হাওর বলতে সাগর-সদৃশ্য পানির বিশাল একটি প্রান্তর বোঝায়। অন্যদিকে প্রচলিত অর্থে হাওরকে ব্যবহার করা হয় বর্ণ প্রতিরোধের জন্য নদী তীরে তৈরি করা মাটির বাঁধের মতো প্রায় গোলাকৃতি নিম্নভূমি বা জলাভূমি। যেখানে সাধারণত বছরের বেশিরভাগ সময় পানি জমে থাকে। বছরের বেশিরভাগ সময় গোলাকৃতি নিম্ন অঞ্চলে পানি জমে থাকার কারণে অনেকেই হাওরে ঘুরতে যায় ও মাছ কেনাকাটা করে। বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই এদেশে যেমন রয়েছে নদ নদী তেমনি আছে বিভিন্ন জায়গায় বিশাল আকারের হাওর।
এই হাওরে অসংখ্য জেলে থাকে যারা প্রতিদিন মাছ ধরে ও তা বিক্রি করে। হাওরের পরিবেশ উপভোগ করার বিশাল একটি জায়গা। যেখানে মানুষ প্রায় সময়ই ঘুরতে যায়। বাংলাদেশের কিছু পরিচিত হাওরের মধ্যে রয়েছে নিকলী হাওর, টাঙ্গুরিয়ার হাওর। প্রায় সব সময় অনেকেই এইসব হাওরে ভ্রমণ করতে চায়। তাদের জন্য আজকের এই পোস্টে হাওর নিয়ে উক্তি উল্লেখ করা হয়েছে।
হাওরের ক্যাপশন
বছরের প্রায় সময় হাওরে যেমন মাছ পাওয়া যায় তেমন ঘুরে বেড়ানোর জন্য হাওর একটি দারুন জায়গা। হাওড়া ঘুরতে গেলে দেখবেন আছে নৌকা যখন দমকা হাওয়া বয়ে যায় তখন পরিবেশটা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। তাই যারা হাওর ভ্রমণ করেছেন তাদের জন্য হাওর নিয়ে উক্তি নিচে উল্লেখ করা হয়েছে।
হাওরের শরীরজুড়ে রাশি রাশি ঐতি জল বুক ডুবিয়ে হিজল জারুল হাসে খোল খোল।
বর্ষা এলে হাওরের দেহে ভরা যৌবন আসে শীতকালে তার শীর্ণ কায়ার খাল-বিল হাসে।
বর্ষায় কালো মেঘ ভাসে হাওরের গোমরা মুখে হাওরবাসী মনের কষ্টে বিষন্নতায় ধুকে।
পূর্ণিমার রাতে জোছনা ঝরে হাওরের জলে মনের গহীনে হাসনের গীত উঠে উছলে।
ঋতুবদলের রং মেখে মানুষ যে হাসে বন্যা খরা সবাই থাকে একে অন্যের পাশে।
হাওরের মানুষ প্রকৃতিকে নিয়ে পথ চলা নিত্য ওদের কান্না বাতাসে ঘুরে হাহাকার করে চিও।
হেমন্ত এলে পাকা ফসলের মৌ মৌ গন্ধে মন ভরে পালাপা বর্ণ ধামাইলের ছন্দে।
রোদেলা আকাশের নীল রং টুপটাপ ঝরে হাওর যেন সেই রং রিতার বুকের পেতে ধরে।
হাওর নিয়ে ক্যাপশন
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে কামলা আকৃতির জলাভূমি বা হাওর। যা সব সময় বৃষ্টির সময় পানি দ্বারা পরিপূর্ণ হয় ও বন্যা হলে সবার পরে সেখানকার পানি শুকায়। যারা হাওরের প্রকৃতির মাঝে ভ্রমণ করেছেন তারা অবশ্যই এই প্রকৃতি টাকে উপভোগ করেছেন। তাদের জন্য এখানে হাওর নিয়ে দারুণ কিছু ক্যাপশন উল্লেখ করা হয়েছে।
হাকালুকি হাওর : বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ হাওর হলো হাকালুকি হাওর। এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা,কুলাউড়া ,ফেন্সুগঞ্জ ,গোপালগঞ্জ এবং জুড়িউপজেলায় বিস্তৃত রয়েছে। আমরা সকলে জানি সিলেট একটি পাহাড়ি অঞ্চল। সিলেটে প্রচুর পাহাড় থাকায় এই অঞ্চলে প্রায় সবসময় এ বৃষ্টি হয়। আর সেই কারণে সারা বছর এই হাওরে পানি রয়েছে। আর সেই কারণে এই হাওর সবচেয়ে বড় হাওর হিসেবে বিবেচিত।
টাঙ্গুয়ার হাওর: বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই টাঙ্গুয়ার হাওর। এটি মেঘায়লয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি হাওর। এই হায়রে মাত্র ২৮ বর্গকিলোমিটার জুড়ে অবস্থান করে আর বাকি অংশ কৃষিজমি এবং ঘরবাড়ি লোকালয় হিসেবে ব্যবহার করা হয়।
