আজ পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস ২০২২। পিতৃ দিবস বাবা দিবস পালন করার সঠিক সময় মধ্যযুগ থেকে ইউরোপের ক্যাথলিক দেশগুলোতে শুরু হয়েছিল। সর্বমোট ১১১ টির বেশি দেশে বাবা দিবস পালন করা হয়ে থাকে। বাবা দিবস পালন করার মূল তাৎপর্য হচ্ছে বাবা বা পিতা কে সম্মান প্রদর্শন। বিশ্ব বাবা দিবস পালন করার জনপ্রিয় একটি তারিখ হচ্ছে ১৯ জুন। তবে অঞ্চলভেদে পিতা দিবস বাবা দিবস আলাদা তারিখ হতে পারে। মাথা দিবস পালন করার শুরু করার পর থেকে বাবাদের ভূমিকাও যে সন্তানদের মানুষ হওয়ার পেছনে রয়েছে তার জন্যই বাবা দিবস পালন করা শুরু করা হয়।
বলা হয়ে থাকে ১৯০৮ সালের ০৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায় ফেয়ার্মন্ট এক গির্জায় সর্বপ্রথম বাবা দিবস পালন করা হয়েছিল। অন্যদিকে সনোরা স্মার্ট নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও পিতৃ দিবস পালনের পরিকল্পনা এসেছিল। বাবা দিবস উপলক্ষে বাবাদের সম্পর্কে লিখতে গেলে সারাদিনেও শেষ করা যাবে না। কারণ একজন সন্তান মানুষ করার পেছনে তাদের অনেক ভূমিকা রয়েছে।
Contents
বাবা দিবস
মা দিবস পালন করার পাশাপাশি শুরু হয়ে গেছে বাবা দিবস পালন। একজন সন্তান মানুষ করার পেছনে শুধুমাত্র মায়ের হাত আছে এমন না। বাবা দেরও অনেক ভূমিকা থাকে একজন সন্তানের মানুষ হওয়ার পেছনে। মায়ের অবদান ও বাবার অবদান কখনোই তুলনা করা যাবেনা। মায়ের অবদান অনেক বেশি সাথে বাবারও অবদান রয়েছে। একজন বাবা তার সব কিছু বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে তার স্ত্রী ও সন্তানদের কে সুখে রাখার জন্য। আজ এই বিশ্ব বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল পিতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
বাবা দিবস নিয়ে স্ট্যাটাস
বাবা দিবস উপলক্ষে অনেকেই নিজের বাবাকে নিয়ে স্ট্যাটাস দিতে চায়। অনেকেই আছেন যাদের বাবা বেঁচে নেই তারা মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস দিতে চায়। তাই আপনাদের জন্য বাবা ছেলের ফেইসবুক ষ্ট্যাটাস উল্লেখ করেছি আমরা। অন্যদিকে যাদের বাবা নেই তারা বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস পেয়ে যাবেন। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বাবাদের সাথে অনেক পুরনো স্মৃতি থাকে আমাদের। তাই আজ এই বাবা দিবসে সেই স্মৃতিগুলো তাজা করূন।
“এক বাবা ১০০ শিক্ষকের সমান।
“বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ।”
“অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা।”
“যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না সে হলো বাবা।”
“বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।”
“এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তাকে এগিয়ে যেতে দেখতে চায়।”
“যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালবাসা।”
“প্রত্যেকে স্বার্থপরতার সাথে সম্পর্ক রাখে তবে বাবা মা নিঃস্বার্থভাবে তাদের বাচ্চাদের সেবা করে।”
“আমি যেখানেই যাই না কেন, আমার হৃদয় শান্ত কারণ আমি সবসময় তোমায় ডাকতে পারি, বাবা। তোমার আওয়াজ আমাকে যে কোনও জায়গায় ঘরের অনুভূত করায়।”
“বাবা আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার পরিচয় তার ছেলের কাজ দিয়ে হয়ে।”
“বাচ্চাদের আনন্দের জন্যে নিজে বাচ্চা হয়ে যায় বাবা।”
Baba Dibosh er Status
অনেকেই আছি যারা ১৯ জুন বাবা দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাপশন গুগলে অনুসন্ধান করে থাকি। তাদের জন্য আজকের এই পোস্ট এ বাবা দিবসের সেরা কিছু ক্যাপশন উল্লেখ করা হয়েছে। যেখান থেকে আপনি আপনার পছন্দের ক্যাপশনটি সংগ্রহ করে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন।
“আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।”
“ক্ষুধার্ত হলেও সে ঘুমায়, তবে কখনই তার বাচ্চাদের ক্ষুধার্ত ঘুমাতে দেয় না মা বাবা।”
“বাবা হলেন তিনি যে আপনাকে পড়ার আগেই ধরে নেয়, কিন্তু আপনাকে তোলার পরিবর্তে আপনার কাপড় থেকে ময়লা সরিয়ে দেয় এবং আপনাকে আবার চেষ্টা করতে বলে।”
“কেবল সেরা বাবা তাদেরবাচ্চাদের উড়তে দেয়। আমাকে উড়তে, ডানা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বাবা!”
