বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকেটের মূল্য। আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ চালুকৃত ট্রেন সম্পর্কে । নতুন ট্রেনটির নাম হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস। এবং বাংলাদেশ রেলওয়ে এই ট্রেনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। অনেক ট্রেন জার্নি পাগল মানুষ, এই ট্রেনটি চালু হওয়ার অপেক্ষায় ছিল। এই ট্রেনে বিভিন্ন ধরনের সেবা রয়েছে যা অন্যান্য খুব কমই আছে। এবং এই ট্রেনটি হচ্ছে আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটির সর্বপ্রথম নামকরণ করা হয় 5 ই অক্টোবর ২০২০।
ট্রেনটি রাজশাহীর রাজশাহী সেশন থেকে সান্তাহার হয়ে দিনাজপুরের উপর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাতায়াত করবে। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে, পঞ্চগড় এবং রাজশাহীর মধ্যে চলাচল কারী প্রথম আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ট্রেনটি উদ্বোধন করার জন্য 15 অক্টোবর এক বিশেষ আয়োজন করা হবে। রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত যেতে মোট বিরতি সংখ্যা হচ্ছে 19 টি । বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটির রেল নাম্বার ৮০৩-৮০৪. ট্রেনটিতে মালপত্র বহন এর বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনটির ট্র্যাক গেজ ৫ ফুট ৬ ইঞ্চি।
Contents
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে সকাল 8:30 মিনিটে। এবং দিনাজপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে সকাল 10 টা 50 মিনিটে। এবং ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত 9 টা 15 মিনিটে। রাজশাহী থেকে দিনাজপুর পৌছাতে রাত 3:05 বেজে যাবে।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
রাজশাহী টু বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম | শুক্রবার | ২১ঃ০০ | ০৪ঃ৪০ |
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টু রাজশাহী | শনিবার | ০৯ঃ০০ | ১৭ঃ৩৫ |
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
এই ট্রেনটিতে কোচের সংখ্যা 10 টি। যেমন ধরেন- ভ্যাকুয়াম রেক, প্রথম শ্রেণি, শোভন চেয়ার, শোভন শ্রেণি। প্রতিটি আসন ব্যবস্থার জন্য টিকিট মূল্য আলাদা আলাদা। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি কমার্শিয়াল ট্রাভেল শুরু করবে 16 অক্টোবর 2020 থেকে। পঞ্চগড় থেকে শনিবার।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৩৩৫ টাকা |
প্রথম সিট | ৪৪৫ টাকা |
এসি সিট | ৬৬৫ টাকা |
প্রথম বার্থ | ৬৬৫ টাকা |
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটির অপারেশনাল যাত্রাবিরতি পার্বতী জংশন। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ হচ্ছে, রাজশাহী থেকে শুক্রবার। পঞ্চগড় থেকে শনিবার। এবং এই ট্রেনের স্টপেজ গুলোর তালিকা নিচে দেয়া হল;
বিরতি স্টেশন নাম | (৮০৩) | (৮০৪) |
আব্দুলপুর | ২১ঃ৪৫ | ১৬ঃ০০ |
নাটোর | ২২ঃ২১ | ১৫ঃ৩৮ |
মাধনগর | ২২ঃ৩৭ | ১৫ঃ১৪ |
আহসানগঞ্জ | ২২ঃ৫৭ | ১৫ঃ০২ |
সান্তাহার | ১১ঃ২৫ | ১৪ঃ৩০ |
আক্কেলপুর | ১১ঃ৫০ | ১৪ঃ০৯ |
জয়পুরহাট | ০০ঃ০৬ | ১৩ঃ৪০ |
পাঁচবিবি | ০০ঃ২০ | ১৩ঃ২৫ |
বিরামপুর | ০০ঃ৫০ | ১২ঃ০০ |
ফুলবাড়ি | ০১ঃ০৪ | ১২ঃ৩৮ |
পার্বতীপুর | ০১ঃ৩৫ | ১২ঃ০০ |
চিরিরবন্দর | ০২ঃ০০ | ১১ঃ৩৩ |
দিনাজপুর | ০২ঃ২০ | ১১ঃ০৬ |
সেতাবগঞ্জ | ০২ঃ৫৬ | ১০ঃ৩৩ |
পীরগঞ্জ | ০৩ঃ১২ | ১০ঃ১৪ |
শিবগঞ্জ | ০৩ঃ২৯ | ০৯ঃ৫৬ |
ঠাকুরগাঁও | ০৩ঃ৩৯ | ০৯ঃ৪৬ |
রুহিয়া | ০৩ঃ৫৭ | ০৯ঃ২৮ |
কিসমত | ০৪ঃ০৮ | ০৯ঃ১২ |
আশা করছি আমাদের এই পোষ্টের মাধ্যমে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাবতীয় তথ্য খুঁজে পেয়েছেন। 15 ই অক্টোবর উদ্বোধনের পর ট্রেন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এবং পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
আরও পড়ুনঃ