটেনাই

ঢাকা টু দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৪

আপনি যদি লোকাল ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যেতে চান।তাহলে নিম্নোক্ত সকল ট্রেনের মাধ্যমে আপনি যাতায়াত করতে পারেন। বিশেষ কিছু লোকাল ট্রেনের নাম হচ্ছে দেওয়ানগঞ্জ যাত্রী, ভাওয়াল এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস। নিচে এই সকল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো:

নাম্বারট্রেনের নামঢাকা থেকে যাত্রা শুরুর সময়দেওয়ানগঞ্জ পৌঁছানোর সময়ছুটির দিন
৪৭দেওয়ানগঞ্জ যাত্রীভোর ৫টা ৪০মিনিটেদুপুর ১১:৪০ মিনিটেনাই
৫৫ভাওয়াল এক্সপ্রেসরাত ৯ টা ২০ মিনিটভোর ৫টা ৪০ মিনিটনাই
৫১জামালপুর যাতায়াতবিকেল ৩টা ৪০ মিনিটরাত ১০ঃ১৫ মিনিটনাই

ঢাকা টু দেওয়ানগঞ্জ আন্তঃনগর ট্রেনের টিকিটের মূল্য

আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার জন্য। আন্তঃনগর ও মেল এক্সপ্রেস ট্রেন মিলে মোট পাঁচটি ট্রেন ঢাকা টু দেওয়ানগঞ্জ রুটে চলাচল করে। এবং এই সকল ট্রেনের আসন ব্যবস্থার ধরন আলাদা। সেই অনুযায়ী বিভিন্ন আসন ব্যবস্থার নাম সহ মূল্য তালিকা আকারে নিচে প্রকাশ করা হলো:

আসন বিভাগ/ Seat Sectionটিকিটের মূল্য/ Ticket Price
শোভন/Beautify১৮৫ টাকা/ 185TK
শোভন চিয়ার/ Cheer Up২২৫ টাকা/ 225TK
প্রথম আসন/ First Seat৩০০ টাকা/ 300TK
প্রথম বার্থ/ First Berth৪৪৫ টাকা/ 445TK
স্নিগ্ধ/ Singdha৪২৬ টাকা/ 426TK
এসি/ AC৫১২ টাকা/ 512TK
এসি বার্থ /AC Berth৭১১ টাকা/ 711TK

আপনি যদি তালিকাটি ভালোভাবে লক্ষ্য করেন। তাহলে দেখতে পাবেন শোভন আসন ব্যবস্থার টিকিটের মূল্য সব চাইতে কম। এবং আপনি এসি বার্থ আসন ব্যবস্থার মূল্য সবচাইতে বেশি। আশা করছি আপনি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার সকল তথ্য খুঁজে পেয়েছেন। আপনার ট্রেনের ভ্রমণ সুন্দর হোক।

এই পোস্টটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার মতো কেউ ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার ট্রেনের তথ্য খুঁজছে।আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে উত্তর দিয়ে সাহায্য করার।

আরও জানুনঃ 

Leave a Comment