আজকে আমরা কথা বলব আপনি মনে রাখার উপায় ও সহজ কৌশল নিয়ে। আপনারা যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। বিশেষভাবে যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন। তাদের জন্য আকরিক মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে আকরিক অনেক জটিল হয় যা মনে রাখা অনেক কষ্টসাধ্য। আমরা আপনাকে কিছু নিয়ম দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই আকৃতি মনে রাখতে পারবেন।তাই ধৈর্য্য সহকারে অবশ্যই আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
Contents
আকরিক কি?
সহজভাবে বলতে গেলে প্রকৃতিজাত যে সকল খনিজ হতে সহজ উপায় ও সুলভে ধাতুর সংগ্রহ করা যায় তাদেরকে আকরিক বলে।
আকরিক মনে রাখার উপায় ও সহজ কৌশল
আকরিক আপনি বিভিন্নভাবে মনে রাখতে পারবেন।তবে সবচাইতে ভালো উপায় হচ্ছে নিজের মতো করে আকৃতির নাম দিয়ে গুছিয়ে নেয়া। তারপরও আমরা আপনাদের জন্য বিশেষ কিছু মনে রাখার কৌশল বলে দিব। আশা করছি এর মাধ্যমে আপনি আপনার পুরো জীবন জুড়ে আকরিক মনে ধরে রাখতে পারবেন।
আয়রনের আকরিক সমূহ মনে রাখার কৌশল
আয়রনের আকরিক যাতে আপনারা খুব সহজেই মন রাখতে পারেন তার জন্য আমরা কিছু ছন্দ তৈরি করেছি। ছন্দ ব্যবহার করে আয়রনের আকরিক খুব সহজে মনে রাখতে পারবেন।
ম্যারেলি আসবেই
- ম্যা = ম্যাগনেটাইট (Fe3O4)
- রে = রেড হিমাটাইট (Fe2O3)
- লি = লিমোনাইট (FeO3. 3H2o)
- আ = আয়রন পাইরাইটস (FeS2)
- স = সাইডেরাইট (FeCO3)
সোডিয়ামের আকরিক মনে রাখার কৌশল
সোনিয়া ন্যাট্রো সোহাগা
- সোডিয়াম ক্লোরাইড – NaCl
- ন্যাট্রোন – Na2CO3.H2O
- ট্রোনা – Na2CO3.2NaHCO3.3H2O
- সোহাগা- Na2B4O7.10H2O
কপারের আকরিক মনে রাখার কৌশল
কি চান কপাল মায়রি
- কিউ প্রাইট – Cu2O
- চালকোসাইট- Cu2S
- কপার পিরাইট – 2CuFeS2
- ম্যালাকাইট- CuCO3.Cu(OH)2
ক্যালসিয়ামের আকরিক মনে রাখার কৌশল
চুনা ডলে ক্যালসিয়াম জিপ খাব
- চুনাপাথর- CaCO3
- ডলোমাইট- CaCO3.MgCO3
- ক্যালসিয়াম সিলিকেট- CaSiO3
- জিপসাম- CaSO4.2H2O
জিংকের আকরিক মনে রাখার কৌশল
জিক্যা জিংক ফ্রাঙ্ক করে
- জিংকাইট- ZnO
- ক্যালামিন- ZnCO3
- জিংক ব্লেন্ড- ZnS
- ফ্রাঙ্কলি নাইট- ZnO.Fe2O3
অ্যালুমিনিয়ামের আকরিক মনে রাখার কৌশল
আমারে কোডা বক্সাইট গিফট দিস
- কোরান্ডাম- Al2O3
- ডায়াসপার- Al2O3.H2O
- বক্সাইট-Al2O3.2H2O
- গিবসাইট-Al2O3.3H2O
আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত কিছু ছন্দের মাধ্যমে আকরিক মনে রাখার সহজ কৌশল বর্ণনা করার। আশাকরি আমাদের এই পোস্ট থেকে জানতে পেরেছেন আকরিক মনে রাখার সহজ উপায় এবং কৌশল। পোস্টটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই আকরিক মনে রাখার সহজ উপায় জানতে পারে।
আরো দেখুন:
বিশ্বের সকল দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম