বৃষ্টি নিয়ে কবিতা ও বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা

আপনারা অনেকেই আছেন যারা বৃষ্টি বিলাসিতা করতে ভালোবাসেন। তাই যারা বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা পেতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট টা তুলে ধরেছি বৃষ্টির কবিতা। বৃষ্টির মাঝে হাত দিয়ে বৃষ্টি ছোঁয়া ইসলামিক মতে সুন্নত। তাই যারা বৃষ্টির কবিতা রোমান্টিক পেতে চান। তাদের জন্য আজকের এই পোস্টে আমরা তুলে ধরেছি সেরা বৃষ্টির কবিতা। বৃষ্টির দিনে এই সকল কবিতা পড়ে আপনার আরো বৃষ্টির দিন টিকে উপভোগ করতে ভালো লাগবে। বৃষ্টির সময় আমাদের সবসময় প্রিয়জনদের সাথে সময় কাটাতে ভালো লাগে। আবার অনেক সময় বৃষ্টির দিনে বিষন্নতায় প্রিয় মানুষটিকে মনে পড়ে। তাই আজকের এই পোস্টে বৃষ্টির কবিতা তুলে ধরা হয়েছে সবার জন্য। আপনাদের সকলের জন্য বৃষ্টির কবিতা ও ছবি আমরা দিয়েছি আজকের পোস্টে। তাই দ্রুত দেখে নিন বৃষ্টি ভেজা কবিতা

বৃষ্টির কবিতা

বিভিন্ন কবিগণ বৃষ্টি নিয়ে কবিতা লিখে গেছেন। ভাই সেরা বৃষ্টির কবিতা পেতে দেখে নিন বৃষ্টির কবিতা। তাই আজকের এই পোস্ট থেকে দেখে নিন জনপ্রিয় বৃষ্টির কবিতা গুলো।

“সাদা মেঘ আকাশ ঢেকে
বেলার কেড়েছে গতি,
রোদ্দুর আজ না হয়
নিলো ক্ষনিকের বিরতি।”

“ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”

“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”

বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা

প্রিয় মানুষকে নিয়ে বৃষ্টির কবিতা রোমান্টিক সবার সাথে শেয়ার করতে মন চায়। তাই আজকের এই পোস্টে রোমান্টিক বৃষ্টির কবিতা উল্লেখ করা হয়েছে। বৃষ্টির সময় অনেক সময় আমাদের মাঝে রোমান্টিকতা কাজ করে। তাই আমরা চাই বৃষ্টির দিনের রোমান্টিক বৃষ্টির কবিতা সবার সাথে শেয়ার করতে।

“মেঘ তোর সঙ্গে যাবো,
হাওয়ায় ভেসে শীল কুরাবো।
মেঘ তোর সঙ্গে যাবো,
ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো।”

“বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড়ে বারে।
ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।”

“বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা
ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো
মাথায় খায় ঘুরাপক।”

বৃষ্টির দিনের অনুভূতি কবিতা

বৃষ্টিভেজা নিয়ে অনেকেই কবিতা খুঁজে থাকেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ বৃষ্টি ভেজা কবিতা তুলে ধরা হয়েছে। তাই বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা কবিতা দেখে নিন নিচে থেকে।

“টিপ টিপ বৃষ্টি পরে।
একা বসে আছি ঘরে।
তুমি আছো কেমন করে।
জানাও আমায় SMS করে।
তোমার কথা মনে করে।
মেসেজ দিলাম সেন্ড করে।”

বৃষ্টির কবিতা রোমান্টিক

“মেঘের উপর মেঘ জমেছে..
মুখ ঢেকেছে অন্ধকারে..
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।”

“এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।”

রাতের বৃষ্টি নিয়ে কবিতা

যারা রাতের বৃষ্টি কবিতা পেতে চান। তাদের জন্য রাতের বৃষ্টি কবিতা তুলে ধরা হয়েছে। রাতে যখন বৃষ্টি নামে তখন আমাদের মন চায় রাতের বৃষ্টি কবিতা আমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে। তাই এখান থেকে দেখে নিন রাতের বৃষ্টি কবিতা।