বড় হাওর: এই হাওরটি বর্তমানে পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে সবার কাছে। এই হাওরটি ঢাকা বিভাগের অধীনস্ত কিশোরগঞ্জ জেলায় অষ্টগ্রাম,ইটনা ,মিথাইমিন এবং নিকলী নিয়ে অবস্থিত।
তল্লার হাওর : ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত হলো এই তল্লার হাওর। অষ্টগ্রাম ,বাজিতপুর এবং নিকলী নিয়ে এই হাওর অবস্থিত।
শনির হাওর: সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই হাওরটি।
হাইল হাওর : সিলেট জেলারমৌলভীবাজার ,কুলাউড়া ,ফেন্সুগঞ্জ, গোপালগঞ্জ নিয়ে এ বিস্তীর্ণ এই হাওর।
টাঙ্গুয়ার হাওর নিয়ে ক্যাপশন
নিকলী হাওর ও টাঙ্গুরের হাওর সবার কাছে অনেক পরিচিত। অন্যদিকে বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত আলির হাওর বেশ জনপ্রিয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য হাওর। তাই যারা এই মনোমুগ্ধকর হাওর ভ্রমণ করে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাদের জন্য এখানে কিছু জনপ্রিয় হাওর নিয়ে স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে।
হাওরের একটা সুর আছে অনেকেই তা শুনতে পায়।
প্রকৃতি তাড়াহুড়ো করে না তবু তার সবকিছুই সম্পন্ন হয়।
প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু আরো ভালো করে বুঝতে পারবে।
প্রকৃতিকে জানুন প্রকৃতি কে ভালবাসুন প্রকৃতির কাছাকাছি থাকুন আপনি কখনোই ব্যর্থ হবেন না।
হাওর নিয়ে কবিতা
আমরা ছোটবেলা থেকেই বাংলাদেশকে নদী মাতৃক দেশ হিসেবে জানি। কারণ বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ-নদী ও উপ শাখা। বৃষ্টির সময় এই বাংলার পরিবেশ খাল বিল ও হাওর পানি দ্বারা পরিপূর্ণ হয়। যা প্রত্যেক মানুষের মনে নতুন প্রকৃতির দোলা দিয়ে যায়। হাওর সম্পর্কে অনেক কবিগন তাদের বিভিন্ন কবিতায় কিছু জনপ্রিয় লাইন লিখে গেছেন। সেখান থেকে হাওর নিয়ে কবিতা নিচে উল্লেখ করা হয়েছে।
হাওরের কবিতা
কবি- মীর মোশারফ হোসেন
হাওর মানে বিশাল আকাশ
বিশাল জলাভূমি,
হাওর মানে প্রচুর ফসল
বিশাল প্লাবন ভূমি।
হাওর মানে মুক্ত বাতাস
বিশুদ্ধতায় ভরা,
হাওর মানে প্রচুর পানি
হিসেব নিকেশ ছাড়া।
হাওর মানে হেসে খেলে
সবার বড় হওয়া,
হাওর মানে মুক্ত মনে
উদাস গান গাওয়া।
হাওর মানে রোদে পুড়ে
মাঠে কাজ করা,
হাওর মানে স্বপ্ন নিয়ে
নিশি যাপন করা।
হাওর মানে গ্রীষ্মকালে
ক্লান্তি ভূলে যাওয়া
হাওর মানে বর্ষাকালে
নৌকা দিয়ে যাওয়া।
হাওর মানে শরৎকালে
অলস বসে থাকা,
হাওর মানে নাইওরীদের
হাসি খুশি রাখা।
হাওর মানে হেমন্তেরই
ভ্রুণের জেগে ওঠা,
হাওর মানে ধানের চাড়া
বীজতলাতে বাড়া।
হাওর মানে শীতের ঠান্ডা
ভুলে মাঠে যাওয়া,
হাওর মানে আশা নিয়ে
ফসল বুনে যাওয়া।
হাওর মানে মাছের অধার
জেলের মুখের হাসি,
হাওর মানে শাপলা শালুক
মায়ের মুখের হাসি।
হাওর মানে বসন্তেরই
মৃদুমন্দ হাওয়া,
হাওর মানে রেনুর মিলন
ধানের পুষ্ট হওয়া।
হাওর মানে পাকা ধানে
সোনালি রঙের মাঠ,
হা্ওর মানে শস্যভান্ডার
ডিঙি নৌকার ঘাট।
হাওর মানে গ্র্র্রীষ্মকালের
কালবৈশাখীর ঝড়,
হাওর মানে হাওয়ায় উড়ে
গণি মিয়ার ঘর।
হাওর মানে অকাল বন্যা
ফসল করে নাশ
হাওর মানে বানের জলে
ভাসে স্বপ্ন আশ।
হাওর মানে স্রষ্টার কাছে
তাহার কৃপা চাওয়া,
হাওর মানে কৃতজ্ঞতায়
পুর্ণ তৃপ্তি পাওয়া।
হাওয়ার নিয়ে উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরো নতুন নতুন হাওর সম্পর্কে তথ্য জানতে আমাদের ওয়েবসাইট করূন।
Read More