অনেকেই জন্মদিনের শুভেচ্ছা কবিতা (happy birthday poems) তার ভালোবাসার মানুষকে এবং তার কাছের আত্মীয় কে প্রেরণ করে থাকে। তাই আমরা আজকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা আমাদের এই পোস্টটি তুলে ধরেছি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন তারিখে আমাদের কাছের মানুষের কারো না কারো জন্মদিন থাকে। সেই উপলক্ষে আমরা অনেকেই প্রিয়জনদের জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে থাকি। অন্যদিকে অনেকেই আছেন যারা নিজের প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা উপলক্ষে কবিতা লিখে স্ট্যাটাস দিতে চান।
আবার যার জন্মদিন থাকে সেও চায় যাতে তার প্রিয় মানুষগুলো তাকে জন্মদিনে নতুনভাবে শুভেচ্ছা জানায়। তাই আপনাদের সবার কথা চিন্তা করে শুভ জন্মদিনের কবিতা উল্লেখ করা হয়েছে। নিচে থেকে জন্মদিন নিয়ে কবিতা সংগ্রহ করে নিন। এগুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের কে শুভ জন্মদিন শুভেচ্ছা কবিতা উপহার দিতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
Contents
- 1 জন্মদিনের শুভেচ্ছা কবিতা
- 2 জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য
- 3 ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা
- 4 রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা কবিতা
- 5 প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
- 6 মেয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
- 7 সন্তানের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
- 8 জন্মদিনের কবিতা
- 9 স্ত্রীর জন্মদিনের কবিতা
- 10 জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা
- 11 আনকমন জন্মদিনের শুভেচ্ছা কবিতা
জন্মদিনের শুভেচ্ছা কবিতা
যারা জন্মদিনকে উপলক্ষ করে তার প্রিয়জনকে একটি কবিতা পাঠাতে চান। তাদের জন্য এখানে স্পেশাল জন্মদিনের শুভেচ্ছা কবিতা দেয়া হয়েছে। আপনার একটি জন্মদিনের কবিতা পেয়ে আপনার প্রিয় জন অনেক খুশি হয়ে যাবে তাই অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা কবিতা প্রেরণ করবেন।
“মিষ্টি আলোর,
ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে
মাথা ফুলের কলি হাঁসে।
পাখির গানে পরিবেশে
মায়াবি এক ধোঁয়া,
পেয়েছে ওরা তোমার
শুভ জন্মদিনের ছোঁয়া।
❦~শুভ জন্মদিন~❦”
“ফুলের হাসিতে প্রাণের খুশিতে
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে
করেছে ভুবন রঙ্গীন
তোমাকে জানায় হৃদয় থেকে
❦~শুভ জন্মদিন~❦”
“গ্রীষ্মের ফুলগুলি,
বর্ষার অঞ্জলি।
শরতের গীতালি,
হেমন্তের মিতালী।
শিতের পিঠা-ফুলি,
বসন্তের ফুল-কলি ।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের দিনগুলি ।
❦~শুভ জন্মদিন~❦”
আরও দেখুনঃ
জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য
আপনারা যারা ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা পাঠাতে চান। তাদের জন্য এখানে ভালো মানের জন্মদিনের শুভেচ্ছা কবিতা তুলে ধরা হয়েছে। তাই নিচে থেকে জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য দেখে নিন।
“A ফর আমি,
B ফর বলতে,
C ফর চাই,
D ফর দারুণ,
E ফর একটা,
F ফর ফাটাফাটি,
G ফর গোপন কথা,
H ফর হ্যাপি বার্থডে!”
“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ কখনো।
তোমার এই জন্মদিনে রইলো
অনেক শুভেচ্ছা।
❦~শুভ জন্মদিন~❦”
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা
“আধার ভেঙ্গে সূর্য হাঁসে
বিশ্বভুবন আলোয় ভাসে।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন।
❦~শুভ জন্মদিন~❦”
রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা কবিতা
“বাড়লো আরেকটা বছর
তোমার জীবনের সাথে,
এগিয়ে যাও সন্মানের সাথে,
আনন্দের সাথে আরো দূরে।
ইচ্ছে হোক তোমার পুরন।
শান্তি থাকুক তোমার প্রানে।
ভালোবাসুক সবাই তোমায়
এই জন্মদিনে।
❦~শুভ জন্মদিন~❦”
আরও পড়ুনঃ
১৫+ ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
আমরা অনেকেই আছি যারা বড় বোনকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। তাই যারা বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা কবিতা পেতে চান। তাদের জন্য এখানে জন্মদিনের শুভেচ্ছা কবিতা দেওয়া হয়েছে।
“জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি আর ভালোবাসা,
পৌছবে তোমার কাছে,
এই আমার আশা।
এই কবিতা পড়ে তুমি
হাসবে হয়তো,
কে বা জানে উদ্যেশ্য
সফল হবে!
যদি এই SMS একটা হাঁসি
তোমার মুখে আনে।
❦~শুভ জন্মদিন~❦”
“মুছে দাও পুরনো বেদনা,
খুলে দাও মনেরি জানালা,
ভুলে যাও ব্যাথার দিনগুলি,
মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা,
মনে জাগাও
নতুন নতুন আশা।
❦~শুভ জন্মদিন~❦”
“স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পুরন হোক
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা যাক ভরে।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য।
❦~শুভ জন্মদিন~❦”
আরও দেখুনঃ
১৮+ বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
মেয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
বিশেষভাবে বাবা মেয়েকে অনেক বেশি ভালোবেসে থাকে। তাই যারা মেয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা পেতে চান।তাদের জন্য এখানে খুঁজে খুঁজে সেরা জন্মদিনের শুভেচ্ছা কবিতা দেওয়া হয়েছে।
শুভ হোক তোমার দিন
আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার মুসকি হাসি,
ফুল ফুটুক রাসি রাসি ।
হাজার ফুলের মাঝে যেমন গোলাপ হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন-
যেনো সুখের সাগরে ভাসে ।
>>> শুভ জন্মদিন <<<
কোন রাজার সিংহাসন থেকে নয়
নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে,
৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে নয়
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই…
>>>> শুভ জন্মদিন <<<<
কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে।
শুধু এই দিন সব ভুলিয়ে দেয় ।
আরও পড়ুনঃ
২৩+ মেয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
সন্তানের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
যারা সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা পাঠাবেন তাদের জন্য বিশেষ জন্মদিনের শুভেচ্ছা কবিতা দেওয়া হয়েছে। আশা করি এগুলো আপনার এখান থেকে সংগ্রহ করে আপনার পাশের জন কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন।
আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.
জন্মদিনে কি বা দেবো তোমায় উপহার,
বাংলায় নাও ভালবাসা, হিন্দিতে নাও পেয়ার !
@@@ শুভ জন্মদিন @@@
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল
অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন ।।
আরও দেখুনঃ
১০০+ সন্তানের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
জন্মদিনের কবিতা
যারা নিজের সম্পর্কে জন্মদিনের কবিতা পেতে চান। তাদের জন্য এখানে ছোটদের জন্মদিনের কবিতা দেয়া হয়েছে। মেয়ের জন্মদিনের কবিতা আমরা উপরে উল্লেখ করেছি। জন্মদিনের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়ে যাবেন আমাদের পোস্টে।
আল্লাহ্ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক, জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক, পরীক্ষা জাতি আসুক তোমার জীবনে, প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক… শুভ জন্মদিন….
আল্লাহ্ আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার..আমাদের জীবন! এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা… শুভ জন্মদিন…
আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।
আরও দেখুনঃ
স্ত্রীর জন্মদিনের কবিতা
যারা নিজের স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা পাঠাতে চান। তাদের জন্য এখানেই স্ত্রীর জন্মদিনের কবিতা দেওয়া হয়েছে।
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন, আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন.. শুভ জন্মদিন
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি… কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে…… শুভ জন্মদিন……
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,ফুলেরা সব ফুটেছে বাগানে.আজ আমর প্রিয়ার জন্মদিন. শুভ জন্মদিন
আরও পড়ুনঃ
জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা
আমরা এখানে সেরা জন্মদিনের শুভেচ্ছা কবিতা দিয়েছি। আপনাদের কাছে আশা করি এই জন্মদিনের শুভেচ্ছা কবিতা গুলো অনেক ভালো লাগবে।
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. “শুভ জন্মদিন”
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন..
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন…
আরও দেখুনঃ
আনকমন জন্মদিনের শুভেচ্ছা কবিতা
আপনাদের জন্য আমরা খুঁজে খুঁজে জন্মদিনের শুভেচ্ছা কবিতা গুলো আমাদের পোস্টে তুলে ধরেছি। আপনাদের কাছে যদি এই জন্মদিনের শুভেচ্ছা কবিতা গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন । সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন ।
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন । ** জন্মদিনের শুভেচ্ছা **
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে
এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি , এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে.. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস… শুভ জন্মদিন..
সর্বশেষ কথা
আশাকরি আমাদের এই পোষ্ট আপনাদের ভাল লেগেছে। এবং আপনারা জন্মদিনের শুভেচ্ছা কবিতা গুলো পেয়েছেন। তারা অবশ্যই আমাদের এই পোস্ট সবার সাথে শেয়ার করবেন। আরো ভালো মানের জন্মদিনের শুভেচ্ছা কবিতা পেতে আমাদের সাথেই থাকুন।
আরও দেখুনঃ