যারা বাইক পছন্দ করে তাদের অজানা নয় সুজুকি ব্যান্ডের জনপ্রিয়তার কথা। দুর্দান্ত ডিজাইন আধুনিক টেকনোলজি এবং দেখতে স্টাইলিশ বাইক, বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে। এই কোম্পানির বিভিন্ন মডেলের বাইক রয়েছে এর মধ্যে জনপ্রিয় সিরিজ জিক্সার যা গ্রাহকদের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু সুজুকি প্রিমিয়াম সেগমেন্টের বাইক তৈরি করে, এজন্য বাইকের দাম বেশি। যারা সুজুকি কোম্পানির ডাবল ডিস্ক ব্যবহার করা বাইকের নাম এবং দাম জানতে চাচ্ছেন। তারা আমাদের এই পোস্ট থেকে সহজেই জেনে নিতে পারবেন।
আমরা এখানে আপনাদের জানাবো ডাবল ডিস্ক ব্যবহার করা করা হয়েছে। সে সকল বাইকের দাম এবং স্পেসিফিকেশন। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আপনি চাইলে সুজুকি কোম্পানির সকল মডেলের দাম জানতে এখানে প্রবেশ করতে পারেন।
Contents
সুজুকি ডাবল ডিস্ক বাংলাদেশ প্রাইস
আমরা এখন জেনে নেব বাংলাদেশ বাজারে সুজুকি কোম্পানির, যে কয়টি ডাবল ডিস্কের বাইকের পাওয়া যাচ্ছে তার দাম। সুজুকি কোম্পানির জিক্সার সিরিজের বাইকগুলো বাংলাদেশ বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যে সকল বাইকে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে নাম এবং দাম জেনে নিন।
২০২৪ সালের হিসাবে, বাংলাদেশে সুজুকি ডাবল ডিস্ক বাইকের দাম ১৯৯,৯৫০ টাকা। এই দামটি অফিসিয়াল বিক্রয় মূল্য এবং বিভিন্ন ডিলারশিপে কিছুটা কম বা বেশি হতে পারে।
সুজুকি ডাবল ডিস্ক বাইকটি একটি ১৫৫ সিসির স্পোর্টি বাইক। এতে রয়েছে একটি ১৫৫ সিসির ৪-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ১৪.২ বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে রয়েছে একটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
বাইকটিতে রয়েছে একটি ফুল ফেয়ারিং, এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, ডিজিটাল মিটার, ডুয়াল ডিস্ক ব্রেক, এবিএস, ইত্যাদি। বাইকটিতে একটি ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।
সুজুকি ডাবল ডিস্ক বাইকটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় বাইক। এটি তার স্পোর্টি লুক, ভালো মাইলেজ, এবং নিরাপত্তার জন্য পরিচিত।
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ
সাধারণত ডাবল ডিস্ক ব্যবহার করা হয় প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে। এই বাইকের দাম অনেক বেশি হয়। তাহলে চলুন জেনে নেওয়া যায় ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে বাইকের দাম।
- Suzuki gixxer 155 Fi ABS, বাইকের বাজার মূল্য ২,৩৯,৯৫০ টাকা।
- Suzuki gixxer SF, বাইকের বাজার মূল্য ২,১৯,৯৫০ টাকা।
- Suzuki gixxer SF MotoGP DD, বাইকের বাজার মূল্য ২,১৯,৯৫০ টাকা।
- Suzuki Intruder 155 Fi ABS, বাইকের বাজার মূল্য ২,৯৯,০০০ টাকা।
- Suzuki gixxer DD, বাইকের বাজার মূল্য ১,৯৯,৯৫০ টাকা।
- Suzuki gixxer SF FI, বাইকের বাজার মূল্য ২,১৯,৯৫০ টাকা।
- Suzuki gixxer SF FI ABS, বাইকের বাজার মূল্য ২,৭৯,৯৫০ টাকা।
- Suzuki GXR R150, বাইকের বাজার মূল্য ৩,৫০,০০০ টাকা।
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক দাম ২০২৪
Suzuki Gixxer 155 Fi ABS, এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে maximum power 13.9 bhp @ 8000 rpm, maximum torque 14 Nm @ 6000 rpm উৎপাদন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 130 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 64 kmp,l পাঁচটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। সাথে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১২ লিটার। সব মিলিয়ে বাইকের ওজন ১৪০ কেজি। সাথে এলইডি লাইট থাকছে।
Suzuki gixxer SF, এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে maximum power 14.8 Ps @ 8000 rpm, maximum torque 14a Nm @ 6000 rpm, উৎপাদন করে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 127 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 48.54 kmp, বাইকে পাঁচটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। সাথে ডাবল ডেস্ক ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বাইকের ওজন ১৪০ কেজি। এবং বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১২ লিটার।
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক প্রাইস বাংলাদেশ
Suzuki Intruder 155 Fi ABS, এই বাইকের ডিজাইন নতুনত্ব রয়েছে, দুর্দান্ত ডিজাইন এবং দেখতে স্টাইলিশ। এই বাইকের হিসেবে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে maximum power 14.6 Bhp @ 8000 rpm, maximum torque 14 N @ 6000 rpm, উৎপাদন করে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 125 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 45 kmpl, বাইকে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। সাথে পাঁচটি গিয়ার বক্স রয়েছে। সবমিলিয়ে বাইকের ওজন ১৪৮ কেজি। এবং বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১১ লিটার।
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক দাম
Suzuki gixxer SF FI ABS, বাইকটি দেখতে স্টাইলিশ এবং দুর্দান্ত ডিজাইন সাথে শক্তিশালী ইঞ্জিন। বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে maximum power 14.8 ps @ 8000 rpm, maximum torque 14 Nm @ 6000 rpm, এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 127 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 48.54 kmpl, পাঁচটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। সাথে ডাবল ডইস্ক ব্যবহার করা হয়েছে। বাইকের ওজন ১৪০ কেজি এবং এলইডি লাইট থাকছে। বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১২ লিটার।
আশা করা যায় এখান থেকে সুজুকি কোম্পানির। ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে যে সকল বাইকে দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েব সাইটে থাকা। আরো অন্যান্য পোস্ট দেখতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।
আরও দেখুনঃ
সুজুকি মোটরসাইকেল দাম | দেখে নিন সর্বশেষ মূল্য তালিকা
সুজুকি জিক্সার এস এফ বাংলাদেশ প্রাইস
বাংলাদেশের দামি বাইক কোনটি | দেখুন বাংলাদেশের সবচেয়ে ভালো বাইক