বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা | ১৭ ই মার্চের কবিতা | বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা

সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হবে ২০২৪ সালে। আজ তিনি বেঁচে থাকলে তার বয়স হতো ১০২ বছর। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বিখ্যাত কবি কবিতা রচনা করেছেন। তাই আজকের এই পোস্টে আমরা তুলে ধরব বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা। আপনি যদি 17 ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কবিতা পেতে চান। তাহলে আজকের এই পোস্টে বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের কবিতা উল্লেখ করা হয়েছে। আপনি খুব সহজেই বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিদের কবিতা পেয়ে যাবেন আজকের এই পোস্টে।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা

অনেকেই আছেন যারা কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন। অন্যদিকে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে 17 ই মার্চ উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়ে থাকে। তাদের জন্য আজকের এই পোস্ট এ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা উল্লেখ করেছি আমরা। নিচে থেকে আপনার পছন্দের কবিতা টি সংগ্রহ করে নিন।

বাংলার অমর কবি বঙ্গবন্ধু 

হে বঙ্গবন্ধু! শুভ হোক, আজ তোমার শুভ জন্মদিন,
তোমার চেতনায় গর্জে উঠুক দেশ ও জাতি এই দিন,
তোমাকে জানাই; অন্তস্থল থেকে ভালোবাসার সালাম,
তোমার কাছে হয়ে আছি; জানা-অজানা কত শত ঋণ।

যত দিন বাংলাদেশ আছে; আছে মানুষ এই বাংলায়,
ততদিন রাখবো মনে তোমায়, লাল-সবুজের পতাকায়,
ধরে রাখব জীবন দিয়ে তোমার গড়া সোনার বাংলাকে
শুনাব; তোমার ত্যাগের ইতিকথা বিশ্ববাসীকে প্রতিদিন।

যেদিন আমি প্রথম গিয়েছিলাম; কলেজ জীবনে
আরো তিন বন্ধুর সাথে ঢাকাস্থ বনানী গোরস্থানে,
তোমার পরিবারের সদস্যদের কবরের সারি দেখে
হতবাক হয়েছিলাম বলে মনটা হয়েছিল সেদিন মলিন।

এ কেমন করে সম্ভব হল? এ কেমন অকৃতজ্ঞতা ?
সইতে পারি না ভাবলে-সিরাজুদ্দৌলার মত ভাগ্য কথা,
যাঁর ঐতিহাসিক বাগ্মিতায় কবিতার মত ফুঁটে উঠে ছিল
আমাদের প্রাণের দাবি; রেসকোর্স ময়দানে- একদিন।

আমাদের জন্যে তুমি; শত্রুদের কারাকে করেছ বরণ
আমাদের জন্যে তুমি শেষাবধি দিয়েছ সপরিবারে জীবন,
প্রমান করেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তুমি-
শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিই তুলনাহীন।

তোমার কবিতায় মুগ্ধ হয়েছিলাম; বাংলার স্বাধীনকামী জনতা
ঝাপিয়ে পড়েছিলাম; স্বাধীনতার জন্যে গড়েছিলাম- একতা,
যার কাছে যা ছিলো; তাই নিয়ে এগিয়েছিলাম- রণাঙ্গনে,
যুদ্ধের ন’মাস তোমার রূপরেখায় চলেছিলাম নিত্যদিন।

জানিনা! কি হতভাগা আমরা? কি হতভাগা দেশ ও জাতি?
বড় আফসোস হয়; দেশের জনকের সাথে করেছে- মীর জাফরী!
পলাশীতে হারিয়েছিলাম একদিন; সমূলে আমাদের স্বাধীনতা
তোমার যোগ্য নেতৃত্ব ছাড়া হতাম বিলীন- দেশ হত না স্বাধীন।।

Read More

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কবিতা

অনেক জনপ্রিয় কবিগণ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা রচনা করে গেছেন। সেই কবিতাগুলো আজকের পোস্টে উল্লেখ করেছি আমরা। বঙ্গবন্ধু সম্পর্কিত যে কোন অনুষ্ঠানে আপনি এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। তাই নিচে থেকে আপনার পছন্দের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা গুলো সংগ্রহ করে নিন।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি

জাতির পিতা অবিসংবাদিত নেতার শুভ জন্মদিন,
বাংলার মানুষের হৃদয় থেকে মুছবেনা কোনদিন।
জাতী আজ স্মরণ করিছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,
তুমি থাকবে চিরঅমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন,
শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন।
পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,
ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,
তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।
তুমি না হলে বাংলাদেশ হতোনা হে চিরঞ্জীব নেতা,
তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা।

পাকিস্থানের শাষক গোষ্টির ২৪বছরের দুঃশাসন,
দিয়েছিলে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষন।
পরাধীনতার শিকল ভেঙে লিখে গেছো ইতিহাস,
আর যেন তাকে বিকৃত করার পায়না দুঃসাহস।

সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,
আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।
তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

বাংলাদেশ বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধুকে পছন্দ করেন। তিনি তার নীতি-আদর্শের মাধ্যমে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই আজকে এখানে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা। আশা করি কবিতাগুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে।

বাবা
শেখ রেহানা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারবো না
শুভ জন্মদিন।
কেন এমন হলো?
কে দেবে আমার প্রশ্নের উত্তর
কোথায় পাবো তোমায়…

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাকো
আকাশের দিকে তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।
তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলবো
শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনবো কি
তোমার বজ্রকণ্ঠ?
পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজবো, ডাকবো
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।

১৭ ই মার্চের কবিতা

বাংলার পথে বাংলার মাঠে সবুজ শ্যামল ছবি

সোনালি রোদ করছে ঝিলমিল দূর গগনের রবি।

পুবাল হাওয়ায় পাখপাখালির সুরের কূজন ভাসে

দখিন কোণে ফুল কাননের ফুলের সুবাস আসে।

মাঠ দিগন্তে মিশে গেছে বাংলার শীতল ছায়া

আজকে আমার হৃদয়জুড়ে অগ্নি কবির মায়া।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর যিনি

মার্চ সতেরো জন্ম নিলেন জাতির জনক তিনি।

দেশটা স্বাধীন করতে গিয়ে জীবন দিলো হেসে

যাঁর ডাকেতে বীর বাঙালি বিজয় পেল শেষে।

শ্রদ্ধা জ্ঞাপন করছি সবাই খোকার জন্মদিনে

দেশটা স্বাধীন করে গেলেন রক্ত দিয়ে কিনে।

বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা

মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।

মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।

মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ। 

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে ছোট গল্প তুলে ধরেছে আমাদের আজকের পোস্টে। আপনারা আপনাদের লিখিত বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা যুক্ত করতে পারেন আমাদের ওয়েবসাইটে। কবিতা লিখে আমাদের পোষ্টের নিচে কমেন্ট করতে পারেন।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top