আপনারা যারা উপায় একাউন্ট খুলবেন বলে চিন্তা করেছেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ উপায় একাউন্ট খোলার নিয়ম ও উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বর্তমানে বাংলাদেশে নতুন আরেকটি মোবাইল ব্যাংকিং চালু হয়েছে যার নাম উপায়। কিছুদিনের মধ্যে এই উপায়ে মোবাইল ব্যাংকিং ভালো জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে ইন্টারনেটে মানুষ অনুসন্ধান করছে কিভাবে উপায় একাউন্ট খুলতে হয়। উপায় একাউন্ট খুললেই পাবেন 50 টাকা বোনাস ও সাথে থাকবে 1 জিবি ইন্টারনেট একদম ফ্রি। উপায় একাউন্ট দেখার নিয়ম তুলে ধরেছি আজকের এই পোস্টে।
Contents
- 1 উপায় একাউন্ট খোলার নিয়ম
- 2 উপায় অ্যাপে একাউন্ট খোলার সুবিধা
- 3 How to Open Upay Account
- 4 উপায় একাউন্ট কোড
- 5 উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
- 6 এজেন্ট একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন
- 7 উপায় একাউন্ট বোনাস কিভাবে পাবো
- 8 উপায় একাউন্ট রেফার বোনাস
- 9 উপায় অ্যাপ সংগ্রহ – Upay App Download
- 10 উপায় হেল্পলাইন নাম্বার ও অভিযোগ নাম্বার
- 11 উপায় একাউন্ট সেন্ড মানি ও ক্যাশ আউট ফি
- 12 উপায় একাউন্ট ট্রানজাকশন লিমিট
- 13 সর্বশেষ কথা
উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় মোবাইল ব্যাংকিং 50 টাকা বোনাস অফার পেতে আজ ই উপায় একাউন্ট খুলুন। অন্যদিকে উপায় একাউন্ট রেফার বোনাস তো আছেই। উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম জেনে নিন আজকের পোস্ট থেকে। উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ও উপায় একাউন্ট কোড পেয়ে যাবেন আমাদের পোস্টে। যার মাধ্যমে আপনারা ঘরে বসেই উপায় একাউন্ট খুলতে পারবেন।
উপায় অ্যাপে একাউন্ট খোলার সুবিধা
এখানে আমরা কিছু জনপ্রিয় একাউন্ট খোলার সুবিধা তুলে ধরেছি। আপনি যদি উপায় অ্যাপ দিয়ে একাউন্ট খুলেন তাহলে নিম্নে উল্লেখিত সুবিধাগুলো ভোগ করতে পারবেন।
- সেন্ড মানিঃ দেশের যেকোনো প্রান্ত থেকে এক উপায় একাউন্ট হতে অন্য উপায় একাউন্ট টাকা পাঠানো যাবে।
- মোবাইল রিচার্জঃ উপায় একাউন্টের ব্যালেন্স ব্যবহার করেই করা যাবে মোবাইলে রিচার্জ
- ক্যাশ ইনঃ উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করা যাবে উপায় মোবাইল ব্যাংকিংয়ে।
- ক্যাশ আউটঃ উপায় এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট হতে টাকা তোলা যাবে।
- পেমেন্টঃ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা উপায় মার্চেন্ট টাচপয়েন্টে খুব সহজেই করা যাবে পেমেন্ট।
- পে বিলঃ উপায় একাউন্টের মাধ্যমে গ্যাস ও ক্রেডিট কার্ড এর বিল পে করা যাবে।
- ফান্ড ট্রান্সফারঃ ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক একাউন্ট থেকে উপায় একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে।
How to Open Upay Account
এখানে কিছু সহজ নিয়ম তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে আপনি ঘরে বসে উপায় অ্যাকাউন্ট করতে পারবেন।
উপায় অ্যাপ ওপেন করে রেজিস্ট্রেশন বাটনে ট্যাব করুন।
আপনার মোবাইল নাম্বার দিয়ে অপারেটর সিলেক্ট করুন এবং ভেরিফাই প্রেস করুন।
এরপর আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে এবং সেটি বসিয়ে দিন।
এবার আপনার NID কার্ড এর সামনের অংশ এবং পেছনের অংশ স্ক্যান করে আপলোড করুন।
এবার আপনার মুখের ছবি স্ক্যান করে আপলোড করুন।
তারপর ভেরিফাই করা হবে, আপনি চাইলে প্রদত্ত তথ্য গুলি এডিট করতে পারবেন।
ভেরিফাই সম্পন্ন হলে আপনার পেশা এবং জেন্ডার নির্বাচন করুন।
তারপর আপনার ইমেইল এড্রেস থাকলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই।
অতঃপর নেক্সট বাটনে ট্যাব করুন, এবং পিন কোড সেট করুন। এক্ষেত্রে সব সময় এলোমেলো সংখ্যার পিন কোড ব্যাবহার করুন।
সবকিছু সম্পন্ন হলে উপায় থেকে আপনাকে এসএমএস এর মাধ্যমে ওয়েলকাম জানালে হবে এবং আপনি একটি উপায় অ্যাকাউন্ট নাম্বার পাবেন।
উপায় একাউন্ট কোড
নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে আপনি উপায় একাউন্ট দেখতে পারবেন। এবং কোডটি ডায়াল করে আপনি উপায় একাউন্টের মাধ্যমে যাবতীয় লেনদেন করতে পারবেন।
UCB Upay USSD Code *268#.
উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
অনেকেই আছেন যারা উপায় একাউন্টের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছেন। যার ফলে আপনাকে জানতে হবে কিভাবে উপায় এজেন্ট একাউন্ট খুলতে হয়। এখানে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি কিভাবে উপায় এজেন্ট একাউন্ট খুলতে পারবেন।
এজেন্ট একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন
- ভালো একটি দোকান অথবা চলমান একটি ব্যাবসা প্রতিষ্ঠান এর উপস্থিতি থাকতে হবে।
- আপনার কাজের ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে।
- আপনার নিজের একটি সিম এবং আইডি কার্ড।
- পাসপোর্ট সাইজের ছবি।
- দোকানসহ আপনার একটি ছবি উপস্থাপন করতে হবে।
উল্লেখিত তথ্যগুলো যোগার করে নিকটস্থ উপায় অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। পরবর্তীতে তারা আপনার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ভেরিফাই করে দেখবে। তারপর তারা কনফার্ম করবে আপনাকে এজেন্ট কর্মী হিসেবে নেওয়া যাবে কিনা।
উপায় একাউন্ট বোনাস কিভাবে পাবো
আপনি যদি আপনার মোবাইল দিয়ে কোপায় একাউন্ট খুলে থাকেন। অথবা নিকটস্থ কোনো উপায়ে এজেন্টের মাধ্যমে উপায় অ্যাকাউন্ট খুলে থাকেন। তাহলে আপনার জন্য উপায় কর্তৃপক্ষ রাখছে আকর্ষণীয় অফার।
কারণ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করলেই আপনি পাবেন 25 টাকা বোনাস। এবং পরবর্তী সাত দিনের মধ্যে আপনার উপায় অ্যাকাউন্ট থেকে রিচার্জ করলে পাবেন আবারো 25 টাকা বোনাস। অন্যদিকে সাথে থাকছে 1 জিবি ইন্টারনেট একদম ফ্রি। দেশের 500 এর অধিক ইউসিবি এটিএম বুথ থেকে হাজারে হাজার টাকা খরচ করে ক্যাশ আউট করতে পারবেন।
উপায় একাউন্ট রেফার বোনাস
আপনি যদি আপনার উপায় একাউন্ট থেকে অ্যাপের মাধ্যমে লিংক রেফার করে থাকেন। তাহলে যে ব্যক্তিকে লিংক পাঠাবেন সে যদি আপনার লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে। তাহলে আপনি পাবেন 50 টাকা বোনাস।
Refer Your Link [ Click Here ]
উপায় অ্যাপ সংগ্রহ – Upay App Download
গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই উপায় অ্যাপস সংগ্রহ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এখানে আমরা উপায় অ্যাপস এর সংগ্রহ লিংক তুলে ধরেছি।
উপায় হেল্পলাইন নাম্বার ও অভিযোগ নাম্বার
আপনি আপনার কোনো সাহায্যের জন্য অথবা কোন অভিযোগ দেওয়ার জন্য নিম্নে উল্লেখিত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে সকল তথ্য পেয়ে যাবেন।
উপায় হেল্প লাইন নাম্বার 16268
অন্যদিকে উপায় কাস্টমার প্রতিনিধির সাথে মেসেঞ্জারে চ্যাট করার জন্য রয়েছে সুবিধা। [ চ্যাট করতে এখানে প্রবেশ করুন ]
উল্লেখিত সেবাটি উপায় সপ্তাহে সাতদিন ও দিনে 24 ঘন্টা দিয়ে থাকে।
উপায় একাউন্ট সেন্ড মানি ও ক্যাশ আউট ফি
উপায় একাউন্টে প্রতি হাজারে ক্যাশ আউট ফি ১৪ টাকা পর্যন্ত উঠতে পারে। উপায় একাউন্ট থেকে আপাতত বিনামূল্যে সেন্ড মানি করা যাবে।
উপায় একাউন্ট ট্রানজাকশন লিমিট
প্রতি ট্রান্সজেকশনে লিমিট | দৈনিক ট্রান্সজেকশন লিমিট | মাসিক ট্রান্সজেকশনে লিমিট | ||||
সর্বনিম্ন | সর্বোচ্চ | কতবার | এমাউন্ট | কতবার | এমাউন্ট | |
ব্যাংক থেকে এড মানি | ৫০ | ৩০,০০০ | ৫ | ৩০,০০০ | ২৫ | ২০০,০০০ |
ক্রেডিট কার্ড থেকে এড মানি | ||||||
এজেন্ট হতে ক্যাশ ইন | ||||||
এজেন্ট হতে ক্যাশ আউট | ৫০ | ২৫,০০০ | ৫ | ২৫,০০০ | ২০ | ১৫০,০০০ |
এটিএম থেকে ক্যাশ আউট | ৫০০ | ২০,০০০ | ৫ | ২৫,০০০ | ২০ | ১৫০,০০০ |
সেন্ড মানি | ১০ | ২৫,০০০ | ৫০ | ২৫,০০০ | ১০০ | ২০০,০০০ |
ব্যাংক একাউন্টে ট্রান্সফার মানি | ||||||
পেমেন্ট | ১ | লিমিট নেই | ||||
পে বিল | লিমিট নেই | |||||
মোবাইল রিচার্জ | ১০ | ১,০০০ | ৫০ | ১০,০০০ | ১,৫০০ | ১০০,০০০ |
ইনওয়ার্ড রেমিট্যান্স | ৫০ | ১২৫,০০০ | ১০ | ১২৫,০০০ | ৫০ | ৪৫০,০০০ |
রিকুয়েস্ট মানি | ১০ | ২৫,০০০ | লিমিট নেই | লিমিট নেই |
সর্বশেষ কথা
আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনারা উপায় একাউন্ট কিভাবে খুলবেন সে সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে। তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
আরও দেখুনঃ
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম (How to delete Bkash account)
রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় (Rocket Account PIN Recover)