জামালপুর জেলা পোস্ট কোড ও এরিয়া কোড। জামালপুর জেলার সকল পোস্ট অফিসের তথ্য এই পোষ্ট পাবেন। পোস্ট অফিসের মাধ্যমে, যেকোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা যায়। তার জন্য আপনাকে, সর্বপ্রথম ওই পোস্ট অফিসের পোস্ট কোড জানতে হবে। আপনারা যদি খুব সহজেই বাংলাদেশের সকল পোস্ট অফিসের। পোস্ট কোড খুঁজে পান। তার জন্য আমাদের আজকের এই পোস্ট। জামালপুর জেলার আয়তন ২০৩১.৯৮ বর্গ কিলোমিটার। এবং পুরো জেলায় বসবাস করে ২৩,৮৪,৮১০ জন মানুষ।(আদমশুমারি ২০১১ এর রিপোর্ট মোতাবেক)।
জামালপুর জেলার ভিতরে উপজেলা আছে সাতটি। এবং এই সাতটি উপজেলার ভিতর 15 টি ইউনিয়ন রয়েছে। এবং মোট গ্রাম রয়েছে 365 টি। আপনি যদি জামালপুরের আকর্ষণীয় স্থান গুলো ঘুরতে চান। জামালপুরে গান্ধী আশ্রম, মালঞ্চ মসজিদ, ঝিনাই নদীর উৎসমুখ, লাউচাপড়া পিকনিক স্পট, দেওয়ানগঞ্জ সুগার মিলসহ রয়েছে আরও অনেক আকর্ষণীয় স্থান।
জামালপুর জেলা পোস্ট অফিস
জামালপুর জেলার ভিতরে অনেক পোস্ট অফিস রয়েছে। আপনারা যদি খুব সহজেই সকল পোস্ট অফিসের পোস্ট কোড খুঁজে পান। তার জন্য আমরা পোস্ট কোড গুলোর একটি তালিকা প্রকাশ করেছি। আশা করি আমাদের পোস্টের মাধ্যমে জামালপুর জেলার পোস্ট কোড এরিয়া কোড খুঁজে পাবেন। এবং জামালপুর জেলা পোস্ট অফিস সকাল 9 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত খোলা থাকে। আপনাকে অবশ্যই এই সময়ের মধ্যে পোস্ট অফিসে উপস্থিত থাকতে হবে।
জামালপুর জেলা পোস্ট কোড
আপনি জামালপুর জেলার যেকোনো পোস্ট অফিসের পোস্ট কোড নিচের তালিকা তে খুঁজে পাবেন। আশা করছি এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরন করতে পারবেন।
জেলা | থানা | উপকার্যালয় | পোস্ট কোড (ডাক সংকেত) |
---|---|---|---|
জামালপুর | বকশিগঞ্জ | বকশিগঞ্জ | ২১৪০ |
জামালপুর | দেওয়ানগঞ্জ | দেওয়ানগঞ্জ | ২০৩০ |
জামালপুর | দেওয়ানগঞ্জ | দেওয়ানগঞ্জ এস মিলস | ২০৩১ |
জামালপুর | ইসলামপুর | ডুরমোট | ২০২১ |
জামালপুর | ইসলামপুর | গিলাবাড়ি | ২০২৪ |
জামালপুর | ইসলামপুর | ইসলামপুর | ২০২০ |
জামালপুর | জামালপুর | জামালপুর | ২০০০ |
জামালপুর | জামালপুর | নানদিনা | ২০০১ |
জামালপুর | জামালপুর | নুরুন্দী | ২০০২ |
জামালপুর | মেলান্দহ | জামালপুর | ২০১১ |
জামালপুর | মেলান্দহ | মাহমুদপুর | ২০১৩ |
জামালপুর | মেলান্দহ | মালঞ্চ | ২০১২ |
জামালপুর | মেলান্দহ | মেলান্দহ | ২০১০ |
জামালপুর | মাদারগঞ্জ | বালিঝুড়ি | ২০৪১ |
জামালপুর | মাদারগঞ্জ | মাদারগঞ্জ | ২০৪০ |
জামালপুর | সরিষাবাড়ি | বাউসী | ২০৫২ |
জামালপুর | সরিষাবাড়ি | গুনেরবাড়ি | ২০৫১ |
জামালপুর | সরিষাবাড়ি | জগন্নাথ ঘাট | ২০৫৩ |
জামালপুর | সরিষাবাড়ি | যমুনা সার কারখানা | ২০৫৫ |
জামালপুর | সরিষাবাড়ি | পিংনা | ২০৫৪ |
জামালপুর | সরিষাবাড়ি | সরিষাবাড়ি | ২০৫০ |
জামালপুর জেলা এরিয়া কোড
অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন জায়গার এরিয়া কোড লিখে অনুসন্ধান করে থাকে। আমরা জামাল্পুর জেলার ডায়ালিং কোড নিচে দিয়ে দিলাম। আপনার প্রয়োজনীয় তথ্য টি নিয়ে নিন।
জেলা উপজেলা ডায়ালিং কোড
জামালপুর দেওয়ানগঞ্জ ০৯৮২৩
ইসলামপুর ০৯৮২৪
জামালপুর ০৯৮১
মেলান্দহ ০৯৮২৬
মাদারগঞ্জ ০৯৮২৫
সরিষাবাডী ০৯৮২৭
বকশিগঞ্জ ০৯৮২২
পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে হয়। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার মত অনেকেই জামালপুর জেলার পোস্ট কোড খুঁজছে। এবং বাংলাদেশের সকল জেলার পোস্ট কোড পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুনঃ