বাইকের চাহিদা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বাজারে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ইয়ামাহা, বাজাজ, টিভিএস, হোন্ডা, হিরো, সুজুকি, রানার, কেটিএম সহ আরো বিভিন্ন কোম্পানির বাইক। আজকে আমরা কথা বলব বাজাজ কোম্পানির বাইক নিয়ে। আমাদের দেশে বাজাজ কোম্পানির জনপ্রিয় সিরিজ পালসার এবং ডিসকভার। সাধারণত পালসার এবং ডিসকভার নামেই বেশি পরিচিত। এই কোম্পানি বাজেট সেগমেন্ট থেকে শুরু করে, প্রিমিয়াম সেগমেন্টের বাইক তৈরি করে কম দামের মধ্যে। ভালো সার্ভিস প্রদান করায় গ্রাহকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই কোম্পানি।
আপনি যদি এই কোম্পানির বাইক কিনতে চান। কোন বাইকের দাম কত জানতে আগ্রহী হলে। আমাদের এই পোস্ট আপনার উপকারে আসবে। এখানে বাজাজ কোম্পানির যে কয়টি মডেলের বাইক পাওয়া যাচ্ছে বাইকগুলোর দাম কত তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। বাজাজ কোম্পানির বাইক এর দাম দেখে নিন।
Contents
বাজাজ বাইক বাংলাদেশ
বাংলাদেশ বাজারে বাজাজ কোম্পানি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বেশি মাইলেজ, ইঞ্জিনের ধারণ ক্ষমতা এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। বাইকের দাম অনুযায়ী ফিচার ভালো হওয়াতে অনেকেই আগ্রহী হয় এই কোম্পানির বাইক কেনার জন্য। ১০০ সিসি থেকে ১৬০ সিসির ইঞ্জিনের যে সকল বাইক বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে, দাম উল্লেখ করা হয়েছে। উল্লেখিত দাম নিচে থেকে দেখে নিন।
বাজাজ বাইক প্রাইস
এখন আমরা দেখে নেব ১০০ সিসি ইঞ্জিনের যে সকল বাইরে পাওয়া যাচ্ছে দাম কত।
- Bajaj platina 100 ES, বাইকের বাজার মূল্য – ১,১৪,০০০ টাকা।
- Bajaj CT 100 ES, বাইকের বাজার মূল্য – ১,১০,০০০ টাকা।
- Bajaj CT 100 KS, বাইকের বাজার মূল্য – ৯২,০০০ টাকা।
বাজাজ বাইক দাম ২০২৪ বাংলাদেশ
এখন আমরা দেখে নেব বাজাজ কোম্পানি, ডিসকভার সিরিজের, কয়েকটি মডেল ১১০ সিসির ইঞ্জিন এবং ১২৫ সিসি ইঞ্জিনের বাইকের দাম কত।
- Bajaj discover 110, বাইকের বাজার মূল্য – ১,১১,৫০০ টাকা।
- Bajaj discover 110 disc, বাইকের বাজার মূল্য – ১,৩৭,০০০ টাকা।
- Bajaj discover 125 disc, বাইকের বাজার মূল্য – ১,৫৩,০০০ টাকা।
- Bajaj discover 125, বাইকের বাজার মূল্য – ১,২০,৫০০ টাকা।
বাজাজ বাইক প্রাইস ইন বাংলাদেশ
কম দামের মধ্যে বাজাজ কোম্পানির ১৫০ সিসি বাইক রয়েছে। এই বাইকগুলো অন্যান্য কোম্পানির বাইকের থেকে দাম অনেক কম হওয়ায় অনেকেই কিনতে আগ্রহী। তাহলে জেনে নেয়া যাক বাংলাদেশ বাজারে বাজাজ কোম্পানির ১৫০ সিসি ইঞ্জিনের বাইকের দাম কত।
- Bajaj pulsar 150 neon, বাইকের বাজার মূল্য – ১,৫৪,০০০ টাকা।
- Bajaj pulsar 150, বাইকের বাজার মূল্য – ১,৯৮,৫০০ টাকা।
- Bajaj pulsar 150 twin disk, বাইকের বাজার মূল্য – ২,০৫,০০০ টাকা।
- Bajaj pulsar 150 twin disk abs, বাইকের বাজার মূল্য – ২,২০,০০০ টাকা।
বাজাজ বাইক বাংলাদেশ প্রাইস
বাজাজ কোম্পানির শক্তিশালী ১৬০ সিসি ইঞ্জিনের বাইক গুলো, দেখতে প্রিমিয়াম, সুন্দর ডিজাইন এবং অন্যতমনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে কম দামের মধ্যে একটি বাইক কিনতে চাইলে এই বাইক দেখে নিতে পারেন।
- Bajaj pulsar 160 TD abs, বাইকের বাজার মূল্য – ২,১০,০০০ টাকা।
- Bajaj pulsar NS 160 fi abs, বাইকের বাজার মূল্য – ২,৬২,৫০০ টাকা।
বাজাজ বাইক দাম
বাজাজ জনপ্রিয় কোম্পানি বিশেষ করে বাইক তৈরি করার ক্ষেত্রে। তারা বিভিন্ন মডেলের বাইক বাজারের রপ্তানি করে থাকে। এর মাঝে পালসার সিরিজের বাইক অনেক জনপ্রিয়। আপনি যদি দুই লক্ষ টাকার আশেপাশে বাইক কিনতে চান। এক্ষেত্রে বাজাজ কোম্পানির পালসার সিরিজের বাইক দেখতে পারেন।
আশা করা যায় এই পোস্ট আপনাদের উপকারে এসেছে। যদি এই পোস্ট আপনাদের ভাল লেগে থাকে। আমাদের ওয়েবসাইটে থাকা আর অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।
আরও দেখুনঃ