শুরু হয়ে গেল বিপিএল 2024। তাই যারা এবারের বিপিএল খেলোয়াড় তালিকা জানতে চান। তাদের জন্য সকল দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা উল্লেখ করা হয়েছে। এবছর বিপিএল জানুয়ারি 21 তারিখ থেকে শুরু হবে। অন্যদিকে বিপিএল ফাইনাল খেলা হবে 18 ই ফেব্রুয়ারি। তাই যারা অধীর আগ্রহে বসে আছেন বঙ্গবন্ধু বিপিএল খেলা দেখার জন্য। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করব বিপিএল খেলোয়াড় তালিকা। অন্যদিকে 27 শে ডিসেম্বর বিপিএল 2024 খেলার প্লেয়ার ড্রাফট সম্পূর্ণ হয়েছে। বিপিএল স্টুডিয়াম এর তালিকা অনেকেই জানতে চেয়েছে। তাই আমরা আজকের এই পোস্টে উল্লেখ করেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ কোন ভেনুতে অনুষ্ঠিত হবে সেই তথ্য।
Contents
বিপিএল 2024
প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা অনুষ্ঠিত হয়। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে থাকে বিপিএল খেলা দেখার জন্য। তাই আজকের পোস্টে আমরা তুলে ধরব বিপিএল 2024 প্লেয়ার তালিকা ও স্টুডিয়াম এর তালিকা।
বিপিএল 2024 স্টেডিয়ামের তালিকা
এবছর তিনটি ভেনুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। তাই যারা এখনো জানেন না বিপিএল 2024 কোন মেনুতে অনুষ্ঠিত হবে। তাদের জন্য তিনটি ইসটুডিয়ামের নাম নিচে উল্লেখ করা হলো।
- ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম
- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
- সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
BPL 2024 Player List
বাংলাদেশের একেক বিভাগ থেকে মানুষ আলাদা আলাদা দল সাপোর্ট করে। তাই তারা অনেকেই আছে যারা ঢাকা অথবা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই সব দলের খেলোয়াড় লিস্ট জানার জন্য অনুসন্ধান করে। তাদের জন্য আমরা আজকে তুলে ধরেছি সম্পূর্ণ লিস্ট।
বিপিএল 2024 খেলোয়াড় তালিকা
এ বছর বিপিএলে মোট ছয়টি দল অংশ নেবে। অনেকেই আছে যারা বিপিএল ২০২৪ খেলোয়াড় লিস্ট লিখে অনুসন্ধান করে। তাদের জন্য আজকের পোস্টে আমরা উল্লেখ করেছি বিপিএল 2024 খেলোয়াড় লিস্ট।
01. ঢাকা
- সরাসরি স্বাক্ষর – মাহমুদুল্লাহ রিয়াদ (সি), ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান
ড্রাফট পিক-
- তামিম ইকবাল,
- মাশরাফি মুর্তজা,
- রুবেল হোসেন,
- মোহাম্মদ শাহজাদ,
- শুভাগত হোম,
- ফজলহক ফারুকী,
- আরাফাত সানি,
- মোহাম্মদ নাইম, ই
- মরানুজ্জামান,
- শফিউল ইসলাম,
- শামসুর রহমান,
- এবাদত হোসেন,
- জহুরুল ইসলাম
02. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- সরাসরি স্বাক্ষর – নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল, উইল জ্যাকস
ড্রাফট পিক –
- শামীম হোসেন,
- শরিফুল ইসলাম,
- আফিফ হোসেন,
- মুকিদুল ইসলাম মুগধো,
- রায়দ ইমরিত,
- রেজাউর রাজা,
- চাদউইক ওয়ালটন,
- সাব্বির রহমান,
- মৃত্যুঞ্জয় চৌধুরী,
- আকবর আলী,
- নাঈম ইসলাম,
- মেহেদি হাসান মিরাজ।
03. ফরচুন বরিশাল
- সরাসরি সই করা – সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিব উর রহমান, ধানুশ গুনাথিলাকা,
ড্রাফট পিক –
- নাজমুল হোসেন শান্ত,
- নুরুল হাসান সোহান,
- মেহেদী হাসান রানা,
- ওবেদ ম্যাককয়,
- আলজারি জোসেফ,
- তৌহিদ হৃদয়,
- ফজলে মাহমুদ,
- শফিকুল ইসলাম,
- শৈকত আলী,
- জিয়াউর রহমান,
- নিরোশান ডিকভেলা,
- তাইজুল ইসলাম,
- সালমান হোসেন,
- সুমন হাসান,
- ইরফান হোসেন,
- নাঈম হাসান।
04. খুলনা টাইগার্স
- সরাসরি সই করা – মুশফিকুর রহিম, ভানুকা রাজাপাকসে, থিসারা পেরেরা, নবীন-উল-হক
ড্রাফট পিক:
- সৌম্য সরকার,
- মাহেদী হাসান,
- কামরুল ইসলাম রাব্বি,
- ইয়াসির আলী,
- সিক্কুগে প্রসন্ন,
- ফরহাদ রেজা,
- রনি তালুকদার,
- সিকান্দার রাজা,
- খালেদ আহমেদ,
- নাবিল সামাদ,
- জাকের আলী
05. সিলেট সানরাইজার্স
- সরাসরি স্বাক্ষর- তাসকিন আহমেদ, কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামস, দিনেশ চান্দিমাল
ড্রাফট পিক-
- আল-আমিন হোসেন,
- মোসাদ্দেক হোসেন,
- মোহাম্মদ মিঠুন,
- রবি বোপারা,
- অ্যাঞ্জেলো পেরেরা,
- নাজমুল ইসলাম অপু,
- আনামুল হক বিজয়,
- অলোক কাপালি,
- মুক্তার আলী,
- শিরাজ আহমেদ,
- সোহাগ গাজী,
- মিজানুর রহমান,
- নাদির চৌধুরী,
- শফিউল হায়াত রিদো,
- নাদির চৌধুরী।
- সানজামুল ইসলাম,
- জুবায়ের হোসেন লিখন
06. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- সরাসরি স্বাক্ষর- মুস্তাফিজুর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসিস, সুনীল নারিন
ড্রাফট পিক-
- ইমরুল কায়েস,
- লিটন দাস,
- শহিদুল ইসলাম,
- তানভীর ইসলাম,
- ওশানে থমাস,
- কুসল মেন্ডিস,
- আরিফুল হক,
- নাহিদুল ইসলাম,
- সুমন খান,
- মমিনুল হক,
- মাহিদুল ইসলাম অংকন,
- মাহমুদুল হাসান জয়,
- মাহমুদুল হাসান জয়,
- পারভেজ হোসেন ইমন,
- আবুল হাসান।
- হিদার রনি
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে আপনাদের সবাইকে বিপিএল 2024 খেলার সকল দলের প্লেয়ার তালিকা সম্পর্কে জানানোর জন্য। আশা করি আপনারা বিপিএল 2024 খেলোয়াড় তালিকা সম্পর্কে সম্পূর্ণ নির্ভুল তথ্য পেয়েছেন।
Read More