“যদি আপনি আসল স্বর্গ অর্জন করতে চান তবে বা ও মায়ের পায়ে মাথা নত করুন।”
“আমি কথা বলি, কথা বলি এবং কথা বলি, এবং আমার বাবা এক সপ্তাহে উদাহরণস্বরূপ যা শিখিয়েছেন 50 বছরে আমি মানুষকে শিখিয়েছি না।”
“সুখের প্রতিটি মুহূর্ত কাছে থাকে, যখন বাবা আমার সাথে থাকে।”
“পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনও পিতার ভালবাসা দেখেনি।”
“বাবার সবচেয়ে বড় গুণ হল পকেট খালি কিন্তু কখনই সন্তানকে হতাশ করে না।”
“বাবা হওয়া সহজ তবে বাবার দায়িত্ব পালন করা খুব কঠিন।”
“সেই বাবা আসল জ্ঞানী যে নিজের সন্তানকে বোঝে।”
“একজন বাবা এমন এক ব্যক্তি যিনি তার পুত্রের মতো তার চেয়ে ভাল মানুষ হওয়ার আশা করেন।”
“আমি যে সমস্ত শিরোনামের অধিকারী হয়েছি তার মধ্যে ‘বাবা’ বরাবরই সেরা ছিল।”
বাবা দিবসে বাবাকে নিয়ে কিছু কথা
বিভিন্ন বিখ্যাত কবিগণ বাবা দিবস উপলক্ষে বিভিন্ন উক্তি রচনা করেছেন। তাই আপনাদের জন্য সেরা কিছু বাবা দিবসের উক্তি উল্লেখ করেছি আমরা। যেখানে বাবা ও সন্তানের কিছু আবেগপ্রবন মুহূর্ত নিয়ে উক্তি তৈরি করা হয়েছে। বয়সের সাথে আমরা বুঝতে শিখি একজন বাবা কেনো আমাদের পাশে সবসময় বসতে পারেন না। বাবাদের ও অনেক ইচ্ছা থাকে কিন্তু তারা পরিবারের কথা চিন্তা করে অনেক ইচ্ছা পূরণ করতে পারেনা।
১. পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না।
— মাইকেল রাত্নাডিপাক
২. একটা মেয়ের জীবনে বাবায় হলে প্রথম পুরুষ এবং তিনি হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক পুরুষ।
— ডেভিড জেরেমিয়াহ
৩. যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার।
— অ্যানি গেডেস
৪. একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে।
— দিমিত্রি থে স্টোনহার্ট
৫. একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।
— ফ্রাংক এ. ক্লার্ক
৬. একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান।
— এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট
৭. একজন বাবা হলেন তিনি তিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র তোমার ইচ্ছার জন্য।
— সংগৃহীত
৮. আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে, যা খুব কম লোকই কাউকে দিতে পারে তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন।
— জিম ভালভানো
৯. একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা।
— পিক্সেল কোটস
১০. প্রত্যেক অসাধারণ মেয়ের পিছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন।
— প্রবাদ
বাবা দিবসের ইসলামিক স্ট্যাটাস
শুধুমাত্র বাবা দিবস উপলক্ষে ফেসবুক স্ট্যাটাস না দিয়ে। প্রতিটি লিনক এ বাবা দিবস করার চেষ্টা করুন। কারণ বাবাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস একদিন দিলে বাবার প্রতি ভালোবাসা দেখানো হয় না। প্রতিদিন নিজের পিতার সাথে সময় কাটানোর চেষ্টা করুন এর ফলে তার মনে হবে সে তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পেরেছে। দূরে থাকলে চেষ্টা করুন প্রতিদিন খোঁজ নেওয়ার জন্য। তাই আপনাদের কথা চিন্তা করে নিচে কিছু বাবা দিবসের ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করেছি।
১১. একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে।
— জর্জ ই. ল্যাং
১২. বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না।
— ড্যান ব্রাউন
১৩. বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা।
— ইয়ান মার্টেল
১৪. একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।
— পিকচার কোটস
১৫. হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রাণী নিয় কিন্তু। প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা।
— সংগৃহীত
