ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া। ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য সকল ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য আমাদের এই পোস্টে পাবেন। আপনি যদি ঢাকা থেকে বগুড়া যেতে চান। তাহলে অবশ্যই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। বাংলাদেশ রেলওয়ে কিছুদিন আগে সকল ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে। আমাদের এই পোস্টের মাধ্যমে ঢাকা থেকে বগুড়া যাওয়ার সর্বশেষ সময়সূচী ও টিকিট এর মূল্য জানতে পারবেন।

আমাদের বেশিরভাগ মানুষই ট্রেনের দমন করতে পছন্দ করে। কারণ ট্রেনে দমন করা আনন্দদায়ক এবং বাসের মতো এতো কোলাহল ও ধুলাবালির অসুবিধা পোহাতে হয় না। তার জন্য সবাই যেকোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে ট্রেন কে বেছে নেয়। এবং আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। অবশ্যই সেই জায়গাটির ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য সম্পর্কে ধারণা থাকতে হবে। সব‌ চাইতে কম সময়ে কোথাও যাতায়াতের ক্ষেত্রে ট্রেন হচ্ছে সব চাইতে ভালো একটি মাধ্যম।

বাংলাদেশ রেলওয় অনলাইন ই টিকেটিং সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট খুব সহজেই করতে পারবেন। এবং টিকিটের মূল্য পরিশোধ করার জন্য বিকাশ, রকেট এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালু করেছে। আপনারা চাইলে সেখানে গিয়ে ট্রেনের টিকিট সম্পর্কে সকল তথ্য পেতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য উল্লেখ করা হলো।

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য অনেক ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। তবে আমরা আপনাকে বলবো আন্তঃনগর ট্রেনে যাতায়াত করার জন্য। কারণ তাদের যাত্রী সেবা উন্নত মানের হয়ে থাকে। নিচে ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী তালিকা আকারে দেওয়া হল:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
লালমনী এক্সপ্রেস(৭১৭)শুক্রবার২১ঃ৪৫০৪ঃ২১
রংপুর এক্সপ্রেস(৭৫২)রবিবার২৩ঃ১৪০৬ঃ১০

ঢাকা টু বগুড়া ট্রেনের টিকিটের মূল্য

আমরা আপনাকে আগেই বলেছি। বাংলাদেশ রেলওয়ে কিছুদিন আগে তাদের টিকিটের প্রাইস পরিবর্তন করেছে। এবং বিভিন্ন ট্রেনে নতুন আসন ব্যবস্থা যুক্ত করেছে। সাধারণত শোভন, শোভন চেয়ার শাসন ব্যবস্থার মূল্য একটু কম হয়ে থাকে। কিন্তু আপনি যদি এসি সেবা সমূহ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই দামি টিকিট ক্রয় করতে হবে। নিচে ঢাকা টু বগুড়া ট্রেনের আসন বিভাগের নাম ও টিকিটের মূল্য উল্লেখ করা হলো:

আসন বিভাগটিকিটের মূল্য
শোভন৩৩০ টাকা
শোভন চেয়ার৩৯৫ টাকা
প্রথম আসন৫৫২ টাকা
প্রথম বার্থ৭৯০ টাকা
স্নিগ্ধা৬৬০ টাকা
এসি৭৯০ টাকা
এসি বার্থ১১৮০ টাকা

আপনি যদি মনে করেন আমাদের এই পোস্টটি গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই সবার সাথে পোস্টটি শেয়ার করবেন। এবং আপনার যদি ঢাকা থেকে বগুড়া ট্রেনের ভ্রমণ নিয়ে কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।

আরও পড়ুনঃ 

Leave a Comment