(নতুন) মা দিবসের কবিতা | মা দিবসে মাকে নিয়ে কবিতা

যারা মা দিবসের কবিতা পেতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট টা তুলে ধরা হয়েছে মা দিবসের কবিতা। মায়ের জন্য কোন দিবস প্রয়োজন হয় না। তবুও যারা মা দিবস উপলক্ষে কবিতা পেতে চান। তাদের জন্য জনপ্রিয় মা দিবসের কবিতা গুলো আজকের পোস্টে উল্লেখ করা হয়েছে।

এখান থেকে আপনি অতি সহজেই মা দিবসের বেস্ট কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। আশা করি এই কবিতার দ্বারা আপনি মা দিবসে কে আরো ভালো ভাবে উদযাপন করতে পারবেন। প্রতিটি সন্তানের কাছে মা অনেক দামি জিনিস। ছোটবেলা থেকে শুরু করে মায়ের সাথে নানান স্মৃতি জড়িত থাকে।

তাই অনেকেই মা দিবসের কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে। তাদের সবার কথা চিন্তা করে আমরা আজকে তুলে ধরেছি মা দিবসের কবিতা। নিচে থেকে দেখে নিন সবচাইতে জনপ্রিয় মা দিবসের কবিতা গুলো। অনেক বিখ্যাত কবিগণ মাকে নিয়ে কবিতা রচনা করেছেন। তাই সেই কবিতাগুলো আমরা তুলে ধরেছি আজকের পোস্টে।

মা দিবসের কবিতা

কবি কাজী নজরুল ইসলাম মাকে নিয়ে কবিতা রচনা করেছেন। এবং অন্যান্য মনীষীগণ মাকে নিয়ে কবিতা লিখে গেছেন। তাই এই মা দিবসে আপনাদের জন্য আমরা এখানে তুলে ধরেছি মা দিবসের কবিতা। দেখে নিন মা দিবসের কবিতা গুলো এবং অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না।

মায়ের আদর

আমার যে দিন জন্ম হল
কেঁদে উঠলাম কো….য়া,
তখন আমি হেসে উঠলাম
পেলাম মায়ের ছোয়া।

বাবা বলে সোনা আমার
মা বলে হীরে,
বড় আমি হচ্ছি তো
মায়ের স্বপ্ন ঘীরে।

আমার মা তোমার মা
যখন করে আদর,
হৃদয় যায় ভরে তখন
ভরে যায় পাজর।

মা আমায় খেলতে বলে
বলে খুব পড়তে,
তার চেয়ে আরো বলে
সোনার জীবন গড়তে।

মা দিবসে মাকে নিয়ে কবিতা

যারা মা দিবস উপলক্ষে নিজের ফেসবুক টাইমলাইন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্টরি অ্যাড করতে চান। তাদের জন্য মাকে নিয়ে কবিতা উল্লেখ করা হয়েছে আমাদের আজকের এই পোস্টে। আমাদের ওয়েবসাইট সবসময় কাজ করে সবাইকে বিভিন্ন দিবসের কবিতা গুলো তুলে ধরার জন্য। তাই নিজে থেকে দেখুন মা দিবসের কবিতা

মা! বলে, খোকন তুমিই সেরা
পর এবার বেড়িয়ে,
জয়ের নিশান আনবেই
সকল বাধা পেরিয়ে।

সাগর নদী আকাশ পাতাল
সকল করে তুচ্ছ,
খোকা এবার আনবে বুঝি
হাজার ফুলের গুচ্ছ।

মায়ের আশা খোকা আমার
জয়ের নিশান আনবে,
সেদিন বুঝি খোকার নাম
সারা বিশ্ব জানবে।

মা দিবস উপলক্ষে কবিতা

এখানে আমরা জনপ্রিয় মা দিবস উপলক্ষে কবিতা তুলে ধরেছে। তাই নিচে থেকে দেখে নিন মা দিবস উপলক্ষে কবিতা। আরও পাবেন মা কবিতা কাজী নজরুল ইসলাম ও মা দিবসের ছবি। আমরা দিয়েছি বাংলা মা কবিতা ও মা দিবসের শুভেচ্ছা। মাকে নিয়ে কবিতা আবৃত্তি ও মাকে নিয়ে ছড়া কবিতা দেখে নিন।