১৬. বাবা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না।
— সংগৃহীত
১৭. মেয়দের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম।
— ফ্যানি ফার্ন
১৮. প্রত্যেক ছেলেই তার বাবাকে তার কর্মে এবং কথায় বাচিয়ে রাখে।
— সংগৃহীত
১৯. বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি।
— সংগৃহীত
বাবা দিবসের স্ট্যাটাস
বছরের একটি দিন বাবা দিবস নয় প্রতিটি দিন বাবা দিবস হওয়া উচিত। একজন বাবা তার সন্তানকে মানুষ করার জন্য সকল ধরনের কষ্ট সহ্য করে থাকে। আমরা ছোটবেলায় বুঝতে পারিনা বাবার কষ্ট গুলো। কিন্তু সময়ের সাথে আমরা যখন রোজগারের পথে ছুটতে থাকি তখন বুঝতে পারি একজন বাবা তার পরিবারের জন্য কতটুকু কষ্ট করেন।
একজন মা যেমন তার সন্তানকে লালন-পালন করার জন্য কষ্ট করে ঠিক তেমনি একজন বাবা তার পরিবারকে ভালো রাখার জন্য সকল ধরনের কষ্ট সহ্য করে। তাই প্রতিটি সন্তানের দায়িত্ব তার পিতা-মাতাকে কষ্ট না দেওয়া। আমরা সবাই একদিন তাদের বয়সের চলে যাব তখন আমরা আরো ভালভাবে উপলব্ধি করতে পারব সন্তানের কোন ব্যবহারটা আমাদের বেশি আঘাত করে।
জীবনে যত টুকু পেয়েছেন বা আপনার পিতা আপনাকে তার সামর্থের মধ্যে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই সুখী থাকার চেষ্টা করুন। সব সময় নিজের পিতার প্রতি সন্তুষ্ট থাকুন হোক সে আপনার কিছু স্বপ্ন পূরণ করে দিতে পারেনি। পৃথিবীতে অসংখ্য শিশু রয়েছে যারা নিজস্ব ঘরে ফিরতে পারে না। যাদেরকে আমরা রাস্তার শিশু বলে চিনি।
যাদের মধ্যে অনেকজনকে তার পরিবার ডাসবিন অথবা নির্জন কোন জায়গায় ফেলে গিয়েছিল। আপনার বাবা-মা আপনাকে কোথাও ফেলে দেয় নি। তারা আপনার সকল দায়িত্ব কাঁধে নিয়ে আপনাকে মানুষের মত মানুষ করার চেষ্টা করেছে।হতে পারে তাদের কিছু সামর্থ ছিলনা তাই বলে আপনার কিছু স্বপ্ন পূরণ করে দিতে পারেনি। বয়স বাড়ার সাথে সাথে আমরা সকল পিতা-মাতার কষ্ট অনেকেই বুঝতে পারি আবার অনেকেই বুঝতে পারিনা। তাই সকলের প্রতি অনুরোধ নিজের পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমের পাঠাবেন না।
বাবা দিবসের শুভেচ্ছা
আজ পুরো বিশ্বে পালিত হচ্ছে বাবা দিবস তাই সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাবা দিবস উপলক্ষে নিজের পিতাকে অবশ্যই ফুল অথবা তার প্রিয় জিনিসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারেন। পিতা দিবস উপলক্ষে আপনার বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার বাবার পছন্দের খাবারটি রান্না করতে পারেন নিজের বাড়িতে। বাবা দিবস উপলক্ষে চেষ্টা করুন তাকে সময় দিয়ে ছোটবেলার বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলার।
০১. পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না। — মাইকেল রাত্নাডিপাক
২. একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে। — দিমিত্রি থে স্টোনহার্ট
৩. একটা মেয়ের জীবনে বাবায় হলে প্রথম পুরুষ এবং তিনি হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক পুরুষ। — ডেভিড জেরেমিয়াহ
৪. একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান। — এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট
৫. যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। — অ্যানি গেডেস
৬. একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। — ফ্রাংক এ. ক্লার্ক
৭. একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। — পিক্সেল কোটস
আশা করি আমাদের পোস্ট এর সাহায্যে আপনারা বাবা দিবসের স্ট্যাটাস পেয়ে গেছেন। আপনার কাছে সকল মানুষকে বাবা দিবসের পোস্টটি শেয়ার করে স্ট্যাটাস উক্তিও ক্যাপশন খুঁজে পেতে সাহায্য করুন। আরো নতুন নতুন স্টাটাস পেতে আমাদের সাথেই থাকুন।
আরও দেখুনঃ