“বৃষ্টি হলে খবর দিস
হাঁটবো দু’জন একটি ছাতায়,
খালি পায়ে শহর ঘুরে,
বৃষ্টি ভেজা প্রেমের গল্প,
লিখে রাখব ডায়রির পাতায়।”

“বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”

বৃষ্টি ভেজা কবিতা

“আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো।
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।”

যেসব কথা ভুলে গেলে ভালো থাকা যায়,
শ্রাবণ তাদের ফিরিয়ে আনে,বৃষ্টি পায়ে পায়ে…
নষ্ট কাজ,নষ্ট সাজ,নষ্ট সারাটা দিন,
এই শ্রাবণ কি ভীষন,মায়াদয়া হীন…

ভালবাসার বৃষ্টি কবিতা

এখানে তুলে ধরা হয়েছে ভালবাসার বৃষ্টি কবিতা। বৃষ্টির মাঝে যখন মনে ভালোবাসা সৃষ্টি হয়। তখন সবাই ভালবাসার বৃষ্টি কবিতা পেতে চায়। তাই এখানে তুলে ধরা হয়েছে ভালবাসার বৃষ্টি কবিতা।

শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।

ছুঁয়ে ছুঁয়ে হাঁতটা তোমার হয়ে যাবো বৃষ্টি
তোমার দিকে তাকিয়ে রবো সরবে না এই দৃষ্টি..

“অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।”

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি হলে অনেকের মনে কষ্টের প্রবণতা বৃদ্ধি পায়। তাই তখন তার মন চায় বৃষ্টি নিয়ে কষ্টের কবিতা সবার সাথে শেয়ার করতে। তাই এখানে বৃষ্টি নিয়ে কষ্টের কবিতা তুলে ধরা হয়েছে।

“হোকনা সেই বৃষ্টি,
যে বৃষ্টির প্রতিটি ফোটায়,
তোমার স্পন্দন খুঁজে পাই!”

“ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে।
মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে..
তবে! তুমি কি পারোনা..
আমায় আপন করে নিতে।”

রাতের বৃষ্টি কবিতা

“বৃষ্টি মানে অনুভুতি,
সাথে আছে কেউ।
বৃষ্টি মানে নতুন করে,
ভালবাসার ঢেউ।
বৃষ্টি মানে মনের মাঝে লুকিয়ে,
থাকা আশা।
বৃষ্টি মানে বন্ধুর দেওয়া,
একটু ভালোবাসা।”

কাঁচের গায়ে বৃষ্টি ফোটা
জলছবি আর আঁকবে না।
জমানো অনেক গল্প ছিলো
থাক! তুমি বুঝবে না.!”

একলা পথিক জীবন পথে,
সাথে থাকে নি কেউ…
ঝড়-বৃষ্টি চোখে লুকিয়ে,
বুকে ভেঙেছি সব ঢেউ…

বৃষ্টির কবিতা রোমান্টিক

হঠাৎ বৃষ্টির কবিতা দেওয়া হয়েছে এখানে। আপনারা যারা বৃষ্টির কবিতা শ্রীজাত পেতে চান। তারা এখান থেকে সকালের বৃষ্টির কবিতা দেখতে পারবেন। বৃষ্টিতে ভেজার কবিতা ও বৃষ্টির কবিতা রুদ্র খুঁজে পাবেন আমাদের পোস্টে।

প্রিয়,
দূরত্ব তো শুধু অজুহাত,
তোমার ভালোবাসায় আমার বৃষ্টিপাত।

সকাল হলো নেই সূর্য,
ঝরছে শুধু বৃষ্টি…
আজ লাগছে তোমায়
কি দারুণ মিষ্টি…

“শহর জুড়ে বৃষ্টি আজ
ভিজতে ভালো লাগে।
তোমার কথা মনে পড়ে
রাগে অনুরাগ।
একলা তুমি বসে আছো
জানালা আছে খোলা।
আমার সেই বন্ধু তুমি
যায়না যারে ভোলা।”

বসন্তের বৃষ্টির কবিতা

নির্মলেন্দু গুণের বৃষ্টির কবিতা দেওয়া হয়েছে আমাদের পোস্টে। তাই বৃষ্টির কবিতা রবীন্দ্রনাথ পাবেন আমাদের পোস্টে। বৃষ্টির দিনের রোমান্টিক ছবি সংগ্রহ করতে পারবেন আমাদের পোস্টে।

“মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি..!!”