মা কে নিয়ে কবিতা

মা

কাজী নজরুল ইসলাম

যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।
কত করি উৎপাত
আবদার দিন রাত,
সব স’ন হাসি মুখে, ওরে সে যে মা!
আমাদের মুখ চেয়ে
নিজে র’ন নাহি খেয়ে,
শত দোষী তবু মা তো তাজে না।
ছিনু খোকা এতটুকু,
একটুতে ছোট বুক
যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন
বুকে করে নিশিদিন
আরাম-বিরাম-হীন
দোলা দেয় শুধাতেন, ‘কি হোলো খোকন?’
আহা সে কতই রাতি
শিয়রে জ্বালায়ে বাতি
একটু আসুখ হলে জাগেন মাতা,
সব-কিছু ভুলে গিয়ে
কেবল আমায়ের নিয়ে
কত আকুলতা যেন জাগন্মাতা।
যখন জন্ম নিনু
কত আসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোন কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু আর পিছু পিছু।
তখন সে মা আমার
চুমু খেয়ে বারবার
চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায়
বুঝিয়া নিতেন যত
আমার কি ব্যথা হোতো,
বল কে ওমন স্নেহে বুকটি ছাওয়ায়।
তারপর কত দুখে
আমারে ধরিয়া বুকে
করিয়া তুলেছে মাতা দেখো কত বড়,
কত না সে সুন্দর
এ দেহে এ অন্তর
সব মোর ভাই বোন হেথা যত পড়।
পাঠশালা হ’তে যবে
ঘরে ফিরি যাব সবে,
কত না আদরে কোলে তুলি’ নেবে মাতা,
খাবার ধরিয়া মুখে
শুধাবেন কত সুখে
কত আজ লেখা হোলো, পড়া কত পাতা?’
পড়া লেখা ভাল হ’লে
দেখেছ সে কত ছলে
ঘরে ঘরে মা আমার কত নাম করে।
বলে, ‘মোর খোকামনি!
হীরা-মানিকের খনি,
এমনটি নাই কারো!’ শুনে বুক ভরে।
গা’টি গরম হলে
মা সে চোখের জলে
ভেসে বলে, ‘ওরে যাদু কি হয়েছে বল’।
কত দেবতার ‘থানে’
পীরে মা মানত মানে-
মাতা ছাড়া নাই কারো চোখে এত জল।
যখন ঘুমায়ে থাকি
জাগে রে কাহার আঁখি
আমার শিয়রে, আহা কিসে হবে ঘুম।
তাই কত ছড়া গানে
ঘুম-পাড়ানীরে আনে,
বলে, ‘ঘুম! দিয়ে যা রে খুকু-চোখে চুম’।
দিবানিশি ভাবনা
কিসে ক্লেশ পাব না,
কিসে সে মানুষ হব, বড় হব কিসে;
বুক ভ’রে ওঠে মা’র
ছেলেরি গরবে তাঁর,
সব দুখ হয় মায়ের আশিসে।
আয় তবে ভাই বোন,
আয় সবে আয় শোন
গাই গান, পদধূলি শিরে লয়ে মা’র;
মা’র বড় কেহ নাই-
কেউ নাই কেউ নাই!
নত করি বল সবে ‘মা আমার! মা আমার!’

বিশ্ব মা দিবসের কবিতা

বিশ্ব মা দিবস উপলক্ষে অনেকেই মা দিবসের কবিতা পেতে চান। তাদের সবার সুবিধার কথা চিন্তা করে বিশ্ব মা দিবসের কবিতা দেওয়া হয়েছে আজকের এই পোস্টে। তাই আর দেরি না করে এখান থেকে সংগ্রহ করে নিন মায়ের কবিতা।

মা পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম,
মা এর চেয়ে গভীর কোনো অনুভুতি হয় না,
মা প্রত্যেক সন্তানের সর্বপ্রথম দায়িত্ব যার প্রতি থাকে,
তাই কোনো মায়ের শেষ জীবন যেন বৃদ্ধাশ্রমে না কাটে,
সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃ ভক্তিতে
মাতৃ দিবসের শুভেচ্ছা

সকাল থেকে রাত অবধি
মায়ের কাজ শেষ হয় না..
সামান্য জামা সেলাই থেকে
রান্নার কাজ অবধি
সব কাজ আমরা মায়ের উপর
ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্তে
আমরা জীবন যাপন করি..
তাই এই একটা দিন মা কে
মাতৃ দিবসের শুভেচ্ছা
জানালে আমাদের দায়িত্ব
শেষ হয়ে যায় না..

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট এর সাহায্যে সবাইকে মা দিবসের কবিতা তুলে ধরার জন্য। আশা করি আপনারা মা দিবসের কবিতা অনেক পছন্দ করেছেন। পরবর্তীতে আরো নতুন নতুন মা দিবসের কবিতা পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।

Leave a Comment