ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী ও ভাড়া। নাটোরের কাঁচাগোল্লার কথা শোনেনি কে আছে।আপনি যদি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ট্রেনের মাধ্যমে যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ট্রেন কখন ছাড়ে। এবং আপনার যদি টিকিটের মূল্য সম্পর্কে ধারনা থাকে। তাহলে আপনি সে সম্পর্কে আমাদের পোস্টের মাধ্যমে জানতে পারবেন। যারা ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের জন্য পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। যাতায়াতের অন্যান্য যানবাহন ট্রেনের মত না। অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। কিন্তু ট্রেনে যাতায়াত অনেক সহজলভ্য।

যার জন্য সবাই ট্রেনে যাতায়াত করতে ভালোবাসে। আপনি যদি ঢাকা থেকে নাটোর যেতে চান। তাহলে আপনাকে একটি টিকিট ক্রয় করতে হবে। আরেকটি খুশির সংবাদ হচ্ছে আপনি চাইলে ঘরে বসে ঢাকা টু নাটোর ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে পারেন। আপনার যদি সেই নিয়ম না জানা থাকে তাহলে নিচের লিঙ্কে প্রবেশ করে তা জেনে নিন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে।ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে পাঁচটি ট্রেন চলাচল করে।সবাই ট্রেন গুলোর নামের সাথে প্রায় পরিচিত ট্রেন গুলোর নাম হচ্ছে একতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস। নিচে ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী তালিকা আকারে দেয়া হলো:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
একতা এক্সপ্রেস (৭০৫)নাই১০ঃ১৫১৫ঃ০৩
লালমনি এক্সপ্রেস(৭৫১)শুক্রবার১৭ঃ৪৫০২ঃ৩৯
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)নাই২০ঃ০০০০ঃ৩৩
নীলসাগর এক্সপ্রেস (৭৬৫)সোমবার০৬ঃ৪৫১১ঃ১৮
রংপুর এক্সপ্রেস (৭৭১)সোমবার০৯ঃ১০১৩ঃ৪৯
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)নাই২৩ঃ৩০০৩ঃ৫৪
কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭)বুধবার২০ঃ৪৫০১ঃ১৩
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫)শনিবার১৭ঃ০০২১ঃ৪৪

উপরের তালিকা থেকে আশাকরি বুঝতে পেরেছেন প্রতিটি ট্রেন কখন ছেড়ে যায় এবং কখন গন্তব্যে পৌঁছে। এবং প্রতিটি ট্রেন একটি নির্দিষ্ট দিন বন্ধ থাকে। দু-একটি ট্রেন ছাড়া।

ঢাকা টু নাটোর ট্রেনের টিকিটের মূল্য

ঢাকা থেকে নাটোর যাওয়ার ট্রেনের বিভিন্ন আসন বিভাগ রয়েছে। আপনি চাইলে বেশি টাকা দিয়ে টিকিট ক্রয় করতে পারেন। অথবা না চাইলে কম দামের টিকিট ক্রয় করতে পারেন।আপনাদের সুবিধার্থে আমরা সকল শাসন বিভাগের নাম এবং টিকিটের মূল্য দিয়ে দিয়েছি।

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন২৬৫ টাকা
শোভন চেয়ার৩২০ টাকা
প্রথম সিট৪২৫ টাকা
প্রথম বার্থ৬৪০ টাকা
স্নিগ্ধা৫৩০ টাকা
এসি সিট৬৪০ টাকা
এসি বার্থ৯৫৫ টাকা

আমাদের উক্ত পোষ্টের মাধ্যমে আশা করি আপনি আপনার তথ্যগুলো খুঁজে পেয়েছেন।পোস্টটি যদি আপনার কাছে ভাল মনে হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।এবং বাংলাদেশের সকল স্থানের ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ

Leave a Comment