ছুঁয়ে দেব তোমায়
বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
হৃদয়ে শীতল শিহরণে
ভালবাসা জাগাবো তোমার মনে
সেই ভালবাসায় জড়িয়ে নিও আমাকে।

ভালবাসার বৃষ্টি কবিতা

“আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম।”

“আকাশ জুড়ে বৃষ্টি,
আর বৃষ্টি ভেজা মন,
মন চাইছে খুশি থাকুক
আমার আপনজন,
নীর রঙে আকাশ এখন
মেঘে ঢাকা কালো,
আমি আছি দারুন,
বন্ধু তুমি থেকো ভালো।”

বৃষ্টির কবিতা রবীন্দ্রনাথ

যারা বৃষ্টির কবিতা জীবনানন্দ পেতে চান। তারা আমাদের আজকের এই পোস্ট থেকে মিষ্টি বিষয়ক কবিতা সংগ্রহ করতে পারবেন। তাই নিচে থেকে সংগ্রহ করে নিন বৃষ্টির দিনের রোমান্টিক ছবি ও বৃষ্টির কবিতা ও ছবি।

বর্ষার দিনে
– রবীন্দ্রনাথ ঠাকুর

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায় –
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার –
জগতে কেহ যেন নাহি আর।।

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি-অনুভব –
আঁধারে মিশে গেছে আর সব।।

বলিতে ব্যথিবে না নিজ কান,
চমকি উঠিবে না নিজ প্রাণ।
সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে,
বাদলবায়ে তার অবসান –
সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ।।

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার!
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।।

আছে তো তার পরে বারো মাস –
উঠিবে কত কথা, কত হাস।
আসিবে কত লোক, কত-না দুখশোক,
সে কথা কোনখানে পাবে নাশ –
জগৎ চলে যাবে বারো মাস।।

ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।।

বৃষ্টির কবিতা ও ছবি

এখানে জনপ্রিয় কিছু বৃষ্টির কবিতা ও ছবি তুলে ধরা হয়েছে সবার জন্য। তাই দেখে নিন সবার জন্য বৃষ্টির কবিতা ও ছবি।

শ্রাবনে ওই বৃষ্টি ধারায়,
আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই.,
যদিও তুমি অনেক দূরে,
তবুও রেখেছি তোমায় মন পাঁজরে,
নীরবে তোমায় মিস করি সারাক্ষণ,
অথচ তা তোমারকাছে আজও গোপন…

বৃষ্টি নিয়ে কষ্টের কবিতা

শহর জুড়ে ভ্যাপসা গরম,
স্মৃতির মেলায় দারুন ভিড়,
অনেক কষ্টে জোড়া লাগানো,
ভালোবাসার শূন্য কুঠির,
আজও বৃষ্টি নামে তোমার নামে,
আঙ্গুল ধরতে চাওয়া নরম হাত,
গোপনে জমানো আবেগ আর,
চিঠির খামটা ভিজলো হঠাৎ।

সর্বশেষ কথা

আজকের এই পোস্টে আমরা তুলে ধরেছি বৃষ্টির কবিতা। আশা করি সবার কাছে বৃষ্টির কবিতা অনেক ভালো লেগেছে। আজকের এই পোস্ট সবার সাথে বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই বৃষ্টির কবিতা ও বৃষ্টির কবিতা রোমান্টিক পেতে পারে।

আরও দেখুনঃ 

Leave a Comment