নতুন নিয়মে বাহরাইন এর ভিসা চেক করার নিয়ম ২০২৪

বাহরাইনে বাংলাদেশীদের বেশ কিছু প্রবাসী রয়েছে। তারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে অর্থ উপার্জনের জন্য। এই দেশ থেকে বিভিন্ন কাজের ভিসা প্রদান করা হয়। এ সকল ভিসা বাংলাদেশি এজেন্সি এবং অনেক দালাল মাদ্যমে সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে আপনি যদি বাহরাইনে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন। কোন এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসার আবেদন করেছেন তাহলে ভিসা চেক করা জরুরী। এজন্য জানতে চান অনলাইনের মাধ্যমে কিভাবে বাহরাইনের ভিসা চেক করা যায়।

তাহলে আমাদের এই পোস্টে থাকা পদ্ধতি অবলম্বন করতে পারেন। ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনার হাতে থাকা ভিসার যাবতীয় তথ্য এবং এই বিষয়টি আসল না নকল। এখানে বাহারাইন ভিসা চেক করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। বাহরাইনের টিকিট চেক করতে এখানে প্রবেশ করুন

বাহরাইন ভিসা চেক

বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ‌ যারা বাহরাই যাচ্ছেন। তারা ভিসাটি হাতে পাওয়ার পর ভিসা চেক করে নিন। আপনি যাচাই করে নিতে পারবেন আপনার হাতে থাকা ভিসা আসল না নকল। আপনি কোন প্রতারক চক্রের হাতে পড়েছেন কিনা। এবং ভিসায় থাকা অন্যান্য তথ্য। এগুলো আপনার জানা উচিত যা আপনার কাঙ্খিত ভিসার সাথে মিলে যাচ্ছে কিনা এবং অন্যান্য তথ্য জানা খুবই জরুরী।

পাসপোর্ট নম্বর দিয়ে বাহরাইন ভিসা চেক

ভিসা চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের প্রবেশ করার পর কিছু তথ্য প্রেরণ করার মাধ্যমে, আপনি জানতে পারবেন। আপনার ভিসার যাবতীয় তথ্য। ভিসা চেক করার জন্য সাধারণত যে বিষয়ে খেয়াল রাখতে হবে identity card, work permit, application ID, passport এই কয়টি অপশনের মাধ্যমে আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন। যদি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেন। এক্ষেত্রে ভিসা নাম্বার প্রেরণ করতে হবে বা পাসপোর্ট নাম্বার সিলেক্ট করলে পাসপোর্ট নাম্বার প্রেরণ করতে হবে।

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার পদ্ধতি

ভিসা চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করার জন্য। একটি ব্রাউজারের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। ব্রাউজারে গিয়ে লিখুন Imran bh visa check সার্চ করুন এবং প্রবেশ করুন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন। অথবা এই পোস্টে থাকা লিংকে প্রবেশ করুন।

প্রথম ধাপ: এই পেজে উল্লেখিত আছে identity card, work permit, application ID, passport আপনি যেকোনো একটিতে সিলেক্ট করতে পারেন। সুবিধার্থে application ID বা passport এর মাধ্যমে চেক করতে পারেন।

দ্বিতীয় ধাপ: আপনি যদি application ID সিলেক্ট করেন। application ID number বক্সে প্রেরণ করতে হবে ভিসার নাম্বার

তৃতীয় ধাপ: যদি passport সিলেক্ট করেন এই বক্সে passport number এবং choose county থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর ক্যাপচাটি পূরণ করে search বাটনে প্রবেশ করতে হবে।

বাহরাইন ভিসা চেক করার নিয়ম

উল্লেখিত ফর্মটি পূরণ করার পর যে স্ট্যাটাস আসবে। এই স্ট্যাটাস থেকে আপনি ভিসার যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন। যারা বাহরাইনে কাজের জন্য যেতে আগ্রহী। ভিসা হাতে পেয়ে থাকলে দ্রুত আপনার ভিসাটি চেক করে নিন। যাতে পরবর্তীতে কোন ঝামেলা সম্মুখীন না হতে হয়।

আশা করা যায় এই পোস্টে থাকা পদ্ধতি গুলো অবলম্বন করে। আপনি আপনার ভিসা চেক করতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো থাকতে পারে।

আরও দেখুনঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

নতুন নিয়মে সৌদি ভিসা চেক – দেখুন পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

কাতার ভিসা চেক অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে – দেখুন চেক করার নিয়ম

Leave a Comment